সোমবার, এপ্রিল ৩০, ২০১৮

কেতুগ্রামে জোড়া খুনে যাবৎজীবন ৬ জনের


শ্যামল রায়

কাটোয়া মহকুমার কেতুগ্রামে গলার নলি কেটে দুই মহিলাকে খুন করার অপরাধে  যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাটোয়া মহকুমা আদালত।সোমবার কাটোয়া মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা জজ সন্দীপ ঘোষ এই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন‌। অভিযুক্তরা হলেন কৃষ্ণ কান্ত ধর বিমল সাহা নারায়ন থান্ডার অষ্টম ঘোষ বিপ্লব সাহা ও রাজেশ হাজরা। এদের প্রত্যেকের বাড়ি কেতুগ্রাম থানার অন্তর্গত কানদরা গ্রামে।সৌমিত্র পালের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনো প্রমাণাদি না থাকায় বেকসুর খালাস পেয়ে যান ।জানা গিয়েছে যে ২০১১  সালের পয়লা অক্টোবর তারিখে কানদরা গ্রামে এক ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি করতে এসে বাড়ির গৃহকর্ত্রী চিনে ফেলায় গলার নলি কেটে খুন করে রেখা রানী রায় কে।ডাকাতরা রেখা রানী রায় কি গলার নলি কেটে খুন করে বাড়ি থেকে বের হবার সময় এই ঘটনা দেখে ফেলেন ভাড়াটিয়া গৌরী মাঝি। তখন গৌরী মাঝে কেউ গলা কেটে খুন করে দুষ্কৃতীরা। পরপর দুজন মহিলার নৃশংস খুনের ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত নেমে সাতজনকে গ্রেপ্তার করে। মামলা চলার পর শনিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে কাটোয়া মহকুমা আদালত। সোমবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

পূর্বস্থলী রেলবাজারে আগুন, ক্ষতি পঞ্চাশ লক্ষ


শ্যামল রায়

রবিবার বিকেল নাগাদ পূর্বস্থলী রেল বাজারে আগুনে ভষ্মিভূত হয়ে গেল পাঁচটি দোকান। আগুন নিভাতে দুটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এবং আগুন নিভাতে সাহায্য করে। বিকেল পাঁচটা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
 আগুন ধরার কারণ হিসাবে জানা গিয়েছে যে কোন চায়ের দোকান থেকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরার ঘটনা ঘটতে পারে অথবা শর্ট সার্কিট থেকে আগুন ধরার কারণ হতে পারে বলেই দমকলের পুলিশ প্রাথমিক অনুমান করেছে।আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে নিরঞ্জন রাজবংশীর মাছের দোকান। সুব্রত মাঝির হার্ডওয়্যারের দোকান। কান্তি দের চায়ের দোকান ,জয়দেব রাজবংশী দোকান।
ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন রেল বাজারে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে। দোকানগুলো খুব গিঞ্জি বসতির মধ্যেই অবস্থিত। তাই আগুন ধরার ঘটনার সময় ব্যবসায়ীদের দোকানের পাশাপাশি ছিল অসংখ্য বাড়ি। আগুনের ধোঁয়া দেখে ওইসব বাড়ির লোকজন এরাও বেরিয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাস্থলে ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন রেল বাজারে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে। দোকানগুলো খুব গিঞ্জি বসতির মধ্যেই অবস্থিত। তাই আগুন ধরার ঘটনার সময় ব্যবসায়ীদের দোকানের পাশাপাশি ছিল অসংখ্য বাড়ি। আগুনের ধোঁয়া দেখে ওইসব বাড়ির লোকজন এরাও বেরিয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাস্থলে পৌঁছে যায় দ্রুত পূর্বস্থলী থানার পুলিশ।পূর্বস্থলী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সোমনাথ দাস জানিয়েছেন যে আগুন নিভাতে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান।
তবে প্রকৃতপক্ষে কিসের থেকে আগুন লেগেছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে তিনি জানিয়েছেন।এই ধরনের আগুন ধরার ঘটনা রেলবাজার এর মত গিঞ্জি ব্যবসায়ীদের মধ্যে একটা চাপা আতঙ্ক লক্ষণীয়। প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের দোকানে অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা না থাকার কারণেই এই ধরনের ঘটনা আরো মারাত্মক হতে পারে আগামী দিন এই প্রশ্ন উঠেছে এলাকার মানুষের মধ্যে।
তবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে।

পেঁপে গাছ কেটে দেওয়ায় আত্মঘাতী বধূ


শ্যামল রায়

স্বামীর সঙ্গে বচসার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বধু। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বধুর নাম সুভদ্রা মন্ডল বয়স ৪৬‌ বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত লক্ষ্মীপুর আটপাড়া গ্রামে।আরও জানা গিয়েছে যে রবিবার রাতে অমর লাল মণ্ডলের সঙ্গে বাড়িতে পেঁপে গাছ কাটা নিয়ে অশান্তিবাঁধে। অশান্তির জেরে স্বামী ওমর লাল মন্ডল বাড়ির সমস্ত পেঁপে  গাছ কেটে দেয়।পেঁপে গাছ কেটে দেওয়ায় অভিমানে কীটনাশক হয় ওই বধু। রবিবার রাতেই অসুস্থ বধুকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।রবিবার  রাতেই মারা যান ওই মহিলা।
সোমবার মৃতদেহটি নদীয়া জেলার কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে।
এই মৃত্যুকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নদীয়ায় বজ্রাহত ৩


শ্যামল রায়
সোমবার সকাল বেলাতেই সারা রাজ্যে সাথে নদীয়া জেলাতে ও ব্যাপক ঝড় বৃষ্টি হয়। ব্যাপক ঝড় বৃষ্টি ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তিন ব্যক্তির।
জানা গিয়েছে যে করিমপুর অঞ্চলে মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে আনারুল শেকের। অন্যদিকে পলাশীপাড়া থানার অন্তর্গত হাঁসপুকুর গ্রামে মৃত্যু হয়েছে বরুণ বিশ্বাসের। এই দুইজনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে।
অন্যদিকে নদীয়ার কুপার্স ক্যাম্প এলাকায় ঝড়ের সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রাধেশ্যাম দাস  বয়স ৬৮। বাড়ি কুপার্স ক্যাম্প এর দুই নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে যে তাদের শামদেশ নিজেই রান্না করছিল সেই সময় হঠাৎ করে ঝড় হাওয়ায় অগ্নিদগ্ধ হয় রাধেশ্যাম দাস। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। এই ঘটনায় তাদের সামনে আসে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সেদিনকার সকালের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে পাকা ধানের সেই সাথে কাঁচা শাকসবজি খেতের।
মাথায় হাত চাষীদের।বর্ধমান জেলাতেও ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।কাটোয়া পূর্বস্থলী কালনা মন্তেশ্বর মেমোরিতে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ফসলের‌।পূর্ব স্থলী ২নম্বর ব্লকের আমের ব্যাপক ক্ষতি হয়েছে এই ঝর বৃষ্টিতে। যে সমস্ত মালিক বহু আমবাগান লিজ নিয়েছিলেন তাদের বাগানগুলোতে ঝড়ে আম পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেন বলে জানা গিয়েছে।

নবদ্বীপে ট্রেনের বলি যুবক


শ্যামল রায়

সোমবার সকাল সাড়ে নটা নাগাদ ডাউন ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে‌‌। কাটোয়া জিআরপি সূত্রে জানা গিয়েছে যে মৃত যুবকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শহরের বেদড়াপাড়া  রেলগেটের কাছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ঐ যুবকটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এই এলাকা দিয়েই ঘোরাফেরা করত ওই যুবককে।
এদিন সকাল বেলা ও রেলগেট এই ঘুরতে দেখা গেছে। কাটোয়া ব্যান্ডেল down লোকাল ট্রেনটি দ্রুতগতিতে ছুটে আশায় যুবকটি রেললাইন পার হতে গিয়ে ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই যুবক। মাথায় প্রচন্ড আঘাত এর কারণেই মৃত্যু হয় ওই যুবকের।তবে কাটোয়ার জিআর পি  সূত্রে জানা গিয়েছে যে যুবকের পরিচয় জানতে সমস্ত এলাকায় বার্তা পাঠানো হয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER