সোমবার, নভেম্বর ০৬, ২০১৭

সহযোগি কলকাতা ট্রাফিক পুলিশ

সেখ সামসুদ্দিন

কলকাতা শহরের মিন্টু পার্ক এলাকায় স্টার্ট বন্ধ হয়ে যাওয়া মিনি বাসকে ফাইন কেস দেওয়ার পরিবর্তে ট্রাফিক পুলিশবৃন্দ পাবলিকের সঙ্গে হাত লাগিয়ে ঠেলে সরানোর দৃশ্য পুলিশের মানবিক মুখ ধরা পড়ল।

মেমারিতে স্বাস্থ্য বৈঠকে বিধায়িকা

সেখ সামসুদ্দিন

মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম রাজ্যে ডেঙ্গু সহ স্বাস্থ্যপরিষেবা নিয়ে উদ্ভুত পরিস্থিতির মধ্যে মেমারিতে রোগীকল্যাণ সমিতির মিটিং ঘন ঘন করে মেমারি বিধানসভাকে স্বাস্থ্য পরিষেবায় সমালোচনার উর্দ্ধে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার মেমারি রুরাল হাসপাতালে পুরসভা, ব্লক, প্রশাসন সহ আধিকারিকদের নিয়ে রোগী কল্যাণ সমিতির মিটিং করলেন বিধায়িকা নার্গিস বেগম ।

বাঁকুড়ার হীড়বাঁধে রাস্তা বেহাল

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার হীড়বাঁধের লালরায়ডিহি গ্রাম থেকে ব্লক সদর হীড়বাঁধ যাওয়ার রাস্তা প্রবল বৃষ্টিতে ভেঙে গেছে। গ্রামবাসীদের উদ্যোগে এই বাঁশের তৈরী সাঁকো দিয়ে চলছে যাতায়াত। পঞ্চায়েতে রাস্তা সারানোর আবেদন জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ।

মালদায় দ্বীনি মাদ্রাসা পড়ুয়াদের সংবর্ধনা

মানস দাস, মালদা

মালদা জেলার সমস্ত দ্বীনি মাদ্রাসার এবছরের কৃতী ছাত্রদের নিয়ে সোমবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এসআইও মালদা জেলা শাখা l  রতুয়া -১ ব্লকের অন্তর্গত সামসী রেগুলেটেড মার্কেটে প্রায় 200 জন কৃতী ছাত্রদের এদিন সংবর্ধিত করা হয় এসআইও -র পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার ছাত্রদের মধ্যে কুইজ, সংক্ষিপ্ত বক্তব্য, অনুবাদ ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দ্বীনি মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ও মাদ্রাসার ছাত্রদের সমাজ তথা দেশ পরিচালনার জন্য এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত এসআইও -র রাজ্য সম্পাদক ইমাম হুসেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রদের পুরষ্কার দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইও-র মালদা জেলা সভাপতি সাবির আহমেদ, জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি জিল্লুর রহমান, রাজ্য দ্বীনি মাদ্রাসা সম্পাদক মাওলানা খাদিমুল ইসলাম ও বিভিন্ন নেজামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকেরা ।

বাঁকুড়ায় চেক ড্যামের উদঘাটনে মন্ত্রী শ্যামল

সোমবার দুপুরে বাঁকুড়া জেলায় সলদা অঞ্চলে বাগাজোল এলাকায় চেক ড্যাম উদঘাটন হলো।প্রকল্পটির শুভ উদঘাটন করেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।মন্ত্রী বলেন " এই প্রকল্পে চাষাবাদে উপকৃত হবেন স্থানীয়রা"।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER