শুক্রবার, মার্চ ৩০, ২০১৮

মালদায় রোগীর পেট কেটে বের হল চামচ সূচ রডের অংশ

মানস দাস,মালদা

মালদা মেডিক্যাল কলেজে রোগীর পেট কেটে বের হল একটা গোটা চামচ,একটা ভাঙ্গা চামচ, বাকানো সূঁচ এবং একটি লোহার রডের টুকরো।
রোগীর নাম তরুণ রবিদাস(২১)। বিরল এই অস্ত্রোপচার হয়েছে শুক্রবার সকালে।৫ জনের চিকিৎসকের দল অস্ত্রোপচার করেন। রোগী এখন সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে চিকিৎসক অরিজিৎ মুখোপাধ্যায় এর নেতৃত্বে ৫ জন চিকিৎসক এই বিরল অস্ত্রোপচার করেন।

গুড ফ্রাইডে তে মেতেছে খ্রিষ্টান সমাজ

বিশ্বজুড়ে খ্রিস্টানদের মতে আজকের মতো শুক্রবার, তারা পরিবর্তিত সময়ের মধ্যে তা করে। একটি ক্রমবর্ধমান বৈচিত্র্যময় খ্রিস্টীয় সম্প্রদায়ের মধ্যে, এই পবিত্র দিনটির দিকে লক্ষনীয় এবং ক্রমবর্ধমান দ্বিমুখীতা রয়েছে যে, আমরা রোমাঞ্চ কর্তৃপক্ষের ক্রুশের উপরে যিশুর মৃত্যুদণ্ডের স্মারক হিসেবে "ভাল" বলে আশ্চর্যভাবে কল করি।এই ধরনের উদ্বেগ পুরোনো নয় হিপ্পোতে 5 ম শতকের আফ্রিকান বিশপ সেন্ট আগস্টি বিখ্যাতভাবে বলেছিলেন, "আমরা ইস্টার মানুষ, এবং 'অ্যাল্লুয়া' হল আমাদের গান!" পোপ ফ্রান্সিসও খুব ভাল পরিমাণে ব্যয় করেছেন তার পণ্ডিত ব্যক্তিদেরকে তার মেষপালকে উত্সাহিত করার জন্য আনন্দিত খ্রিস্টান "যার জীবন ইস্টারের মত লেন্ট মত মনে হয়।"

সংগৃহীত কপি

নকল পানীয়জল কোম্পানি খুলে ধৃত ১, গোপাননগরের ঘটনা

ওয়াসিম বারি

নকল পানীয় জল তৈরি ও বিক্রি করার অভিযোগ এ গ্রেফতার ব্যবসায়ী।গোপালনগর থানার পাল্লা দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে নকল পানীয় জলের কারখানার সন্ধান পেল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মঙ্গল হীরা নামে এক ব্যক্তি শুধুমাত্র পঞ্চায়েতের থেকে ট্রেড লাইসেন্স নিয়ে গত ৪ বছর ধরে এই কারবার চালাচ্ছিল। ২০ লিটারের ৪১টি জল ভর্তি ব্যারেল, ২১ টি খালি জার, ৭২৫ টি ক্যাপ, ৩৫ টি লেভেল এবং কেমিক্যাল উদ্ধার হয়। ওই ব্যক্তি বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পঞ্চায়েত ভোটের ব্যস্ততা নলহাটি তৃণমূলে

তথাগত চক্রবর্তী

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই বীরভূমের নলহাটির ভদ্রপুরে তৃণমূলের দেওয়ালে পতাকা টাঙাতে ব্যাস্ত কর্মীরা।

পুন্ডিবাড়িতে অগ্নিকান্ড, ঘটনাস্থলে উত্তরবঙ্গ মন্ত্রী

সুজিত ঘোষ

আজ কোচবিহারের পুন্ডিবাড়ির বাজারে ভয়াবহ আগুন লেগে বেশ কয়েকটি দোকানে পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্র নাথ ঘোষ।

