শুক্রবার, আগস্ট ২৫, ২০১৭

কালনার সিদ্ধেশ্বরী মোড়ে গণেশ পুজোর মন্ডপ

ছবি ও সংবাদ:মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটে ঘুরে বেড়াচ্ছে বীরভূমের ছেলে

বহুরূপী তন্ময় বাজিগর ।বীরভূমের শীতল গ্রামে তার বাড়ি ।ভর্তি দুপুর বেলায় কট্টর রোদকে মাথায় নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে মঙ্গলকোটের গণপুর গ্রামে ।মাত্র ৬ বছর বয়সে প্রথম সে বহুরূপী সাজে ।তারপর দেখতে দেখতে অনেক কটা বছর পেরিয়ে গেল ।অভাব তার নিত্য সঙ্গী । আগে তার পিছনে বাচ্চা ছেলেমেয়েরা ছুটত ।এখন সব ফাঁকা । তাই সেভাবে নিজের আর আনন্দ হয় না ।তবুও লুপ্তপ্রায় এই শিল্পটা সে আঁকারে ধরে থাকতে চায় ।কিন্তু কতদিন? উত্তর অজানা । অজানা উত্তর নিয়ে অজানা পথে আজও এগিয়ে চলেছে আনন্দ বহুরূপীরা ।


মালতিপুর বিধায়কের পাশে থাকার আশ্বাস

মালদার বন্যা কবলিত মালতিপুরের দুটি অঞ্চলে এলাকার মানুষদের অভাব অভিযোগ জানতে যান স্থানীয় বিধায়ক আলবেরুনি জুলকারনাইন বাবু।তিনি বলেন " বিধায়ক তহবিল থেকে যতটা পাশে থাকা যায়, ততটা অবশ্যই থাকব".
সংবাদদাতা - প্রতাপ চট্টপাধ্যায়

প্রথম ডিভিশন ফুটবলে শিবাজী সংঘ হারাল তরুণ স্পোটিং ক্লাবকে



অপূর্ব দাস

এক গোলে এগিয়ে থেকেও তরুণ স্পোটিং ক্লাব হারাতে পারল না শিবাজী সংঘকে। বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্থানীয় ফুটবল লিগে প্রথম ডিভিশনে শিবাজী সংঘ ২-১ গোলে হারাল তরুণ স্পোটিং ক্লাবকে।

২৫ আগষ্ট রাধারানী স্টেডিয়ামে তরুণ স্পোটিং ক্লাব দ্বিতীয়ার্ধের ১ মিনিটে শিবাজীর বিরুদ্ধে গোল করে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধের ১৬ মিনিট এবং অতিরিক্ত সময়ে ২টি গোল করে শিবাজী সংঘ ৩ পয়েণ্ট সংগ্রহ করল।

শিবাজী সংঘ এদিন পেনাল্টি থেকে গোল করতে পারেনি। তাদের ফরোয়ার্ড সুরজ বাহাদুর গুরুং পেনাল্টি শর্টটি সরাসরি বিপক্ষ দলের গোলরক্ষকের হাতে তুলে দেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১ মিনিটেই গোল করে এগিয়ে যায় তরুণ স্পোটিং ক্লাব। শিবাজীর স্টপার যুধিষ্ঠির হাঁসদার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করে যায় তরুণ স্পোটিং ক্লাব।

গোল শোধের জন্য মরিয়া হয়ে শিবাজী ১৬ মিনিটে গোল পায়। খেলার অতিরিক্ত সময়ে যুধিষ্ঠির হাঁসদা শিবাজীর পক্ষে জয়সূচক গোলটি করে।

২৪ আগষ্ট প্রথম ডিভিশন ফুটবল লিগে জাগরনী সংঘ বনাম বাবুরবাগ বয়েজ এ্যাসোসিয়েশনের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়।

২২ আগষ্ট প্রথম ডিভিশন ফুটবল লিগে কল্যাণ স্মৃতি সংঘ ৩-২ গোলে হারায় বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাবকে। দুবার পিছিয়ে পড়েও কল্যাণ স্মৃতি সংঘ শেষ পর্যন্ত জয়ী হয়।

২৬ আগষ্ট শনিবার রাধারানী স্টেডিয়ামে সুপার ডিভিশন ফুটবল লিগে অগ্রদূত সংঘ বনাম আরএইউসি-র খেলা হবে। গত বছরের সুপার ডিভিশনের শিরোপা জয়ী আরএইউসি এই মরশুমে এখনও সবকটি ম্যাচেই জয়লাভ করেছে। আরএইউসির খেলা দেখতে স্থানীয় দর্শকদের মধ্যে উত্সাহ দেখা যাচ্ছে।
      ⚽  ⚽


প্রিয় চিত্রসাথী পত্রিকা, জুলাই/২০১৭

কলকাতার ১০/১ মুলেন স্ট্রিট থেকে প্রকাশিত এই সিনে পত্রিকা।সম্পাদক রাজকুমার দাস নিজে একজন অভিনেতা ও পরিচালক।সিনেমা সাহিত্য বিনোদন মূলক খবর অগ্রাধিকার দেওয়া হয় এই পত্রিকায়।

কুচবিহারে মুসলিমদের গণেশ পুজোয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

কুচবিহারের ঘুঘুমারী এলাকায় মুসলিমদের গণেশ পুজোয় সামিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেন " বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যে অটুট, তা ফের এই পুজোয় প্রমাণিত হলো"।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ

বন্যাদুর্গত পড়ুয়াদের পাশে প্রেস ক্লাব

পুর্ব বর্ধমান জেলায় সাম্প্রতিকতম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পড়ুয়াদের হাতে বইপত্র তুলে দিল বর্ধমান প্রেস ক্লাব।মুকুল রহমান, সোমনাথ
ভট্টাচার্য, আমজাদ আলী, পুলক যশ দের মত সাংবাদিকরা নিজ উদ্যোগে পড়াশুনায় যাতে বাধা না আসে, সেজন্য বইপত্রের ব্যবস্থা করলো এই সাংবাদিক সংগঠন টি।
সংবাদ ও ছবি মোল্লা জসিমউদ্দিন


মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে ১২৫ বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির করা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ব্লাড ব্যঙ্কের

সামসুদ্দিনঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে ১২৫ বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির করা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ব্লাড ব্যঙ্কের সহযোগিতায় ৭০ - ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত। পরিচালন সভাপতি সহ শিক্ষক শিক্ষিকারা রক্ত দিচ্ছেন।


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER