বৃহস্পতিবার, এপ্রিল ০৫, ২০১৮

স্বরুপনগরে মনোনয়ন চলছে অবাধে

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরূপনগর ব্লকের এস,জি.এস.ওয়াই হল প্রাঙ্গনে চলছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পালা'৷শাসক দলের পক্ষ থেকে এদিন মনোনয়ন জমা দেওয়া হয়।সাথে সি.পি.আই.এম ও বি.জে পির দলীয় প্রার্থীরাও মনোনয়নপত্র জমা করতে আসে।শান্তি শৃংখলা বজায় রেখে এদিন প্রত্যেকে মনোনয়ন পত্র পেশ করে। মনোনয়ন পেশ চলবে আগামী ৯ই এপ্রিল পর্যন্ত৷

ভাতারে ভুতুড়ে পুকুর, মরছে হাঁস - বেচে আছে মাছ

সুদিন মন্ডল

ভাতারের বামশোর গ্রামে এক ভূতুড়ে পুকুরের সন্ধান পাওয়া গেল। গ্রামের বাগান পাড়ার শেখের পুকুর পাড়ের বাসিন্দাদের অভিযোগ বাড়ীর সুস্থ হাঁস পুকুরে নামার কিছু সময় পরেই ছটফট করে মারা যাচ্ছে। সারা দিনে 150 টিরও বেশী হাঁস মারা গেছে, অথচ পুকুরের কোনো মাছ মারা যায়নি।  এই ভূতুড়ে কাণ্ডে আতঙ্কে এলাকাবাসী।

উলটপূরণ, ভাতারে মনোনয়ন পেশে এগিয়ে বামফ্রন্ট!

সুদিন মন্ডল

তৃতীয় দিনের শেষেও ভাতাড়ে নমিনেশন তে এগিয়ে বামফ্রন্ট, দ্বিতীয় স্থানে বিজেপি। ভাতার এর 201টি পঞ্চায়েত আসনে বুধবার পর্যন্ত 111টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে বামফ্রন্ট 41টি, বিজেপি 39টি ও তৃণমূল 30 টি ও নির্দল 01 আসনে মনোনয়ন জমা করেছে।  সমিতিতে 18টি জমার মধ্যে বামফ্রন্ট 07,তৃণমূল 06 ও বিজেপি 05 টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। বিরোধীশিবির এর সাথে গত তিন দিন ধরে প্রতিযোগীতায় পিছিয়ে পড়ে স্বভাবতই নেতৃত্বের প্রতি হতাশ ভাতাড়ের শাসক দলের কর্মী সমর্থকরা ।

আহত কালোসোনা মন্ডল কে দেখে এলেন সায়ন্তন বসু

তথাগত চক্রবর্তী

বীরভূমের সিউড়িতে আহত বিজেপি নেতা  কালোসোনা মন্ডলকে দেখতে হাজির রাজ্য নেতা সায়ন্তন বসু।তিনি তৃনমূল কে হুশিয়ারী দিয়ে বলেন - এইরকম চললে, ফল ভুগতে হবে তৃনমূল কে।

পূর্বস্থলীতে মনোনয়ন তুলতে গিয়ে রক্তাক্ত বিজেপির ৮

মোল্লা জসিমউদ্দিন

বুধবার বেলা একটা নাগাদ পূর্বস্থলী ১ ব্লক অফিসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তুলতে এসে তৃনমূলের হাতে রক্তাক্ত হল বিজেপির ৮ কর্মী।আহতদের স্থানীয় হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য।জানা গেছে এদিন জনা কুড়ি বিজেপির কর্মী সমর্থক শ্রীরামপুরে অবস্থিত পূর্বস্থলী ১ ব্লক অফিসে ভোটের ফর্ম তুলতে যান।অভিযোগ সেসময় তৃনমূল ব্লক সভাপতি দিলীপ মল্লিকের নেতৃত্বে শতাধিক অপেক্ষারত তৃনমূল বাহিনী হাতে লাঠিসোটা রাম দা - ভোজালি নিয়ে আক্রমণ চালায়।এতে বিজেপির শুভঙ্কর হালদার,সুনীল মুর্মু,  চন্দন বসাক,বাদল হালদার,বিমল বিশ্বাস প্রমুখ রক্তাক্ত হন।এই বিধানসভা কেন্দ্রটির বিধায়ক আবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাই রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ চরমে।পূর্বস্থলী ১ ব্লকে বরাবরই বিরোধী দল হিসাবে বিজেপি শক্তিশালী। এখানে সিপিএম - কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে।তাই মূল প্রতিপক্ষ হিসাবে বিজেপি যাতে মনোনয়ন তুলতে না পারে সেজন্য এই হামলা বলে বিজেপির অভিযোগ। যদিও তৃনমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।নাদনঘাট থানার পুলিশ এলাকার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ না বাঁধে, সেই নিয়ে টহলদারি চালাচ্ছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER