বুধবার, মে ০৬, ২০২০

বোরোধান চাষের ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি

জুলফিকার আলি

  
 
আজকের কালবৈশাখী ঝড় ও সাম্প্রতিক নিম্নচাপ জনিত বৃষ্টির কারণে চলতি বোরো মরশুমে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।ঐ ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ, বীমা কোম্পানী কর্তৃক বীমার টাকা প্রদান, সরকারী সহায়ক মূল্যে গ্রাম পঞ্চায়েতে শিবির করে ধান ক্রয়, আগামী আমন মরশুমের জন্য বিনামূল্যে বীজ- সার- কীটনাশক সরবরাহ, ১০০ দিনের কাজের প্রকল্প চালু এবং ওই প্রকল্পে পাকা ধান কাটার কাজকে যুক্ত করা প্রভৃতি একগুচ্ছ দাবিতে অল ইন্ডিয়া কিষান ও ক্ষেতমজদুর সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের মূখ্যমন্ত্রীর নিকট ই. মেলে এক স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনের রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান বলেন,লকডাউন পরিস্হিতিতে কৃষকেরা এক অসহনীয় অবস্থার মধ্যে দিন গুজরান করছে। সেই প্রেক্ষিতে আজকের এই স্মারকলিপি পেশ। 
অন্যদিকে ঐ একই দাবীতে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, বিভিন্ন ব্লকের বিডিও/এডিও/ খাদ্য দপ্তরের পরিদর্শকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।

রেললাইন ধরে আসতে গিয়ে কাঁথিতে আটক বীরভূমের ৯ শ্রমিক

জুলফিকার আলি
  

রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার পথে কাঁথি স্টেশনে  আটক ৯  শ্রমিক

বীরভূমের ৯জন শ্রমিক কাঁথি স্টেশনে আটক . দিঘাতে রাজমিস্ত্রি কাজ করতে আসা  লকডাউনের কারণে সেখানেই আটকে পড়েন তাঁরা । তাই তারা রেল লাইনের উপর   হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন । কিন্তু মাঝপথেই তাঁদের আটকে দিল রেল পুলিশ  ।

কাঁথি  ৬ মে : রেল লাইনের উপর  হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন ভিন জেলার  ৯ জন নির্মাণ শ্রমিক । কিন্তু,কাঁথি রেলস্টেশনের উপর দিয়ে যাওয়া দেখে  রেল পুলিশের সন্দেহ হয়  । জিজ্ঞাসা করতেই জানা যায়, দিঘা থেকে তাঁরা বীরভূমের  উদ্দেশে রওনা দিয়েছেন । সেখানেই রেল পুলিশ  তাঁদের আটকে কাঁথি থানায় খবর দেয়  দেয় । কাঁথি থানার পুলিশ এসে তাদের  নিয়ে যায় কাঁথি থানা তে l   শ্রমিকদের পরিচয় নথিভুক্ত করেন কাঁথি থানার  পুলিশকর্মীরা । ফের তাঁদের পাঠিয়ে দেওয়া হয় কর্মস্থানে ।

বীরভূমের  ওই ৯ জন শ্রমিক পূর্ব মেদিনীপুর জেলার দিঘা তে নির্মাণ শ্রমিকের কাজ করতেন  । কিন্তু, লকডাউনের কারণে তাদের কাজ বন্ধ হয়ে গেছে  । রোজগার নেই । কন্টাকটার ও তাদের দেনা-পাওনা দিয়ে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন l  এর ফলে আধপেটা খেয়ে দিন কাটাচ্ছিলেন  । ভেবেছিলেন, দ্বিতীয় দফার লকডাউন উঠলে প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরবেন । কিন্তু, লকডাউনের মেয়াদ আরও দু'সপ্তাহ বেড়ে যাওয়ায় তাই পায়ে হেঁটে দীঘা থেকে  রওনা দিয়েছিলেন  রেললাইন ধরে  । কিন্তু থেকে 35 কিলোমিটার পায়ে হেঁটে  কাঁথি  স্টেশনের কাছে এসেই রেল পুলিশের হাতে ধরা দিলেন l    সেই সময় কাঁথি স্টেশনে  কাছে তাঁদের আটকান কর্তব্যরত পুলিশ কর্মীরা । সঙ্গে ব্যাগ দেখে সন্দেহ হয় তাঁদের । জিজ্ঞাসা করতেই বাড়ি ফেরার কথা জানান তাঁরা ।এক শ্রমিক বলেন, "লকডাউনের জেরে প্রায় দেড় মাস ধরে আমরা দিঘাতে আটকে রয়েছি । খুব কষ্টের মধ্যে রয়েছি । হাতে না আছে টাকা না আছে কাজ । এই অবস্থায় বাড়ি ফেরার জন্য প্রশাসনের কাছে বহুবার আবেদন জানিয়েছিলাম । কিন্তু, কোনও কাজ হয়নি । এরই মধ্যে আবার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে । তাই নিরুপায় হয়ে বাড়ি ফেরার জন্য রেললাইন ধরে  রওনা হয়েছিলাম । কিন্তুরেল রেল  পুলিশ কাঁথি স্টেশনে  আটকে দিল । এখানে না খেতে পেয়ে মরার চেয়ে বাড়ি ফেরা অনেক ভালো ।" কাঁথি  থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভিন জেলার  ওই শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে ।

স্বপ্নের রাণী - সন্তু বন্দ্যোপাধ্যায়

স্বপ্নের রানী
         সন্তু বন্দ্যোপাধ্যায়
 
 
ভুল বুঝে সরে আছো 
তুমি অনেক দূরে, 
ছিলাম তোমায় আঁকড়ে ধরে 
তুমি কেন গেলে সরে,
শত কষ্টের মাঝে তুমি 
ছিলে আশার আলো, 
সারা জীবন তোমায় আমি 
বেসে যাব ভালো,
ভুল বুঝে আছো তুমি 
রাখলে না কথা, 
তুমিও যে বুঝলে না 
আমার কষ্ট মনের ব্যথা,
ধৈর্য ধরে থাকি আমি 
তোমার ফেরার আশায়, 
ফিরবে জানি একদিন তুমি 
থাকবো আমি আশায়,
জানি আমায় তোমার মনে 
তুমি নেবে না কোনদিন, 
তবুও রানী থাকবে তুমি   
আমার মনেই চিরদিন,
ভালোবাসার মানে তুমি 
সত্যিই কি বোঝ, 
ভালোবাসতে চাও যদি 
আমার মনটাকে খোঁজ,
খুঁজলে পাবে নিজের দেখা, 
মিশে আছি তুমি আমি 
 মনের সেই রাজপ্রাসাদে 
যেখানের তুমি রানী,
হোক না যতই কষ্ট আমার 
আসুক যতই বাধা, 
তোমার আমার ভালোবাসা 
সে যে সাত পাকে বাঁধা!

করোনা থেকে বাঁচতে হবে


করোনা হইতে বাঁচতে হবে
মহঃ রহিম মল্লিক

স্বাস্থ্য মন্ত্রকের সাবধান বাণী 
পাথেয় করে চলবো
লক ডাউনে "ঘরে বন্দী"
    থাকার কথায় বলবো।।
সাবান জলে হাত ধোয়ার
  পরামর্শ মানবো সবাই - মাস্কে মুখ - নাক ঢাকার -
  কথা মনে রাখবো সদাই।।
পারস্পরিক দূরত্ব বজায় -
  রাখলে বিপদ ঝুঁকি কম।
কে জানে কখন ঘায়েল করে  
পৌছে যায় করোনা যম।।
নিজের সাথে আপন জনের
পরিবারের কথাও ভাববো -
অকারণ কোন আতঙ্ক নয়-
 লিখবো জীবন জয়ের কাব্য।
গুজবে কেউ কান দেবো না
মানবো আইন নিয়ম বিধান-
  প্রশাসনের সহোযোগিতায়-
বাঁচবে দেশ ও জাতির প্রাণ।।
মৃত্যু মিছিল প্রতিরোধে 
  অবহেলা নয় কোনমতে -
"করোনা ভাইরাস" হার মানবে  
  নাগরিক সচেতনাতে।।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER