ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন
বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০১৭
আইনী শিবির মঙ্গলকোট কলেজে
বৃহস্পতিবার বিকেলে মঙ্গলকোটের খুদরুন দিঘীর পাড়ে থাকা সরকারি ডিগ্রী কলেজে আইনী শিবির হয়।কাটোয়া মহকুমা আইনী পরিষেবা কেন্দ্রের সম্পাদক সুশোভন মুখোপাধ্যায় জানিয়েছেন "এই শিবিরে আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল জজরা অংশগ্রহণ করেন"।
ছবি ও তথ্য মোল্লা জসিমউদ্দিন
বিজেপি বাজপাখির দল : অনুব্রত মন্ডল
মোল্লা জসিমউদ্দিন : বিজেপি কে বাজপাখির দল বলে মঙ্গলকোটে কটাক্ষ করলেন রাজ্য তৃনমূল নেতা এবং মঙ্গলকোট কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মন্ডল মহাশয়।বুধবার বিকেলে মঙ্গলকোটের কৈচর হাটতলায় বিজেপির বিরুদ্ধে ভারতছাড়ো আন্দ্রোলনের সভায় অনুব্রত মন্ডলের পাশাপাশি ছিলেন বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি দেবু টুডু, ব্লক তৃনমূল সভাপতি অপুর্ব চৌধুরী প্রমুখ।এদিন বিজেপি কে কটাক্ষ করে অনুব্রত বাবু বলেন " সারাদেশে বাজপাখির মত লুটেপুটে খাচ্ছে দুর্নীতিগ্রস্ত দলটি, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে,ওইসব এই বাংলায় চলবেনা"। এরপরে জেলাসভাধিপতি দেবু টুডু রাজ্যসরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন।তিনি বলেন " দিদি কন্যাশ্রী, সেভ ড্রাইভ, সবুজশ্রী সহ প্রভৃতি কর্মসূচী যেভাবে নিয়ে চলেছেন, তাতে বাংলার এমন কোন পরিবার নেই যে সূফল পাননি"। ব্লক তৃনমূল সভাপতি অপুর্ব চৌধুরীর কথায়, মঙ্গলকোটে তো বটেই, এই বাংলায় কোথাও সেভাবে বিজেপির কোন ভিক্তি নেই।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...