শনিবার, ডিসেম্বর ৩০, ২০১৭

মাটির হাঁড়ি তৈরিতে ব্যস্ত ওরা


সাধন মন্ডল


বাঁকুড়ার পাচমুড়া গ্রামে চলছে পোড়ামাটির তৈরী মাটির হাঁড়ি কলসি,সহ নানান দ্রব্য তৈরীর কাজ। চাকা ঘুরিয়ে কাজে ব্যাস্ত শিল্পী বাদল কুম্ভকার। কাদামাটি শুকিয়ে তা পাকা করার জন্য উনুনে রাখা হচ্ছে।

posted from Bloggeroid

মানবতার বার্তা মুর্শিদাবাদের জংলি বাবার মাজারে


মুর্শিদাবাদের 'জংলী বাবার মাঝার' এলাকায় চলছে বাউল ফকির উৎসব ।সমগ্ৰ মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন বাউল ফকির,মুরশেদী,দরবেশ ও আরো লোকগানের শিল্পীদের এক অপূর্ব সমাবেশ ঘটে প্রতিবছর ।কোনো

ধর্ম,জাতি,বর্ণের বাধা নেই ।সকলেই নিজের মত সঙ্গীতের সাধনা করে চলেছেন ।যেনো এক মিলন উৎসব ।সব থেকে যেটা আশ্চর্যের,সমগ্ৰ মাঝারটিতে বিভিন্ন মন্দির,মসজিদ,মাঝার বা অন্য ধর্মের তীর্থক্ষেত্রের ছবি আঁকলেও মনুষ্য চিত্র বলতে তাদের গুরুদেব আর নেতাজি ।তাদের এই ধর্ম নিরপেক্ষতার প্রচারের কারনে বিভিন্ন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের অত্যাচার ওইরকম সহ্য করতে হচ্ছে না ।বিভিন্ন সামাজিক ফতোয়া ও প্রতিদিনকার ঘটনা ।কিন্ত এত কিছুর পরেও 'জংলীবাবার মাঝার' তে সব ধরনের মানুষকে সঙ্গে নিয়ে একসাথে প্রচার করে চলেছেন মানুষের কথা সর্বোপরি মানবতার কথা ।

posted from Bloggeroid


খন্ডঘোষে সহায়ক মূল্যে ধান কিনতে সভা

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়াই গ্রামপঞ্চায়েতে সরকারী সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য রাইস মিল মালিক, সমবায় সমিতি ও স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।এতে খুশি ধানচাষীরা।

posted from Bloggeroid

খন্ডঘোষে গ্রামসভা হলো

কৃষ্ণ সাহা
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়াই গ্রামপঞ্চায়েতে বাদুলিয়া ফুটবল ময়দানে বাৎসরিক গ্রামসভা অনুষ্ঠিত হল।এলাকার মানুষজন তাদের অভাব অভিযোগ জানা

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER