সঞ্জয় হাল্দার
কুড়মি ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড আয়োজনে পুরুলিয়া ট্যাক্সিস্ট্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সঞ্জয় হাল্দার
কুড়মি ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড আয়োজনে পুরুলিয়া ট্যাক্সিস্ট্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উজ্বল বন্দ্যোপাধ্যায়
বড়সড় দূঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল।আজ দুপুর ১২.০৫মিনিটে ক্যানিং থেকে ট্রেন ছাড়ার সময় ৪ ও ৫নং কামরার উপরের হাইভোলটেজের ওভারহেডের তার টেনের উপর ছিড়ে পড়ে।আচমকা এই ঘটনায় যাত্রীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়।আর তাতেই বেশ কিছু যাত্রী আহত হয়।সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ট্রে ন চলাচল।ঘটনাস্থলে চলে আসে রেলের আধিকারিকরা।আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।কি কারনে এই ঘটনা ঘটেছে কারন অনুসন্ধানে রেল আধিকারিকরা।এই ঘটনায় যাত্রীদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে।
মানস দাস, মালদা
তৃণমূলের সভায় যাওয়ার শাস্তি। মুখ্যমন্ত্রীর সভা থেকে গ্রামে ফিরে পঞ্চায়েত সদস্যর ভাইয়ের হাতে আক্রান্ত এক তৃণমূল কর্মী। আক্রান্তর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার দুই হাতে আঘাত লাগে। পনেরোটি সেলাই পরেছে তার দুই হাতে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে ইংরেজ বাজার থানার মিল্কি পুলিশ ফাঁড়ির আটগামা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম, আকিদূল মোমিন(৩৮)। বাড়ি ইংরেজ বাজার থানার মিল্কি আটগামা এলাকায়। অভিযুক্ত আজিজুর মোমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আক্রান্তর অভিযোগ, মুখ্যমন্ত্রীর সভা থেকে গ্রামে ফিরে বন্ধুদের সাথে গল্প করছিলেন আকিদূল বাবু। এমন সময় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন আজিজুর। তার প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে আকিদূলকে হামলা করে আজিজুর বলে অভিযোগ। তবে কি কারনে হামলা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
শ্যামলাল মকদমপুরী
আমরা এবার কুমুদ সাহিত্য মেলায় যাঁদের সম্মান জানাতে চলেছি অধ্যাপক ড: অমল পাল ( কুমুদ রত্ন), গবেষক তাপস বন্দ্যোপাধ্যায় (লোচনদাস রত্ন), পত্রলেখক সুব্রত রায় (নুরুল হোদা রত্ন), লিটিল ম্যাগাজিন সম্পাদক বিক্রমজিত মন্ডল (শান্তিনিকেতন রত্ন), সমাজসেবী অমরচাঁদ কুন্ডু ( কেতুগ্রাম রত্ন), কবি কার্তিক চক্রবর্তী (মাধবডিহি রত্ন), সাংবাদিক সুদিন মন্ডল (ভাতার রত্ন), পত্রিকা সম্পাদক সেখ সামসুদ্দিন (মেমারী রত্ন), প্রত্ন উৎসাহী সেখ কাওসার আলী (কেশব রত্ন)।
আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে মধুকর প্রাঙ্গণে তিন শতাধিক কবি /সাহিত্যিক /সাংবাদিক /লেখক/সাংস্কৃতিক প্রেমীরা আসছেন। আপনিও আসুন সপরিবার।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...