সোমবার, জুলাই ১৭, ২০১৭

শালবনী ব্লকের বিভিন্ন অঞ্চ , বুথ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই শহীদ দিবস ও আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাইক রেলি, পথসভা , মিছিল*


কালনায় মন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথের নেতৃত্বে একুশে জুলাই উপলক্ষে মিছিল।

 মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটে চাষে ক্ষতিপূরণ সাড়ে দশ কোটি


 মোল্লা জসিমউদ্দিন : চলতি সপ্তাহে রাজ্যসরকার পুর্ব বর্ধমান জেলায় ১২০ কোটি টাকা কৃষি ক্ষতিপূরণবাবদ অনুদান মঞ্জুর করেছে।এর মধ্যে ১০ কোটি ৩৮ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা বরাদ্দকৃত হয়েছে মঙ্গলকোটের জন্য।ইতিমধ্যেই নবান্ন থেকে জেলাকৃষি দপ্তরে ক্ষতিপূরণ এর ফর্ম পাঠানোর কাজ চলছে।আগামী সপ্তাহে জেলা থেকে ক্ষতিগ্রস্ত ব্লক গুলিতে ফর্ম চলে আসবে।মূলত মাস দুই পুর্বে রাজ্যের বিশেষত দক্ষীনবঙের বিভিন্ন প্রান্তরে কালবৈশাখী ঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ চলে।এতে দশের বেশি ব্যক্তি মারা যান বিদ্যুৎপৃস্ট, গাছের ডাল পড়ে।সেইসাথে হাজার হাজার হেক্টর কৃষি জমিতে পাকা বোরোধান পচে যায়।যারজন্য পুর্ব বর্ধমান জেলায় প্রান্তিক চাষীদের আর্থিক ক্ষতির দুশ্চিন্তায় আত্মঘাতী হবার ঘটনা ঘটতে থাকে।রাজ্যসরকারের তরফে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার ক্ষতিগ্রস্ত ব্লক গুলি পর্যবেক্ষণ করেন।তারপর রাজ্যসরকার কৃষকদের সরকারি ক্ষতিপূরণ দেবার সির্দ্ধান্ত নেয়।চলতি সপ্তাহে পুর্ব বর্ধমান জেলার জন্য ১২০ কোটি অনুদান মঞ্জুর হয়।মঙ্গলকোট কৃষি আধিকারিক উৎপল খেয়ারু বলেন - পঞ্চায়েতের পাশাপাশি কৃষি দপ্তরে ক্ষতিপূরণের ফর্ম আশা করি আগামী ১০ দিনের মধ্যে বিলি করা হবে।রেকর্ডের পর্চা/জমির দলিল, খাজনার রশিদ, ব্যাংকের পাশবই এর জেরক্স জমা দিতে হবে ফর্মের সাথে।অপরদিকে মঙ্গলকোট বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন - প্রকৃত কৃষকরা যাতে সরকারী ক্ষতিপূরণ পায়, সেই ব্যাপারে সুনিশ্চিত করতে হবে জেলাকৃষি দপ্তরকে।উল্লেখ্য শিলাবৃষ্টিজনিত সরকারী ক্ষতিপূরণ দেওয়া কে কেন্দ্র করে ব্যাপক কেলেঙ্কারি দেখা গিয়েছিল বর্ধমান জেলাজুড়ে।কৃষি দপ্তরের ফর্ম শাসক দলের নেতারা ফর্ম প্রতি তিনহাজার টাকা কালোবাজারি করার নজির ছিল।সেইসাথে জমির পুরানো মালিক দলিল দেখিয়ে এবং গ্রাম পঞ্চায়েত কর্তৃক ভুয়ো ভাগচাষীর দৌরাত্ম্য ছিল সরকারী ক্ষতিপূরণবাবদ অনুদান দুর্নীতিতে।যদিও এবার রাজ্য প্রশাসনের তরফে কড়া ভাষায় জেলা কৃষিদপ্তরকে প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষীদের আর্থিক অনুদান দিতে সুনিশ্চিত করতে বলা হয়েছে।

কাটোয়ার রামদাসপুরে পথ দুর্ঘটনা, জখম কয়েকজন


পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও হলদিয়া এই দুটি পৌরসভার নির্বাচন ১৩ আগষ্ট। সোমবার জেলা শাসক রশ্মি কমল এক সাংবাদিক বৈঠকে জানান

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও হলদিয়া এই দুটি পৌরসভার নির্বাচন ১৩ আগষ্ট। সোমবার জেলা শাসক রশ্মি কমল এক সাংবাদিক বৈঠকে জানান, ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। ২৫ জুলাই স্কুটনি ও ২৭ জুলাই মনোনয়ন প্রত্যাহার করার দিন ধার্য্য করা হয়েছে। ভোট ১৩ জুলাই ও ভোট গননা ১৭ জুলাই। পাঁশকুড়া পৌরসভার ১৮ টি ওয়ার্ড রয়েছে ৪৬ টি বুথে ভোট গ্রহন নেওয়া হবে। হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ড রয়েছে ১৫১ টি ভোট গ্রহন কেন্দ্রে ভোট নেওয়া হবে। হলদিয়া পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৩৮৯৭৯ এবং পাঁশকুড়া পৌরসভায় মোট ভোটার ৪১৫৫৯ জন। জেলা শাসক আরো জানান, জেলাতে  একশ শতাংশ এপিক কার্ড করা হয়েছে তাই এই ভোটে এপিক কার্ড দেখিয়ে ভোট দিতে হবে। কিছু ক্ষেত্রে হয়তো  বিবেচনা করে দেখা যাবে। এছাড়াও বুথ গুলিতে থাকবে পানীয়জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা পরিষেবা ও ভোটারদের জন্য শেড তৈরি থাকবে।  ভোট কেন্দ্র গুলিতে থাকবে সিসি টিভি ব্যবস্থা সম্ভব না হলে ভিডিও রেকডিং এর ব্যবস্থা। সর্বদল বৈঠক করে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে বলে জানান জেলা শাসক।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER