মোল্লা জসিমউদ্দিন,
তীব্র দহনে শিলাবৃষ্টি আপামর এলাকাবাসীদের স্বস্তি দিলেও চাষাবাদে যুক্তদের ফসলে ব্যাপক ক্ষতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। রবিবার দুপুর আড়াইটার সময় পূর্ব বর্ধমান জেলার ভাতার, মঙ্গলকোট সহ কাটোয়া কালনা মহকুমা এলাকায় শিলাবৃষ্টির দাপট দেখা যায়। তবে শিলাবৃষ্টি তুমুল দাপট দেখা যায় ভাতার মঙ্গলকোট ব্লক এলাকার বড় অংশে। প্রথমে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয় এলাকা। এরপরে ঘন্টা খানেক ধরে চলে শিলাবৃষ্টি। তবে শিলা গুলি ছিল মাঝারিমাপের। পথচলতি মানুষ অল্প বিস্তর আহত হয়। দশের কাছাকাছি মাটির বাড়ি ধসে যাওয়ার খবর মিলেছে। বেশিরভাগ জায়গায় বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। ইলেক্ট্রিক পোল সহ তার পড়ে গেছে। গাছপালাও রাস্তায় পড়ে থাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে বিভিন্ন সড়করুটে৷ তবে সবথেকে বেশি ক্ষতি হয়েছে চাষাবাদে। এই সময় বোরো ধান, তিল সহ নানান সবজি চাষ চলছে।আমের ফলনে ব্যাপক ক্ষতি এনেছে আজকের শিলাবৃষ্টি। প্রশাসন সুত্রে জানা গেছে, ভাতার ও মঙ্গলকোট ব্লক দুটিতে চল্লিশ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে । প্রাথমিকভাবে টানা ঘন্টা খানেক তুমুল শিলাবৃষ্টির জন্য সত্তরভাগ ধানের ক্ষতি হয়েছে। এইসময় ধান পেকে যাওয়ার মুখে। এই দুই ব্লকের আংশিক জমিতে তিল চাষ চলছে। ধানের মতন তিল চাষেও ক্ষতি এনেছে শিলাবৃষ্টি। ভাতারের বলগনা, মুরাতিপুর, আমারুণ এবং মঙ্গলকোটের সাগিরা, লাখুরিয়া, চাণক এলাকায় সবজিচাষীরাও আজকের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন আমবাগানে গাছের বেশিরভাগ আমই পড়ে গেছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল অর্থাৎ সোমবার দুপুরে বিভিন্ন মাঠে ফসলের ক্ষয়ক্ষতি জানতে পর্যবেক্ষণে যাবেন আআধিকারিকরা। পরে ব্লক প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনে রিপোর্ট যাবে শিলাবৃষ্টিজনিত ফসলের ক্ষতির বিষয়ে।