প্রতাপ চট্টোপাধ্যায়
বুধবার, এপ্রিল ২২, ২০২০
লকডাউনে খাদ্য বিলিতে মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ
অন্ন - সন্তু বন্দ্যোপাধ্যায়
অন্ন
সন্তু বন্দ্যোপাধ্যায়
রক্ত ঝরা ঘাম দিয়ে
লোকে তোমায় তৈরি করে,
শত পরিশ্রমের পরে তুমি
আসো লোকের ঘরে,
তোমার জ্বালা তারাই বোঝে
পায়না যারা খেতে,
বল আর কতদিন থাকবে তারা
আধপেটা খেয়ে বেঁচে,
কেউবা তোমায় নষ্ট করে
কেউ বা তোমার খোঁজে,
কেউ বা তোমার আশায় থাকে
শত লোকের মাঝে,
অন্ন তোমার যায় না বোঝা
তুমি যার দাও ভরে দাও,
থাকে যারা স্টেশন ধারে
তাদের খাবার কেড়ে নাও,
তারাও মানুষ আমরাও মানুষ
তাহলে কেন ভেদ বিচার,
কেন তুমি তাদের কোন
দাও না সুবিচার,
যে তোমারে ভক্তি করে
থাকো নাকি তুমি তারই ঘরে,
জানিনা কেন মানুষ তোমায়
না জেনে বুঝে অবহেলা করে,
চাই তোমাকে সবাই জানি
কেউ কেউ না পায়,
অন্ন তুমি অনেক মহান
তোমার সবাই যেন পায়!
লকডাউনে অসহায় দের খাদ্য সামগ্রী বিলিতে ক্ষুদিরাম কিশলয় সংঘ
দীপঙ্কর সমাদ্দার
দক্ষিণ 24 পরগনার সোনারপুর অন্তর্গত গঙ্গা জোয়ারা মৌজা খুদিরাম পল্লী কিশলয় সংঘ পক্ষ থেকে পল্লীবাসী কে নিয়ে নিদিষ্টদুরত্ব মেনে লকডাউন সম্পর্কে সচেতন সভা আয়োজন করা হয় ।সারা বিশ্ব এক বড়ো সংকটময় পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতির শিকার সকলে, সারাদেশ জুড়ে চলছে লকডাউন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী দের ঘরে আজ অন্নর অভাব। পল্লীবাসীর এই দুঃসময়ে তাদের পাশে দাড়িয়েছে কিশলয় সংঘের সদস্যরা। ১৫০ জন এর হাতে চাল,ডাল,আলু,তেল,তুলে দেওয়া হলো। যে সমস্থ দুস্থ-দরিদ্র আজ অন্নর অভাবে কী খাবেন তা নিয়ে ভাবনায় আছেন তাদের হাতে এই অল্প কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়ে কিশলয় সংঘ দুস্থ এবং পল্লী বাসীর দুঃস্থ পরিবারের হাতে তাদের খাদ্যসংকট থেকে কিছুটুকু চিন্তা মুক্ত করার চেষ্টা করল। উপস্থিত ছিলেন অঞ্চলের বিশেষ ব্যক্তিগণ ও কামরাবাদ পঞ্চায়েত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি গণ কিশলয় সঙ্গে সদস্যরা জানালেন আমরা বিগত দিনে মানুষের পাশে ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো
২৭ জন রিক্সা চালকদের ৬০০ টাকা করে দিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ
সুভাষ মজুমদার
মন্তেশ্বরের শুভশ্রী ছবি আঁকছে লকডাউনে
জ্যোতিপ্রকাশ মুখার্জি,
করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দেশ জুড়ে লকডাউন ঘোষিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে।সব কিছু থমকে গেছে।মানুষ আজ গৃহবন্দী। কোলাহল মুখর পৃথিবীতে বিরাজ করছে শ্মশানের নিস্তব্ধতা।সেলেবল থেকে সাধারণ মানুষ -প্রত্যেকেই পরিচিত জগত ত্যাগ করে অন্য জগতের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে সমস্যায় পড়েছে বাচ্চারা। কিছুতেই ঘরে তাদের মন বসছেনা।
পূর্ব বর্ধমানের মন্তেস্বর থানার পুটশুড়ী গ্রামের শুভশ্রী চৌধুরী। মা-বাবার একমাত্র মেয়ে। বাবা শুভেন্দু একজন ব্যবসায়ী।বর্তমানে তিনিও গৃহবন্দী।মা তনুশ্রী একজন আটপৌরে গৃহবধূ। লকডাউনের জন্য অনভ্যস্ত জীবন কাটাতে হচ্ছে চতুর্থ শ্রেণির এই মেয়েটিকে। স্কুল বন্ধ।ফলে বন্ধুদের সঙ্গে মজা করা যাচ্ছেনা। ঘুরে ঘুরে কচি আম কুড়াবে এবং বিকেলে নুন-লঙ্কা মাখিয়ে খাবে তারও উপায় নাই। ঘরের মধ্যে সবসময় থাকতেও বিরক্ত লাগছে।মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই ।কিন্তু শুভশ্রী একটু অন্যভাবে জীবনটা উপভোগ করতে শুরু করল।