১৬৭ জন কৃষকদের কৃষজ যন্ত্রপাতি তুলে দেওয়া হল

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্থানীয় স্বরুপনগরব্লক এস.জি.এস.ওয়াই হল প্রাঙ্গনে স্বরুপনগর পঞ্চায়েত সমিতির সহযোগীতায় এবং ব্লক কৃষিদপ্তরের ব্যবস্থাপনায় ১৬৭ জন বেনীফিশারির হাতে কৃষিতে যান্ত্রিকরনের লক্ষে সরকারী ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি বিতরন করলেন।কৃষকদের হাতে ভর্তুকী যুক্ত যন্ত্রপাতি প্রদান করলেন বি.ডি.ও বিপ্লব বিশ্বাস, সাথে ছিলেন এ.ডি.এ-নাজির উদ্দিন আহমেদ,এম.পি.প্রতিনিধি  রমেন সরদার, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা সাহা,কৃষি কর্মধ্যক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, ঝর্ণা মণ্ডল প্রমুখ৷এদিন ৮৭টি পাম্প সেট.৬টি পাওয়ার টিলার ২২টি ক্ষুদ্র যন্ত্রপাতি প্রদান করা হয়।কৃষিদপ্তর সূত্রে জানা যায় যার ভর্তুকী মূল্য আনুমানিক ২৩ লক্ষ ৬৫৬ টাকা৷

নলাবরা বাজার কমিটির নামযজ্ঞ সভা

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরূপনগর থানার শাড়াপুল জিপির নলাবরা বাজার কমিটির পরিচালনায় এবং গ্রামবাসির সহযোগীতায় অষ্টম প্রহর ব্যাপী নামযজ্ঞনুষ্ঠান শেষ হলো, ৷শেষের দিন বাউল সংগীতও পদাবলী অনুষ্ঠান ছিলো উল্লেখ যোগ্য।এই সময় গ্রামবাসীর সাথে আনান্দ ভাগ করে নেন-স্থানীয় বিধায়ক বীনা মণ্ডল।

দাঁইহাটে পঞ্চায়েত নির্বাচনে উচ্চপর্যায় ব্লক সম্মেলন বিজেপির


মোল্লা জসিমউদ্দিন

একদিকে যখন রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সর্বদলীয় বৈঠক চলছে।ঠিক সেসময় বিজেপির তিন শীর্ষ নেতা এরাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে অশনিসংকেত দিলেন।বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর সংলগ্ন দাঁইহাটে ২৩ টি ব্লক নেতৃত্বদের নিয়ে বিজেপি নির্বাচনী প্রস্তুতি সভা সারে।এদিন এই সভায় কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য নেতা মুকুল রায় সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় নেতা তথা এরাজ্যের দলীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী এদিন জানান - রানীগঞ্জ এর ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার কংকাল রুপ ধরা পড়েছে, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সুস্টভাবে ভোট করার জন্য কেন্দ্রীয় বাহিনী লাগবে।আমরা দলীয়ভাবে তা কেন্দ্র কে জানাব।এরপরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন - মে মাসে ভোট হলে আমরা ভোট যাতে না হয় ওইসময়, সেজন্য কলকাতা হাইকোর্টের দারস্থ হব।কেননা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে।তাই ওই কম সময়ে প্রচারের সুযোগ পাবনা।উল্লেখ্য এবারেই প্রথম পঞ্চায়েত নির্বাচনে হেলিকপ্টার এনে বেশি বেশি সভাসমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিনের সভায় সবথেকে আক্রমণাত্মক রুপ দেখা যায় মুকুল রায়ের বক্তব্যে।তিনি বলেন - এরাজ্যের মুখ্যমন্ত্রী একজন মিথ্যুক, প্রায় প্রশাসনিক সবায় যেখানে জুলাই আগস্ট মাসে পঞ্চায়েত ভোট হবে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে কি করে রাজ্যের নিয়ন্ত্রণে থাকা নির্বাচন কমিশন মে মাসের প্রথম সপ্তাহে ভোটের সূচী রাখবে? আসলে বিজেপি কে দিদি ভয় পেয়ে গেছে।যাতে প্রচার ঠিকমত আমরা করতে না পারি, সেজন্য আগাম প্রচারে জুলাই আগস্ট আর কার্যক্ষেত্রে মে মাসে ভোটের নামে প্রহশন করতে চাইছে।এদিনের বিজেপির সভায় পূর্ব বর্ধমানের আদি বিক্ষুব্ধ তৃনমূল কর্মী সমর্থকদের সাথে মুকুল রায়ের আলাপ আলোচনা করতে দেখা যায়।মনে করা হচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এইসব তৃনমূলের বিক্ষুব্ধদের দলীয় প্রতীক দিয়ে তৃনমূল কে ভোটের অন্তর্ঘাতমুখী করার পরিকল্পনা নিচ্ছেন একদা তৃনমূলের চাণক্য তথা বিজেপির পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা মুকুল রায়। 

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER