মোল্লা জসিমউদ্দিন
একবছরের বেশি সময় ধরে মঙ্গলকোট ব্লক অফিসের মূল তোরণটি নাম ফলকহীন রয়েছে।তাই ব্লক অফিসের খোঁজে আসা অনেকেই দুর্ভোগের শিকার হন।কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল বিষয়টি স্থানীয় বিডিও সাহেবের সাথে ককথা বলে ব্যবস্থাগ্রহণ এর আশ্বাস দিয়েছেন।
মোল্লা জসিমউদ্দিন
একবছরের বেশি সময় ধরে মঙ্গলকোট ব্লক অফিসের মূল তোরণটি নাম ফলকহীন রয়েছে।তাই ব্লক অফিসের খোঁজে আসা অনেকেই দুর্ভোগের শিকার হন।কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল বিষয়টি স্থানীয় বিডিও সাহেবের সাথে ককথা বলে ব্যবস্থাগ্রহণ এর আশ্বাস দিয়েছেন।
উত্তর প্রদেশের লখনউতে জমিয়তে উলামায়ে হিন্দের মহাসম্মেলনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব।
মানস দাস,মালদা : পথ দুর্ঘটনায় রাশ টানতে আরো এক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করল মালদা জেলা পুলিশ।ট্রাফিক সচেতনতার জ্ঞান যাচাইয়ে প্রাথমিক সারলেন বিভিন্ন যানবাহন চালকদের নিয়ে।চালকদের ট্রাফিক সংক্রান্ত সীমিত জ্ঞানের বিস্তার ঘটাতে খুব শীঘ্রই ক্লাস চালুর কথা জানালেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ।মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষের নির্দেশে বাস,লরি,ট্রাক্টর,বাইক সহ বিভিন্ন যানবাহন চালকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা পুলিশ লাইন কনফারেন্স হলে।সেখানে পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার্স)অরিন্দম সরকার,ডিসিআরবি ওসি সৌম্য মুখ্যার্জী,ট্রাফিক ওসি জয়দিপ দাস প্রমুখ।এদিন জেলা পুলিশ সুপার কার্যত শিক্ষকের ভূমিকা গ্রহণ করে বিভিন্ন যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে নানান প্রশ্ন করেন।কিভাবে নিয়ম মেনে গাড়ি চালাতে হয়,কোথায় গাড়ি থামাতে হয়,কোথায় ধীর গতিতে,কোথায় দ্রুত গতিতে গাড়ি চালানো প্রয়োজন,রাস্তায় রাস্তায় লাগানো ট্রাফিক চিহ্নগুলি আসলে কিসের ইঙ্গিতবহী এই সমস্ত বিষয়ে জানতে চান।এই বিষয়ে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান,আলোচনার মাধ্যমে বুঝতে পারেন যানবাহন চালকদের অনেকের মধ্যেই সীমিত ট্রাফিক জ্ঞান রয়েছে।তাই তাদের ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে পুরোপুরি অবগত করাতে খুব শ্রীঘ্রই ক্লাস চালু করাতে চলেছেন।যা দেখে যানবাহন চালক থেকে শুরু করে মালিক সকলেই যারপরনায় খুশি।তাদের বক্তব্য,এইভাবে আগে কোন পুলিশ সুপার তাদের কাছে এই বিষয়ে জানতে চাননি,বা জানানোর চেষ্টাও করেননি।তবে বর্তমান পুলিশ সুপার তাদের ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে অবগত করাতে ক্লাস নিতে চলেছেন।
পারিজাত মোল্লা, মঙ্গলকোট
ওরা কেউ স্কুলে আর পড়েনা, বাড়ীতেই বসে থাকে এরা।মঙ্গলকোটের কবিতা খাতুন, সাবিনা খাতুন, সারমিনা খাতুন সহ এইরুপ ২৫ জন স্কুলছুট কিশোরীদের নিয়ে মঙ্গলকোট ব্লকে শুরু হয়েছে স্বাবলম্বী করার কর্মশালা। ওরা হাতে বোনা নকশি কাথা করছে।গত ৭ মার্চ থেকে মঙ্গলকোট ব্লক অফিসের দোতলায় শুরু হয়েছে ১৫ দিনের কর্মশালা। পেশাদার ট্রেনার নূরশোভা বেগম তাই অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি কিশোরী কে নকশা করা কাথা তৈরি শেখাচ্ছেন। প্রশিক্ষণ শেষে হাতে তুলে দেওয়া হবে সরকারি শংসাপত্র। এরপরে এদের তৈরি নকশী কাথা বিভিন্ন সরকারী মেলায় বিক্রির জন্য ঘুরবে বলে জানিয়েছেন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল মহাশয়।স্কুলছুট কিশোরীদের নিয়ে আইসিডিএস দপ্তরের এহেন স্বনির্ভর গড়ার কর্মশালা এমএসডিপি ব্লক মঙ্গলকোটে ব্যাপক প্রভাব পড়েছে।আর্থিকভাবে পিছিয়ে পড়া এইসব পরিবারগুলিকে রুজিরোজগারে পথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন।
তথাগত চক্রবর্তী
অ্যাডমিট হাতে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে বীরভূমের মারগ্রামের জন্মান্ধ রসিদা খাতুন।পরীক্ষায় সফল হবে সে, আশাবাদী এলাকাবাসী।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...