সোমবার, অক্টোবর ৩০, ২০১৭

মেমারিতে ডেঙ্গু নিয়ে প্রশাসনিক শিবির

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লক অডিটোরিয়াম হলে স্বাস্থ্যকর্মীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা শিবির করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত মুদি, সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ সেখ মোয়াজ্জেম, নিত্যানন্দ ব্যানার্জী, সমীরণ মজুমদার সহ কর্মাধ্যক্ষবৃন্দ, বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার,  বিএমওএইচ সহ বিভাগীয় আধিকারিকবৃন্দ।

বাঁকুড়ায় চলছে মোরগ লড়াই

বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে চাকনারা গ্রামে চলছে মোরগ লড়াই।দুই মোরগ কে সামনে রেখে টাকা বাজি রেখে চলে এই লড়াই।এটি একধরনের জুয়া খেলা বলা যায়।সাপ্তাহিকহাট এর দিন এই খেলা জঙ্গলমহল জেলা গুলিতে দেখা যায়।

তথ্য মোল্লা জসিমউদ্দিন
ছবি সাধন মন্ডল

মালদায় সালিশি সভায় প্রহৃত দুই ভাই

মানস দাস, মালদা

পুরানো জমি বিবাদকে কেন্দ্র করে গ্রামে সালিশি সভা,আর এই সভায় ডেকে করা হলো মারধোর।ঘটনায় জখম দুই ভাই।ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রামপঞ্চায়েতের জিৎনগর কালিতলা গ্রামে।পুলিশে অভিযোগের পর থেকেই গ্রাম ছেড়েছে অভিযুক্তরা।স্থানীয় সূত্রে জানা গেছে,আক্রান্ত দুই ভাই হলেন উমেশ মন্ডল(৫৩)এবং কুলেশ মন্ডল(৪৭)।দুজনেই বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।আক্রান্তের পরিবার সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে কালিতলা গ্রামের বাসিন্দা হরিবল মন্ডলের সাড়ে সাতাশ শতক জমি জবরদখল করার অভিযোগ উঠে গ্রামেরই উত্তম মন্ডল,দিগম্বর মন্ডল,কমল মালাকার সহ কয়েকজনের বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় থানায় অভিযোগ করেন হরিবল মন্ডল।পরে আদালতে মামলাও করেন হরিবল বাবু।সেই নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ। অভিযোগ, রবিবার রাতে অভিযুক্তরা গ্রামে একটি সালিশি ডাকে।সেখানে হরিবল মন্ডলের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তার দুই জেঠাতো ভাইয়ের উপর হামলা চালানোর অভিযোগ উঠে উত্তম মন্ডল,দিগম্বর মন্ডল,কমল মালাকার সহ কয়েকজনের বিরুদ্ধে।লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ।ধারালো অস্ত্রের কোপ মাথায় লাগে উমেশ মন্ডলের।লাঠির মার এবং ধারালো অস্ত্রের কোপে জখম হন কুলেশ মন্ডলও।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় মোথাবাড়ি থানার পুলিশ।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাঙ্গীটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মোথাবাড়ি থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আসানসোল পুরনিগমের বোর্ড মিটিং

মোহন সিং

আসানসোল পুরনিগমের বোর্ড  মিটিং অনুষ্ঠিত হল সোমবার। আসানসোলের মুখোমুখি প্রেক্ষাগৃহে চেয়ারম্যানের নেতৃত্বে এই বোর্ড মিটিংয়ে নানান উন্নয়নমুলক কাজকর্মের প্রস্তাব নেওয়া হয়। যে সমস্ত কাজ অসম্পুর্ণ আছে, সেগুলি দ্রুত শেষ করতে হবে। এছাড়াও বিভিন্ন নাগরিক পরিষেবা যেমন রাস্তাঘাট, পানীয় জল ও নিকাশী নিয়ে নানান প্রস্তাব নেওয়া হয় এদিন।

আসানসোলে বাড়ীতে আগুন

মোহন সিং

একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনা আসানসোল উত্তর থানার রেলপারের শের তালাব এলাকায়।জানা  গিয়েছে,  সোমবার ভোর রাতে একটি বাড়িতে হঠাৎ  আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌছে প্রায় পৌছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বাড়িতে কেউ না থাকায় এই ঘটনায় কেউ  হতাহত হয়নি।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গিয়েছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কাটোয়ার বিদ্যালয়ে ৫০ বর্ষপূর্তি

কাটোয়ার চড়পাতাইহাট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি মঞ্চে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী ও কাটোয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা বাইন(সরকার)।

তথ্য পুলকেশ ভট্টাচার্য
ছবি সুজয় দে

সিমলাপলে ভগিনী নিবেদিতা স্মরণ

সাধন মন্ডল

বাঁকুড়ার সিমলাপালের বিক্রমপুর সারদা ইনস্টিটিউট অব টিচার এডুকেশনের উদ্যোগে ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠান হলো। সোমবার সকালে কলেজের ছাত্র ছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা করে। পরে ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধা জানিয়ে গান, গল্প, কবিতা ও আলোচনায় অংশ নেন কলেজের ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে ভগিনী নিবেদিতার জীবন, কর্ম ও ভাবধারা বিষয়ে বক্তব্য রাখেন কলেজের সভাপতি অনুপ পাত্র।

আসানসোলে তৃনমূলের কর্মীসম্মেলন

মোহন সিং

আসানসোলের গুজরাটি ভবনে ব্লকস্তরের সমস্ত নেতৃত্ববৃন্দ ও কর্মী সংগঠকদের নিয়ে দলের জেলা নেতাদের বৈঠক৷ যেখানে জেলা সভাপতি ভি শিবদাসন দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন - দলে থেকে কামানো খাওয়া চলবে না, পাটির কাজ না করে  এসব চলতে থাকলে তিনি কড়া ব্যবস্থা নেবেন ৷এ শুধু হুশিয়ারি নয়, আক্ষরিক অর্থেই তিনি এ কাজ করবেন ৷ একই সাথে অঞ্চল ভিত্তিক দলকে চাঙ্গা করতে দলের সর্বময় নেত্রী মমতা ব্যনার্জীর নির্দেশে আগামী ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচী ঘোষনা করেন৷ যার মধ্যে আগামী ৮ তারিখ ব্লকস্তরে মিটিং এর সাথে আগামী ১২ তারিখে জেলাস্তরে মিছিল আয়োজিত হবে বিকেল ৩টে থেকে এবং ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে অঞ্চল ভিত্তিক মিছিলের নির্দেশ দিয়েছেন৷

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER