লাগামছাড়া মুল্যবৃদ্ধিতে যখন জনতা হাঁসফাঁস করছে, তখন গুজরাটের অমিত শাহ বাংলার শান্ত মাটিকে অশান্ত করতে চাইছে। সেই সময়ে শালবনীর ৪ নং আঞ্চলিক তৃনমূল কংগ্রেস বাঁকিবাঁধে একটি মিছিল ও পথসভার আয়োজন করে। বিজেপির জয়লাভ করা গ্রাম সংসদে তৃনমূল কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদেও এই মিছিল ওই অংশে সংগঠিত হয়। শহীদ দিবসকে সামনে রেখে কলকাতায় ২১ শে জুলাই কে সফল করার ডাক হাজার মানুষের ভিড় থেকে আজ দেওয়া হয়। এই মিছিলে নেতৃত্ব দেন জেলা যুব তৃনমূলের সাধারন সম্পাদক ও নির্বাচিত সমিতির সদস্য সন্দীপ সিংহ এবং ৪ নং তৃনমূল আঞ্চলিক সভাপতি রামপদ মাহাত। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার নেতৃত্ববৃন্দ নিতাই মাহাত, সেখ ইলিয়াস, সুদীপ সিংহ,অতনু সিংহ প্রমুখ যুব ও তৃনমূল নেতৃত্ব।
সোমবার, জুলাই ০২, ২০১৮
মালদায় আহলে সুন্নাত হানাফী জামাইতের সভা
মোল্লা শাহজাহান - নিপু
মালদায় ইংলিশবাজার লক্ষিপুর গ্রামে সারা বাংলা আহলে সুননাত হানাফী জামায়াতের ডাকে একটি সভা অনুষ্ঠীত হয়।উপস্থিত ছিলেন সহ সম্পাদক আবদুল হাই রীজবি ও মুর্শিদাবাদের সম্পাদক মেহের আলী ও মালদার সম্পাদক মোবারক কারিম ও আবদুল আজিজ ও রাজ্য সম্পাদক পীররজাদা তাফহীমুল ইসলাম ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে শেষ দোওয়া করে সমাপ্তি ঘটান।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...