বৃহস্পতিবার, এপ্রিল ২৬, ২০১৮

তৃনমূল কর্মীর নাক কাটলো কংগ্রেস কর্মীরা

মানস দাস,মালদা

এক তৃনমূল কর্মীর কামড়ে নাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল দুই কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার নিমাই সরাই এলাকায়। দুই অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তর নাম,রাজীব সেখ(২৭)। বাড়ি নিমাই সরাই এলাকায়। নাক কামড়ে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই কংগ্ৰেস কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত দুই কংগ্রেস কর্মী সেন্টু সেখ ও আনোয়ার সেখের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী রাজিব সেখ। অভিযোগ সেই সময় একলা পেয়ে সেন্টু সেখ ও আনোয়ার সেখ তাকে ধরে মারধোর শুরু করে। সেই সময় সেন্টু রাজিবের নাকে কামড় দিয়ে ছিঁড়ে দেয় বলে অভিযোগ। আরো জানা গিয়েছে, অভিযুক্ত সেন্টু রাজিবের মাসতুতো ভাই।  রাতেই আক্রান্তকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। পুরানো বিবাদ না রাজনৈতিক কারনে নাক কামড়ানোর ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্ত দুই কংগ্রেস কর্মী ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে। অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আক্রান্ত যুবকের পরিবারের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত যুবক রাজীব সেখ জানান,আমি তৃণমূল করার কংগ্রেসীরা আক্রমণ করেছে।রাতে ভোটের প্রচার সেরে বাড়ি ফেরার সময় আমি আক্রান্ত হই।

মঙ্গলকোটে বৃষ্টিজলে বেশকিছু মাটির বাড়ী ক্ষতিগ্রস্ত

সুকান্ত ঘোষ

বৃহস্পতিবার সন্ধে থেকে তুমুল বৃষ্টিপাত চলছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক জুড়ে।বেশ কিছু মাটির বাড়ী ধসে যাওয়ার খবর মিলেছে।সেইসাথে চলছে লোডশেডিং।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় আহত ১৫


সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি


বুধবার সন্ধ্যা নাগাদ ময়নাগুড়ি নতুন বাজার  বিবেকেনন্দ পল্লী নিকট জলপাইগুড়ি থেকে বানার হাট যাওয়া একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় মাঝরাস্তায় উলটে যায়। প্রায় ১৫ জন যাত্রী গুরুত্বর আহত হন।এ দের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশংকা জনক হওয়ার কারনে তাদের জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়।ময়নাগুড়ি থেকে ডিউটি করে সেই গাড়িতেই বাড়ি ফেরার পথে একজন সিভিক ভলেন্টিয়ার্স ও গুরুত্বর আহত হয়েছেন।ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন।হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান ময়নাগুড়ি বিধায়ক সহ স্থানীও নেতৃত্ব ।দুর্ঘটনাগ্রস্থ সেই বাসে থাকা আহত একজন ব্যক্তি জানান হঠাৎ করে গাড়ি ব্রেক ধরে, মনে হয় গাড়ির ডান পাশের চাকার পাত ভেঙ্গে জায়।এর ফলেই গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে মাঝ রাস্তায় উলটে যায়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER