শুক্রবার, ফেব্রুয়ারী ০৭, ২০২০

রেলের গতি বাড়াতে বর্ধমান কাটোয়া রুটে বন্ধ হচ্ছে বেশকিছু রেলগেট

মোল্লা জসিমউদ্দিন
  
 এবার বর্ধমান-কাটোয়া রেলপথে বন্ধ হতে চলেছে ৬/৭ টির মত রেলগেট।উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিকল্প রেলরুট হিসাবে এটি কে প্রস্তুত করার জন্য এহেন প্রস্তাবনা রেলদপ্তরের।    অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকার মধ্যে নয়, এমন রেলগেটগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে  পূর্ব রেলের হাওড়া ডিভিশন কর্তৃপক্ষ । মাস খানেক পূর্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের  সঙ্গে কথা বলে জেলা প্রশাসনকে এ বিষয়ে নি রিপোর্ট পাঠাতে বলেছে রেলের হাওড়া ডিভিশন। জেলা প্রশাসন এই রিপোর্ট  পাঠানোর পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে রেলবিভাগ । কোথাও রেলগেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার কোথাও আন্ডারপাস তৈরি করা হচ্ছে বলে জানা গেছে ।পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী সংবাদমাধ্যম কে জানিয়েছেন  - "এখন রেলগাড়ীর  চাপ কম রয়েছে, বেশকিছু  রেলগেট বন্ধ করা হচ্ছে। ধীরে ধীরে আরও রেলগেট বন্ধ করা হবে।'' জানা গেছে ৬ থেকে ৭ টি রেলগেট বন্ধ হতে চলেছে।   জেলা প্রশাসন সূত্রে জানা প্রকাশ , ৫৬ কিমির বর্ধমান-কাটোয়া রেললাইনকে 'বিকল্প রুট' হিসেবে ভাবতে শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ফলে, ওই লাইনের উপরে থাকা প্রায় রেলগেট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান কাটোয়া 'সিঙ্গল' লাইন হলেও রেলকর্তৃপক্ষ বিকল্প রেলপথ হিসেবে ভাবতে শুরু করে দিয়েছে। এই লাইনকে কাজে লাগাতে পারলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের  যোগাযোগের বিকল্প রেলপথ তৈরি হবে। দ্রুত গতির ট্রেন চালানোর জন্য রেলগেট বন্ধ করে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্ধমান কাটোয়া  রেল রুটের ভাতারের।বলগোনা থেকে বর্ধমান পর্যন্ত ১৫টি রেলগেট রয়েছে। তার মধ্যে কম গুরুত্বপূর্ণ এমন ছ'টি রেলগেট বন্ধ করে 'আন্ডারপাস' তৈরির কাজ শুরু হয়েছে সম্প্রতি। 


বন উৎসব শুরু হয়েছে কাঁকসায়

সেখ নিজাম আলম
  বৃহস্পতিবার    বনবিভাগ দক্ষিণ পূর্ব চক্রের পরিচালনায় ৬ ও ৭ ই ফেব্রুয়ারি কাঁকসা ব্লকের রঘুনাথপুর বনবান্ধব উৎসব পালিত হলো ম।উদ্বোধন করেন বনদপ্তর মন্ত্রী রাজীব ব্যানার্জী। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,আউশগ্রাম বিধায়ক অভেদানন্দ থান্ডার, আউশগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধারা প্রমূখ। জানা যায় উক্ত অনুষ্ঠানে হাঁস,মুরগী,ছাগল ও শুকর বিতরন করা হয়।

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বকুলতলায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
  
জয়নগর : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার সাহাজাদাপুর গ্রামে। বকুলতলা থানার সাহাজাদাপুর অঞ্চলের সাহাজাদাপুর গ্রামের  বাসিন্দা সুপ্রকাশ হালদারের  সঙ্গে প্রেম ভালোবাসা করে গত চার বছর আগে বিয়ে হয় পায়েল হালদারের। তিন বছর আগে  তাদের একটি পুত্র সন্তান হয়েছিল। পায়েলের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, প্রেম ভালোবাসা করে বিয়ে করার জন্যই তাঁরা প্রথমে মেনে নেন নি এই সম্পর্ক। পরে মেয়ের কথা ভেবে তাঁরা মেনে নিয়ে ছিলেন, কিন্তু বিয়ের পর থেকে জামাই কোনো কাজ করত  না এবং নানাভাবে তাঁর মেয়ের উপর জামাই ও তাঁর পরিবারের সবাই অত্যাচার চালাতো  এমনটাই অভিযোগ পায়েলের বাপের বাড়ীর লোকে দের। তাঁরা আরো জানালেন,প্রায় সময় বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত মেয়েকে, গরিব মানুষ হয়ে ও যতটুকু সম্ভব তাঁরা সাহায্য করেছেন কিন্তু বুধবার  রাতে  তাদের কাছে খবর আসে তাদের মেয়ে বিষ খেয়েছে, পায়েলের বাবার দাবি তাদের মেয়েকে পিটিয়ে মেরে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। মৃতার বাবা অশোক দাস ও মা  মীরা দাস অভিযুক্ত জামাই ও তাঁর পরিবারের লোকেদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। বকুলতলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে   মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  পাঠিয়েছেন। তবে ঠিক কীভাবে ওই গৃহবধূ মারা গেল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ । 

বাদুড়িয়ায় তৃণমূলের মৌন মিছিল

ওয়াসিম বারি
  
উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে আজ বাদুড়িয়ার রাজপথে NRC,CAA ও NPR এর বিরুদ্ধে বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস নেতা তুষার সিং এর নেতৃত্বে মুখে কালো কাপড় বেঁধে মৌনমিছিলে পুরুষ ও মহিলা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা বাদুড়িয়ার রাজপথে।

লাশ উদ্ধারে চাঞ্চল্য বান্দোয়ানে

সঞ্জয় হালদার
  
পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার বান্দোয়ান বাই পাস রোডের চিলার জোড়ে এক ব্যক্তির মৃত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল।স্থানিয় সুত্রের খবর ভোরবেলা এলাকার বাসিন্দারা জলের মধ্যে একটি দেহ ভাসতে দেখে স্থানিয়রা থানায় খবর দেয়,পরে পুলিস এসে দেহটাকে জল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। উক্ত ব্যক্তির নাম কমল মাহাত বয়স আনুমানিক ৪৫ পিতা সত্য মাহাত বাড়ি বান্দোয়ান থানার মধুপুর গ্রামে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER