মোহন সিং
আসানসোলের পাক্কা বাজার এলাকার একটি দোকানের বাইরে থেকে একটি কার্টুন বক্স নিয়ে পালানোর চেষ্টা করছিল এক কিশোর। ব্যস এই ঘটনা দেখতে পেয়ে যেতেই দোকানী কিশোরকে ধরে ফেলে। তারপর দোকানের পাশে, একটি অন্ধকার সিঁড়িতে বসিয়ে চলে উত্তম মধ্যম। হাতজোড় করে কিশোর বারবার বলতে থাকে সে ভেবেছিল ফাঁকা কার্টুন পড়ে আছে। চুরি করতে চায়নি সে। কিন্তু কে শোনে কার কথা। কেউ থাপ্পড় কষিয়ে দিয়ে গেলেন। কেউ বা আবার ওই কিশোরের বেল্ট খুলেই তাকে সেই বেল্ট দিয়েই মারলেন। আবার কোন ব্যবসায়ী কিশোর প্যান্ট খুলে ফেলতে উদ্ধত হলেন। শেষ পর্যন্ত ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা পৌঁছে গেলে, ব্যবসায়ীরা ওই কিশোরকে ছেড়ে দেয়। দিন কয়েক আগে একই ভাবে আসানসোল রেলপার এলাকায় তিন কিশোরকে এই ভাবেই মারধর করা হয়েছিল। তাদের কানধরে উঠবোস পর্যন্ত করানো হয়েছিল। কিন্তু শেষে পুলিশকে না ডেকে ছেড়ে দেওয়া হয়। আজকে দুপুরেও সেই একই চিত্র দেখা গেল। প্রশ্ন উঠছেই কেন বারবার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে আসানসোলের ব্যবসায়ীরা।

আসানসোলের পাক্কা বাজার এলাকার একটি দোকানের বাইরে থেকে একটি কার্টুন বক্স নিয়ে পালানোর চেষ্টা করছিল এক কিশোর। ব্যস এই ঘটনা দেখতে পেয়ে যেতেই দোকানী কিশোরকে ধরে ফেলে। তারপর দোকানের পাশে, একটি অন্ধকার সিঁড়িতে বসিয়ে চলে উত্তম মধ্যম। হাতজোড় করে কিশোর বারবার বলতে থাকে সে ভেবেছিল ফাঁকা কার্টুন পড়ে আছে। চুরি করতে চায়নি সে। কিন্তু কে শোনে কার কথা। কেউ থাপ্পড় কষিয়ে দিয়ে গেলেন। কেউ বা আবার ওই কিশোরের বেল্ট খুলেই তাকে সেই বেল্ট দিয়েই মারলেন। আবার কোন ব্যবসায়ী কিশোর প্যান্ট খুলে ফেলতে উদ্ধত হলেন। শেষ পর্যন্ত ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা পৌঁছে গেলে, ব্যবসায়ীরা ওই কিশোরকে ছেড়ে দেয়। দিন কয়েক আগে একই ভাবে আসানসোল রেলপার এলাকায় তিন কিশোরকে এই ভাবেই মারধর করা হয়েছিল। তাদের কানধরে উঠবোস পর্যন্ত করানো হয়েছিল। কিন্তু শেষে পুলিশকে না ডেকে ছেড়ে দেওয়া হয়। আজকে দুপুরেও সেই একই চিত্র দেখা গেল। প্রশ্ন উঠছেই কেন বারবার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে আসানসোলের ব্যবসায়ীরা।
posted from Bloggeroid