চার বছর বয়স থেকে ছবি আঁকা শিখতে শুরু করলেও কেবলমাত্র আঁকার স্যারের কাছেই ছবি আঁকত শুভশ্রী। এখন একঘেয়েমি কাটানোর জন্য মনের আনন্দে নিজেই ছবি এঁকে চলেছে। শুধু তাই নয় নিজের কাঁচের চুড়ি ও সুতো দিয়ে দৃষ্টিনন্দন একটি 'গৃহশোভা' বৃদ্ধির জিনিস তৈরি করে ফেলেছে। এই সময় সে বেশ কিছু কবিতাও লিখেছে যা ইতিমধ্যেই মঙ্গলকোট.কম এ প্রকাশিত।মাঝে মাঝে মায়ের শাড়ি পড়ে সাজতেও বসে পড়ছে।
কর্মব্যস্ততার জন্য ব্যবসায়ী বাবাকে খুব একটা কাছে পেতনা শুভশ্রী। ব্যবসা বন্ধ থাকায় বাবা-মাকে একসাথে পেয়ে তাদের সঙ্গে খুনসুটি করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেলছে। সব মিলিয়ে নিজের জীবনটাকে আনন্দে ভরিয়ে ফেলেছে সে।
ছোট্ট শুভশ্রী বলল- প্রথম প্রথম খুব বিরক্ত লাগছিল।তারপর যেই ছবি আঁকা, কবিতা লেখা বা হাতের কাজ করতে শুরু করলাম সব বিরক্ত দূর হয়ে গেল। বাবাকেও কাছে পাচ্ছি। প্রতিমাসে একদিন করে লকডাউন হলে কি মজাটাই নাহবে!
তনুশ্রী দেবী বললেন- বাবাকে কাছে পেলেও মেয়েটা মনমরা হয়ে যাচ্ছিল। কি করব ভেবে পাচ্ছিলাম না। নিজেই মনের আনন্দে কাজ করছে দেখে খুব ভাল লাগছে। তবে আমরাও ওর কাছে বসছি। সব মা-বাবার উচিত এখন ছেলেমেয়েদের সময় দেওয়া।
ক্লিনিক্যাল মনোবিদ্যার চূড়ান্ত বর্ষের ছাত্রী এবং কলকাতার একটি প্রতিষ্ঠানের পরিদর্শক তানেয়া মুখার্জ্জী বললেন - হঠাৎ পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেওয়া খুব কষ্টের। বিশেষ করে বাচ্চাদের। এই সময় তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। ঘরের চারদেওয়ালের মধ্যে তাদের যেটা ভাল লাগে সেটাই তারা করবে।এই সময় পড়াশোনায় চাপ না দিয়ে তাদের সৃজনশীল কাজে উৎসাহিত করা সবচেয়ে ভাল।
চাণক এলাকায় নিজেরাই ত্রাণ তহবিল গড়লেন গ্রামবাসীরা
জ্যোতিপ্রকাশ মুখার্জি
সম্পূর্ণ নিজেদের উদ্যোগে 'ত্রাণ তহবিল' গঠণ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মঙ্গলকোটের চাণক গ্রামে। স্হানীয় সূত্রে জানা যাচ্ছে লকডাউন জনিত কারণে গ্রামের 'দিন আনি দিন খাই' শ্রেণির মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এদের অনেকেই একমুঠো খাবার যোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে।এই পরিস্থিতিতে গ্রামের দুই প্রবীণ ব্যক্তি প্রভাত বন্দ্যোপাধ্যায় ও সুন্দরগোপাল মজুমদার 'ত্রাণ তহবিল' গঠনের সিদ্ধান্ত নেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে গ্রামের যুব সম্প্রদায়।গ্রামের মানুষের সঙ্গে সঙ্গে কর্মসূত্রে গ্রামের বাইরে থাকা ব্যক্তিরাও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়।এমনকি গ্রামের এক বাচ্চাও তার টিফিনের জন্য জমা করা কুড়ি টাকা ঐ ত্রাণ তহবিলে দান করে। সংগৃহিত অর্থে গত ১৮ ই এপ্রিল গ্রামের ৫০০ জন দুঃস্হ ব্যক্তির হাতে ৫ কেজি চাল,একটি সাবান ও একটি মাস্ক তুলে দেওয়া হয়।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সবুজকলি মিত্র সহ অন্যত্র কর্মরত চাণক গ্রামের বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রয়োজনে আবারও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন।
অন্যতম উদ্যোক্তা সুন্দর বাবু বললেন - এটা ব্যক্তিগত নয় সমষ্টিগত উদ্যোগ। পরিস্থিতির শিকার মানুষগুলোর অসহায় অবস্থা দেখে আমরা এই তহবিল গঠনের সিদ্ধান্ত নিই।প্রবীণদের উপস্থিতিতে যুবসম্প্রদায় প্রয়োজনীয় সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসে। প্রয়োজন পড়লে আগামীদিনেও পরিস্থিতির উপর নজর রেখে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।সহযোগিতার জন্য উদ্যোক্তারা স্বাস্থ্য বিভাগ,আশাকর্মী ও মঙ্গলকোট থানার আধিকারিককে ধন্যবাদ জানান।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...