বুধবার, জুলাই ১৯, ২০১৭

রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে আবু আয়েশ মন্ডলের নিয়োগ টি পুনরায় নেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সারাবাংলা সংখ্যালঘু যুবফেডারেশনের রাজ্য সম্পাদক মহম্মদ কামরুজাম্মান


এক নজরে

সকাল সকাল পথ দুর্ঘটনা যায় মৃতু হলো যুবক এর ....পূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাট থানার ছাই খাদান এ nh 41 এ আজ সকাল 7'30 মিনিট নাগাদ হলদিয়া গামী একটি ট্র৅ক ধাক্কা মেরে পালিয়ে যায় ....কোলাঘাট থানার পুলিশ ওই আহত যুবক কে উদ্ধার করে তমলুক হাসপাতাল এ নিয়ে ...হাসপাতাল এর চিকিত্সক রা মৃত বলে ঘোষনা করে ...তবে মৃত যুবক এর পরিচয় জানা যায়নি ...ঘাতক লরি টি পলাতক ...কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে

ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু ঘটনায় চাঞ্চল্য


কোলাঘাট: ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় সকাল সকাল চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ৪১ নম্বর জাতীয় সড়কে  ছাঁইখাদানের নিকট। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৮ বছর।


স্থানিয় সূত্রে জানাগিয়েছে আজ সকাল সাড়ে ৭ টা নাগাদ হলদিয়াগামী একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাথ থেকে চলা এক যুবলকে ধাক্কা মেরে পালিয়ে যায়।স্থানিয় মানুষজন দেখতে পেয়ে
 তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাকরা মৃতবলে ঘোষনা করে।

দুর্ঘটনার ফলে কোলাঘাট মেচেদা জাতীয় সড়ক কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ গিয়ে তা স্বাভাবিক  করে। মৃত যুবকের পরিচিয় জানার চেস্টা করছে পুলিশ।

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাঁই বোঝাই গাড়ি সারি করে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকার ফলে প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটেচলেছে বলে এলাকার মানুষের অভিযোগ।


অরণ্য সপ্তাহ উপলক্ষে আজ কাঁথি 1 নম্বর ব্লক অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের কুলাইপদিমা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এ ছাত্র ছাত্রীদের নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে বৃক্ষ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক অনুপম মিশ্র,প্রধান অতিথি কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান সত্যেন্দ্রনাথ জানা,বিশেষ অতিথি ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত,বি.এম. ফাইন আর্ট গ্রুপের বিষ্ণু মাইতি ও সোমনাথ দাস।সমস্ত অতিথি,শিক্ষক ও ছাত্রছাত্রীদের চারা গাছ বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এবং ভাস্কর্যের কাজ ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়।


সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শ্যামল জানা ও তন্ময় পণ্ডা।




OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER