সোমবার, জানুয়ারী ২৭, ২০২০

প্রজাতন্ত্র দিবস পালনে প্রগেসিভ ইয়ুথ ফাউন্ডেশন

পুলকেশ ভট্টাচার্য
  


উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের মধ্য ময়না অস্কার ক্লাবের উদ্যোগে 71 তম প্রজাতন্ত্র দিবস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন বর্তমান দেশের যা অবস্থা তাতে আমাদের সকলকে এই 71 তম প্রজাতন্ত্র দিবসে ও আমরা দেশবাসী হিসেবে নাগরিক হিসেবে দেশের পবিত্র সংবিধান রক্ষার শপথ নিতে হবে। এমন কোন কর্মের দ্বারা দেশের সাধারণ নাগরিকের অসুবিধা হবে সেই সমস্ত কার্য আর যাই হোক দেশে চলতে পারে না। সংবিধানের উপরে কোন রকম আঘাত আসলে দেশের নাগরিক হিসেবে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে জোট বদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন আজ এই প্রজাতন্ত্র দিবসে দেশে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত করে থাকি। বিভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে কারো হিংসা ছড়াতে দেব না। কারণ এদেশে এমনই এক মহান দেশ বৈচিত্রের মধ্যে ঐক্য এটাই আমাদের গর্ব, এটাই দেশের ঐতিহ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিঠুন, অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি নন্দদুলাল মল্লিক, ক্লাবের সম্পাদক পিন্টু মণ্ডল, সভাপতি জয় প্রকাশ মল্লিক, শান্ত মন্ডল, সমস্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন পীযূষ কান্তি মল্লিক ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER