শনিবার, ডিসেম্বর ০৯, ২০১৭

সারেঙ্গা থানার রক্তদান শিবিরে পুলিশসুপার



সাধন মন্ডল

শনিবার বাঁকুড়া জেলা পুলিসের উদ্যোগে সারেঙ্গা থানার পরিচালনায় রক্তদান ও বস্ত্রদান শিবিরের উদ্বোধন করেন পুলিসসুপার সুখেন্দু হীরা।উপস্হিত ছিলেন এসডিপিও বিশপ সরকার,বিধায়ক

বীরেন্দ্রনাথ টুডু,সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, প্রমুখ।অনুষ্ঠানে দুই জন মহিলা সহ ৫৫জন রক্ত দানজ করেন। এছাড়া বেশ কয়েকজন দুস্থকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া সহায় প্রকল্পেরও উদ্বোধন করেন পুলিস সুপার।

posted from Bloggeroid

গঙ্গাজলঘাটীতে ফুটবল টুর্নামেন্ট


ব্যাসদেব চক্রবর্তী

শনিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটী ব্লক এলাকায় স্থানীয় এক ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট চলছে।উপস্থিত রয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

কালিয়াচকে জলসায় গুলি চালানোর জের, জনরোষে হত ২

মানস দাস, মালদা

জলসা চলার সময় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শুন্যে গুলি ছোঁড়ার ঘটনায় দুই ভাইকে পিটিয়ে খুন করলো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম,সাদিকুল সেখ(৩৬) এবং আদিকুল সেখ(৪২)। তাদের বাড়ি সুজাপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে,কালিয়াচক থানার সুজাপুর এলাকায় চলছিল ধর্মীয় জলসার

অনুষ্ঠান। অভিযোগ, শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে অনুষ্ঠানে যান সাদিকুল। সেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শুন্যে গুলি ছুঁড়ে সে। এরপর উত্তেজিত জনতা তাড়া করে ধরে ফেলে এবং মারধোর শুরু করে। গনপ্রহারে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদিকুল এবং তার দাদা আদিকুলের। অভিযোগ, উত্তেজিত জনতা তাদের বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ-বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায়। কি কারনে এই ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে পুলিশ।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER