শ্যামল রায়
কাটোয়া মহকুমার কেতুগ্রামে গলার নলি কেটে দুই মহিলাকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাটোয়া মহকুমা আদালত।সোমবার কাটোয়া মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা জজ সন্দীপ ঘোষ এই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। অভিযুক্তরা হলেন কৃষ্ণ কান্ত ধর বিমল সাহা নারায়ন থান্ডার অষ্টম ঘোষ বিপ্লব সাহা ও রাজেশ হাজরা। এদের প্রত্যেকের বাড়ি কেতুগ্রাম থানার অন্তর্গত কানদরা গ্রামে।সৌমিত্র পালের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনো প্রমাণাদি না থাকায় বেকসুর খালাস পেয়ে যান ।জানা গিয়েছে যে ২০১১ সালের পয়লা অক্টোবর তারিখে কানদরা গ্রামে এক ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি করতে এসে বাড়ির গৃহকর্ত্রী চিনে ফেলায় গলার নলি কেটে খুন করে রেখা রানী রায় কে।ডাকাতরা রেখা রানী রায় কি গলার নলি কেটে খুন করে বাড়ি থেকে বের হবার সময় এই ঘটনা দেখে ফেলেন ভাড়াটিয়া গৌরী মাঝি। তখন গৌরী মাঝে কেউ গলা কেটে খুন করে দুষ্কৃতীরা। পরপর দুজন মহিলার নৃশংস খুনের ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত নেমে সাতজনকে গ্রেপ্তার করে। মামলা চলার পর শনিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে কাটোয়া মহকুমা আদালত। সোমবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।