সোমবার, ডিসেম্বর ০৪, ২০১৭

আসানসোল ব্যবসায়ীদের একাংশের অমানবিকতা

মোহন সিং

আসানসোলের পাক্কা বাজার এলাকার একটি দোকানের বাইরে থেকে একটি কার্টুন বক্স নিয়ে পালানোর চেষ্টা করছিল এক কিশোর। ব্যস এই ঘটনা দেখতে পেয়ে যেতেই দোকানী কিশোরকে ধরে ফেলে। তারপর দোকানের পাশে, একটি অন্ধকার সিঁড়িতে বসিয়ে চলে উত্তম মধ্যম। হাতজোড় করে কিশোর বারবার বলতে থাকে সে ভেবেছিল ফাঁকা কার্টুন পড়ে আছে। চুরি করতে চায়নি সে। কিন্তু কে শোনে কার কথা। কেউ থাপ্পড় কষিয়ে দিয়ে গেলেন। কেউ বা আবার ওই কিশোরের বেল্ট খুলেই তাকে সেই বেল্ট দিয়েই মারলেন। আবার কোন ব্যবসায়ী কিশোর প্যান্ট খুলে ফেলতে উদ্ধত হলেন। শেষ পর্যন্ত ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা পৌঁছে গেলে, ব্যবসায়ীরা ওই কিশোরকে ছেড়ে দেয়। দিন কয়েক আগে একই ভাবে আসানসোল রেলপার এলাকায় তিন কিশোরকে এই ভাবেই মারধর করা হয়েছিল। তাদের কানধরে উঠবোস পর্যন্ত করানো হয়েছিল। কিন্তু শেষে পুলিশকে না ডেকে ছেড়ে দেওয়া হয়। আজকে দুপুরেও সেই একই চিত্র দেখা গেল। প্রশ্ন উঠছেই কেন বারবার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে আসানসোলের ব্যবসায়ীরা।

posted from Bloggeroid

হাঁসখালিতে নাবালিকা ধর্ষণে ৬ জনের জেল হেফাজত

নিজস্ব বার্তা, নদীয়া


নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতায় নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রণয় রায় সহ ৬জনকে গ্রেফতার করে সোমবার রানাঘাট আদালতে তোলা হয় ।সরকার

পক্ষের আইনজীবী অপূর্ব ভদ্র জানান,বিচারক ৬ জনকেই ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।ধৃতদের মধ্যে আছেন অভিযুক্ত প্রণয় রায় ,তার বাবা রনজিৎ রায়, মা পুষ্প রায়, আশ্রয়দাতা গীতা বর, কৃষ্ণ বিশ্বাস ও কপিল বিশ্বাস ।হাঁসখালিতে  ওই নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত প্রণয়রায়কে রবিবার  পেট্রাপোল থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল প্রণয়।অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুরকরেন স্থানীয় জনতা ।বিচারক ১৬৪ ধারায় নাবালিকার বয়ান গ্রহণ করেন সোমবার ।

posted from Bloggeroid

রাইপুরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ


সাধন মন্ডল


বাঁকুড়ার দাপুটে নেতা তথা তৃনমূল কংগ্রেস এর রাইপুর ব্লক কায্করী

সভাপতি প্রয়াত অমিল মাহাত র খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আবক্ষমূতি ভাঙ্গার চেষ্টা করা দুস্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে বাঁকুড়া - ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্যসড়ক অবরোধ করে তৃনমূল কংগ্রেস। নেতৃত্ব দেন প্রয়াত নেতার স্ত্রী সুলেখা মাহাত তথা রাইপুর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি। প্রয়াত নেতা অনিল মাহাতর স্ত্রী সুলেখা মাহাত এ বিষয়ে বারীকুল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে প্রকাশ।

posted from Bloggeroid

ইংরেজবাজারে ধৃত দুই বাইক পাচারকারী


মানস দাস, মালদা

গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুর নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ রবিবার রাতে মালদা শহরের বাঁধ রোডের শুভঙ্কর শিশু উদ্যানের সামনে দুই কুখ্যাত বাইক

পাচারকারীকে গ্রেফতার করে।সোমবার ধৃতদের জেলা আদালতে পেশ করেছে পুলিশ।ধৃতরা হলেন,মোহম্মদ ফারিদ শেখ (২৪) মোথাবাড়ি থানার অচিনটোলার হলদিবাড়ি গ্রামের বাসিন্দা ও সফিকুল ইসলাম (২৭) কালিয়াচক থানার সিলামপুরের বাসিন্দা।পুলিশ একটি চুরির মোটর বাইক,১টি পাইপগান,২ রাউন্ড কার্তুজ,এছাড়াও চাকু,স্ক্রু, ড্রাইভার,ও তার কাটার প্লাস উদ্ধার হয়।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,ধৃতরা দীর্ঘদিন ধরেই বাইক পাচার চক্রের সঙ্গে যুক্ত।মালদা শহরের বিভিন্ন বাইক চুরির মতো ঘটনার সঙ্গে এই দুই ধৃত জড়িত বলেই মনে করছে পুলিশ।

posted from Bloggeroid

কেন্দ্রীয় গোয়েন্দার উপদেস্টা ভাঁড়ানোর অভিযোগ কাটোয়ায়

কাটোয়ার এক জনৈক সাংবাদিক যে নিজেকে সেন্ট্রাল আইবি, মহকুমাশাসকের উপদেস্টা দাবি করে নানা অসত কান্ড চালাচ্ছেন।এই সাংবাদিক আবার শহরের আরেক সাংবাদিককের কাছে তাদের মিডিয়া অপব্যবহার করার জন্য প্রহৃত হয়েছিল। এইবিধ অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার, মহকুমাশাসক, সহ অন্যান্যরা কি জানালেন? তা জানতে নজর রাখুন

posted from Bloggeroid


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER