শুক্রবার, ডিসেম্বর ২২, ২০১৭

কান্দিতে তালাবন্দি ঘরে যুবতীর দেহ উদ্ধার

ভাস্কর ঘোষ

তালাবন্ধ ঘর থেকে এক যুবতির মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার বাঁধাপুকুর এলাকার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম

কোয়েল রায় (২৫)। কান্দির বাঁধাপুকুর এলাকাতে তার বাড়ি। সে নিজের বাড়িতেই চারদিন ধরে তালাবন্দী ছিলেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে কান্দি থানার পুলিশ তাদের বাড়িত এসে ঘরের দরজা ভেঙে যুবতির মৃতদেহটি উদ্ধার করে। শুক্রবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ।স্থানীয় বাসিন্দা তপতী রায় বলেন, ওরা পুরো পরিবার বেশিরভাগ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। আমরা কয়েকদিন ধরেই মেয়েটির কোন খবর পাচ্ছিলাম না । বাড়ির পরিচারিকা বারবার খোঁজ নিলে মেয়েটির পরিবারের লোকজন জানান মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন ঘরের দরজা কোনরকমভাবেই খোলা যাবে না। 
তখন আমাদের সন্দেহ হওয়ায় আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে মেয়েটিকে মৃত অবস্থায় দেখতে পায়। কান্দি থানার পুলিশ বলেন,  পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। 
ওই যুবতির কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।খবর লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ওই যুবতি এমএ পড়াশুনো করতেন। সে গত সোমবার পর্যন্ত ফেসবুকে ও হোয়াটস আপ - এ বন্ধুদের সঙ্গে চার্ট করেছেন।

posted from Bloggeroid

প্রাক বড়দিন পালিত হলো সারেঙ্গায়

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের দক্ষিণ প্রান্তে মাকোড়কোল গ্রামে প্রাক বড়োদিন উৎসব পালিত হল মহাসমারোহে 'হোপ অফ্ ব্রীজ' নামক

এক শিশু শিক্ষা কেন্দ্রের উদ্যোগে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এদিন।

posted from Bloggeroid

৪৪ তম জুনিয়ার ন্যাশনাল ভলিবল হচ্ছে বর্ধমান শহরে

সুরজ প্রসাদ


আগামী ২৫ থেকে ৩০ ডিসেম্বর বর্ধমান শহরে আসর বসছে  ৪৪তম জুনিয়র ন্যাশানাল ভলিবল  চ্যাম্পিয়নশিপের। দেশের ২৬ টি পুরুষ দল ও ২২টি মহিলা দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বর্ধমান জেলা ভলিবল-বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বনবিহারী যশ। তিনি আরও জানান, বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার বেশিরভাগ খেলা হবে।বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধি আসছে অংশ নিতে।

posted from Bloggeroid

গলসীতে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১২


সুরজ প্রসাদ


শুক্রবার সকালে দ্রুত গতিতে যাওয়া পিকআপ ভ্যান উল্টে মৃত ১ ,আহত ১২ ।দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২ নম্বর

জাতীয় সড়কের গলসীর সারুলের কাছে। পিকআপের যাত্রীরা সকলেই বর্ধমানের কালনাগেটের কৃষিখামারে মাটি মেলার মাঠে কাজ করতে যাচ্ছিল। আহতদের বর্ধমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।

posted from Bloggeroid

পূর্ব বর্ধমানে প্রথম আদিবাসী গ্রন্থাগারের উদ্বোধন


সুরজ প্রসাদ

শুক্রবার দুপুরে ১৪তম সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার প্রথম আদিবাসী গ্রন্থাগারের উদ্বোধন হল শুক্রবার।উদ্বোধন করেন জেলা সভাধিপতি শ্রী দেবু টুডু।

বাম ৭০ মাইল জুয়ৌন জুমিৎ গাঁওতার পরিচালনায় এবং বর্ধমান জেলা জহেরের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

posted from Bloggeroid

কাশ্মীরে তুষার ধসে মৃত ময়নার জওয়ান


জাহাঙ্গীর বাদশা

কাশ্মীরে তুষার ধষে মৃতু হল ময়নার এক জওয়ানের।অবসর নেওয়ার প্রায় দেড় বছর আগে কাশ্মীরে তুষার ধসে  মৃত্যু হল ময়নার সেনা জওয়ানের। মৃত জওয়ানের নাম মৃগেন্দ্রনাথ প্রামাণিক(৩৫)। তাঁর

বাড়ি ময়নার গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের কুমোরচক গ্রামে। তাঁর বাবার নাম অশোককুমার প্রামাণিক। আজ জওয়ানের কফিন বন্দি নিথর দেহ এলো বাড়িতে। এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া তৈরি হয়েছে।

posted from Bloggeroid

বান্দোয়ানে সাঁওতালী ভাষা দিবস

সঞ্জয় হালদার

আজ পুরুলিয়ার বান্দোয়ান মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাওতালী ভাষাদিবস পালিত হল। উক্ত অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রাজীব সরেন, সাওতালী কবি সাহিত্যিক কলেন্দ্র মান্ডী, মহাদেব হাঁসদা, বিভিন্ন বুদ্ধিজীবি সহ কলেজের আধীকারী গন।

posted from Bloggeroid

রাইপুর কৃষিমেলা শেষ হলো

সাধন মন্ডল


বৃহস্পতিবার শেষ হল বাঁকুড়ার রাইপুর ব্লক কৃষিমেলা।সফল কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি পদ্মীনি মুরমু, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন ঘোষাল প্রমুখ।

posted from Bloggeroid

দিঘায় সৈকত উৎসবে গিনেশ রেকর্ড গড়া হলো






জাহাঙ্গীর বাদশা

এবার দিঘায় অনুষ্ঠিত সৈকত উৎসবে একই সঙ্গে সাড়ে ৫ হাজার মহিলা, স্কুল ছাত্রী শাঁখে ফুঁ দিয়ে ভাঙলেন বিশ্ব রেকর্ড। যা লিপিবদ্ধ হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে। এর আগে বাহামা দেশে

২০১৪ সালে ২৯৫ জন মহিলা শঙ্খধনীতে নাম তুলেছিলেন গিনেস বুকে। সৈকতের পর্যটনকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার লক্ষ্যে অবিচল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অনুপ্রেরণায় গতি এসেছে দিঘা,মন্দারমণি এবং তাজপুরের পর্যটনে।বাংলার এই পর্যটন সম্ভাবনাকে দেশবিদেশে পৌঁছে দেওয়া  লক্ষ্যেই এবার জাঁকজমকপূর্ণ বেঙ্গল বিচ ফেস্টিভ্যালের আয়োজন করে জেলা প্রশাসন। উৎসবের সূচনায় বুধবারই শঙ্খধনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এদিন আবহাওয়া প্ৰতিকূলের কারণে শঙ্খধনী বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় শঙ্খধনী। দুপুর থেকেই জেলার বিভিন্নপ্রান্ত থেকে স্কুল- কলেজের ছাত্রীদের সঙ্গে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতে শাঁখ নিয়ে ভিড় জমাতে শুরু করেন। এরপর বিকেল ৪ টা নাগাদ ওশিয়ানা সৈকতে লালপেড়ে শাড়ি পরেই লাইন ধরে শাঁখে ফুঁ দিতে শুরু করেন মহিলারা। আবহের সুরে সুরে টানা আধাঘন্টা ধরে শঙ্খধনীতে মুখরিত হয়ে ওঠে গোটা সৈকত। যার প্রশংসা করলেন গিনেস বুকের প্রতিনিধিরাও। সাংসদ শিশির অধিকারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, শুরু থেকেই দিঘাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের মর্যাদা দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই শঙ্খধনী অনুষ্ঠান খুবই উল্লেখযোগ্য। আমরা নিশ্চিত এই অনুষ্ঠান গিনেস বুকে লিপিবদ্ধ হবে এবং  যা বিশ্বের মানুষের কাছে দিঘার সম্পর্কে নতুন পরিচিতি তৈরি করবে।

 

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER