রবিবার, মার্চ ১১, ২০১৮

দুর্গাপর থেকে নিখোঁজ ছাত্র উদ্ধার করলো ইন্দপুর থানা

শুভেন্দু তন্তুবায়

টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এক ছাত্র । দু'মাস পর রবিবার বাড়ি ফিরল সে। ইন্দপুর পুলিশের তৎপরতায় বাড়ি ফিরল ইন্দপুরের জিড়রা গ্রামের লালমোহন দে । এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে।  গত জানুয়ারি মাসের ৭ তারিখ রবিবার টিউশন পড়তে যাবার নাম করে দুপুরে  সে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফিরে আসে নি। তাই এতদিন  ছেলে বাড়ি ফিরে না আসায় দুশ্চিন্তায় দিন কাটছিল এখানকার জিড়রা গ্রামের দে পরিবারের। যদিও এতদিন সে কোথায় ছিল তার কোন হদিশ পায় নি পরিবারের লোকজন। কিন্তু শনিবার বিকেলে সে একটি নম্বর থেকে তার দাদাকে ফোন করে। এরপর সেই নম্বর ধরে খোঁজাখুঁজি শুরু করে ইন্দপুর থানার পুলিশ। তারপর এদিন মাঝরাতে তাকে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে নিয়ে আসা হয়। শনিবার রাতে ইন্দপুর থানায় রেখে রবিবার তাকে পরিবারের হাতে তুলে দেয় । ইন্দপুর থানার ওসি রাম নারায়ণ পাল বলেন- ছেলেটির সন্ধান পেতে আমরা  বিভিন্ন জায়গায় খোঁজখবর করছিলাম। তারপর দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে তাকে খুঁজে    পাওয়া যায় ।পুলিশ সূত্রে খবর, ফোন আসার খবর পেয়েই পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ইন্দপুর থানায় বিষয়টি জানায়। এরপর পুলিশ জানতে পারে সে দুর্গাপুরে রয়েছে। সঙ্গে সঙ্গেই তারা সেখানকার কোকওভেন থানার সাথে যোগাযোগ করে। সেখানকার পুলিশের সহযোগিতায় জানা যায় ছেলেটি দুর্গাপুরের বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে কাজ করছিল। সেখান থেকে তাকে খুঁজে বের করে পুলিশ।ইন্দপুর থানার তদন্তকারী আধিকারিক ও লালমোহনের পরিবারের লোকজন সেখান থেকে  ইন্দপুর থানায় তাকে নিয়ে আসে । রবিবার  ইন্দপুর থানা তাকে পরিবারের হাতে তুলে দেয় । দুশ্চিন্তা গ্রস্ত পরিবারটি ছেলেকে ফিরে পেয়ে ভীষণ খুশি ।

মাধ্যমিক পরীক্ষার্থী কে মারধোর, উত্তেজনা পুকুরিয়ায়

মানস দাস,মালদা

মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধোর করার প্রতিবাদ করায় আক্রান্ত মা ও দুই কাকিমা। আহত দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধ্যায় পুখুরিয়া থানার কোকলামারি গ্রামে। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুখুরিয়া থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম, সোনা বসাক(৩৬), সুরভি বসাক(৩৩) এবং আলো বসাক(৩১)। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আলোকে। বাকি দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত ফটিক মন্ডল, ধরনী মন্ডল, সনাতন মন্ডল সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
      অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থী সত্যজিৎ বসাক তার বন্ধুদের সাথে পরিক্ষা নিয়ে আলোচনা করছিলো। সে পুখুরিয়া হাই স্কুলের ছাত্র। সেই সময় তাদের মধ্যে বচসা শুরু হয়। এরপর হঠাৎ করে ফটিক মন্ডল মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধোর শুরু করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতে যায় মা কাকিমারা। তখন তাদেরকেও মারধোর করাহয় বলে অভিযোগ। কাকিমা সুরভি বসাকের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ। তার মাথায় সাতটি সেলাই পরেছে। আগামী সোমবার থেকে শুরু হবে মাধ্যমিক পরিক্ষা। তার আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক।

মোথাবাড়িতে পারিবারিক সংঘর্ষ, আহত কলেজ পড়ুয়া

মানস দাস,মালদা

পারিবারিক সংঘর্ষে আহত হলো এক কলেজ পড়ুয়া।  দাদাকে মারধোরের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত কলেজ পড়ুয়া ভাই। আহত ভাই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার ২নং পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষটোলা গ্রামে। দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ছাত্রের নাম, কেশব মন্ডল(২১)। বাড়ি সন্তোষটোলা গ্রামে। সে কালিয়াচক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।   অভিযোগ, রাত্রি সাড়ে বারোটা নাগাদ, কেশবের এক দাদা রাজকুমার মন্ডল এবং বৌদি সান্তনা মন্ডলের সাথে বচসা বাধে। এমন সময় দাদার শ্বশুর চারু মন্ডল বাড়িতে ঢুকে জামাইয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার বাধা দিতে গেলে চারু লাঠি নিয়ে চড়াও হয় কেশবের উপর। লাঠির আঘাতে মাথা ফেটে যায় কলেজ পড়ুয়ার। পরিজনেরা রাতেই তাকে উদ্ধার করে প্রথমে ভরতি করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযুক্ত চারু মন্ডল সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মেখলিগঞ্জে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃনমূল

 

মেখলিগঞ্জ

মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের 33 নম্বর বুথ কমিটির উদ্যোগে রবিবার এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা সহায়ক উপকরণ দিয়ে উৎসাহিত করা হল। এদিন বিকেলে এই উপলক্ষ্যে যমেরডাঙ্গায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বুথ সভাপতি কাসেম আলি মিঞা, দলের উছলপুকুরি কোর কমিটির সদস্য বাবুল হোসেন, তৃণমূল ছাত্র পরিষদের উছলপুকুরি অঞ্চল সভাপতি বাপন চক্রবর্তী, পঞ্চায়েত সদস্য তরনী রায় মাঝি প্রমুখ । তৃণমূলের তরফে মাধ্যমিকের কুড়িজন ও উচ্চ মাধ্যমিকের আটজন পরীক্ষার্থীকে এদিন খাতা, কলম, পিচবোর্ডজ ইত্যাদি শিক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করা হয়।

নিমপীঠ থেকে নবান্নগামী ষ্টেটবাস চালু

উজ্বল বন্দ্যোপাধ্যায়

জয়নগরের মানুষের কথা মেনে অবশেষে জয়নগরের নিমপীঠ থেকে হাওড়ার নবান্ন অবধি সরকারী বাস পরিষেবা আজ থেকে শুরু হলো।আজ নিমপীঠ মোড়ে নারকেল ফাটিয়ে ও পতাকা নেড়ে এই পরিষেবার উদ্বোধন করেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক  সদানন্দজি  মহারাজ,বিধায়ক বিশ্বনাথ দাস,জেলা পরিষদের পূত কর্মাধ্যক্ষ  আবু তাহের সরদার,পরিবহন দপ্তরের আধিকারিক অরুপ দও,কৃষি বিজ্ঞানী  ডঃ নিলেন্দু জ্যোতি মৈত্র,তৃনমূল নেতা সুবল মন্ডল,খান জিয়াউল হক,তুহিন বিশ্বাস, শৈলেন দাস,প্রবীর  চক্রবর্তী ,সিরাজ উদ্দিন  খান,  গোপাল নস্কর প্রমুখ।প্রতিদিন ৩ টি করে বাস জয়নগর থেকে নবান্ন ও ৩টি করে বাস নিমপীঠ থেকে নবান্ন অবধি চলাচল করবে।এই ৬টির মধ্য ২টি বাস মগরাহাট ভায়া হয়ে নবান্ন যাবে বলে জানা গেছে।

মঙ্গলকোটে নুতনহাটে ট্রাফিক পুলিশ দাবি

মোল্লা জসিমউদ্দিন

অজয় নদ থেকে বালি বোঝাই ডাম্পারগুলি মঙ্গলকোটের নুতনহাট বাসস্ট্যান্ড কে যানজটে প্রতিনিয়ত রাখছে।ট্রাফিকপুলিশ নেই এহেন ব্যস্ততম জায়গায়। তাই যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন দাবি স্থানীয়দের।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER