মানস দাস,মালদা
মালদা মেডিক্যাল কলেজে রোগীর পেট কেটে বের হল একটা গোটা চামচ,একটা ভাঙ্গা চামচ, বাকানো সূঁচ এবং একটি লোহার রডের টুকরো।
রোগীর নাম তরুণ রবিদাস(২১)। বিরল এই অস্ত্রোপচার হয়েছে শুক্রবার সকালে।৫ জনের চিকিৎসকের দল অস্ত্রোপচার করেন। রোগী এখন সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে চিকিৎসক অরিজিৎ মুখোপাধ্যায় এর নেতৃত্বে ৫ জন চিকিৎসক এই বিরল অস্ত্রোপচার করেন।