রবিবার, ডিসেম্বর ১০, ২০১৭

পুরুলিয়ায় অস্বাভাবিক মৃত্যু ২ যুবকের

নিজস্ব বার্তা, পুরুলিয়া

দুটি পৃথক ঘটনায় অস্বাভাবিক ভাবে মৃত্যু হল দুই যুবকের। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহী যুবকের । শনিবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানা এলাকার আমরুহাসা ব্রিজের কাছে । পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম ঠাকুরদাস পাতর (৩০) । তার বাড়ি ওই থানারই মালডি গ্রামে। এদিন রাতের দিকে বলরামপুর বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় তেলের একটি ট্যাঙ্কার তাকে ধাক্কা দেয় । স্থানীয়রা উদ্ধার করে ওই যুবককে নিকটবর্তী বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় । ঘাতক ট্যাঙ্কারটিকে পুলিশ আটক করেছে। অন্যদিকে মানসিক অবসাদের কারনে আত্মহত্যা করলো এক পঁচিশ বছরের যুবক । পুলিশ সূত্রে জানা গেছে পুরুলিয়ার জয়পুর থানার রহড়কচা গ্রামের ওই যুবকের নাম মনসারাম মাঝি (২৫) । শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুদুরের একটি ডুমুর গাছ থেকে তার গলায় গামছার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে জয়পুর থানার অধীনস্থ বাগলতা তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার দুটি দেহর

ই ময়না তদন্ত করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে।

posted from Bloggeroid

আফরাজুলের খুনির ফাসি দাবি 'বর্ধমান সহযোদ্ধা'র

আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজস্থানে নিহত এই রাজ্যের যুবকের খুনের বিরুদ্ধে 'বর্ধমান সহযোদ্ধা'র উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।এদিনের মিছিলে সমাজের সর্বস্তরের প্রায় কয়েকশো মানুষ পা মেলান।মিছিলটি রাজবাড়ি থেকে শুরু হয়ে কার্জন গেটে শেষ হয়।সেখানে একটি পথসভার মাধ্যমে বক্তারা আজ দেশজুড়ে যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে,তার প্রতিবাদ করে,সেই সঙ্গে নিহত আফরাজুলের দোষীর মৃত্যুদন্ড দাবি করে।বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য বলেন, "আজ ধর্মীয় সন্ত্রাসবাদীর বিরুদ্ধে এই ধিক্কার মিছিল।এই দেশ কোন নির্দিস্ট জাতির নয়।মনীষীরা বার বার বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা--কিন্তু রাজনীতি আজ ধর্মকেন্দ্রিক হয়ে উঠেছে।এই প্রবণতা আটকাতে না পারলে ভয়ঙ্কর দিন আসবে,আমরা এর প্রতিবাদ করছ

আগামী দিনেও করবো।"

posted from Bloggeroid

রাইপুর থানার সামনে ধর্নায় শাসকদল

সাধন মন্ডল


তৃনমূল নেতা অনিল মাহাত এর হত্যাকারীদের শাস্তির দাবীতে বাঁকুড়ার রাইপুর থানার সামনে ধর্নায় বসল অনিল মাহাত স্মৃতি রক্ষা কমিটি।

posted from Bloggeroid

দীঘায় সর্তক করা হল পর্যটক সহ মৎসজীবিদের


জাহাঙ্গীর বাদশা


বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ, দিঘা সহ উপকূল এলাকায় সতর্কতা জারি। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে চলবে জড়ো হাওয়া। এর জেরেই দিঘা সহ উপকূল এলাকায় সতর্কতা জারী করল আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল জানিয়েছেন, নিম্নচাপের জেরে সমূদ্র মারাত্মক উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যার জেরে মৎস্যজীবিদের এই সময় সমূদ্রে যেতে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সেই সঙ্গে দিঘা সহ সমূদ্র সৈকতগুলিতে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার মাইকিং করা হয় দিঘার সমুদ্র সৈকত ঘিরে।

আফরাজুলের পরিবারকে লক্ষ টাকার অনুদান জমিয়তের

রাজস্থানে খুন হওয়া আফরাজুলের পরিবারকে এক লক্ষ টাকার আর্থিক সহযোগিতা এবং সেইসাথে খুনের মামলায় আইনী সহায়তা দেবে জমিয়ত উলেমা হিন্দ।এই সংগঠনের কর্মকর্তা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান - আফরাজুলের খুনি যেন কঠিন শাস্তি পায়, সেজন্য আদালতে আমরা আইনী সহায়তা দেব।

হল্ট স্টেশনের দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ

ব্যাসদেব চক্রবর্তী

অাদ্রা ডিভিশনের অাঁচুড়ি এবং বাঁকুড়া রেলস্টেশনের মাঝে কাটজুড়িডাঙ্গা মোড়ে হল্ট স্টেশনের দাবিতে রবিবার সকাল থেকেই কাটজুড়িডাঙ্গার রেল ফটকে শুরু হয় অবস্থান বিক্ষোভ ।ঘন্টা খানেক চলে এই বিক্ষোভ।

শিক্ষামূলক ভ্রমনে বাঁকুড়ায় পথদুর্ঘটনায় হত ২

ব্যাসদেব চক্রবর্তী


পৃর্ব মেদিনিপুর জেলার খেজুরি মানসিংহবেড় বানীশ্রী বিদ্যানিকেতন

স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়া বোঝাই ট্যুরিস্ট বাসের সঙ্গে একটি পাথর বহনকারী লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল বাসের চালকের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার মড়ার সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে। শুশুনিয়া মুকুটমনিপুর এবং পুরুলিয়ার অয়োধ্যার উদ্দেশ্যে রওনা হওয়া ওই বাসটিতে শিক্ষকরাও সামিল হয়েছিলেন। গুরুতর জখম হয়েছেন মোট ১১জন ছাত্র এবং ৭জন শিক্ষক। তাদের অাশংকাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

ইংরেজবাজার এলাকায় দুর্ঘটনায় জখম ১০

মানস দাস, মালদা


যাত্রী বোঝাই ম্যাজিককে ধাক্কা বেপরোয়া লরির। আহত দশ, আশঙ্কাজনক দুই। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনাটি

ঘটেছে, ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে,আশঙ্কাজনক অবস্থায় কাঞ্চন সরকার(৫০) এবং রাজেশ সেখ(২৮) চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হয়। আহতরা জানিয়েছেন, মালদা শহর থেকে কালিয়াচক যাচ্ছিল যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটি। সুস্থানি মোড়ের কাছে হঠাৎ একটি লরি অভারটেক করতে গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটিকে। দুর্ঘটনার পর পালিয়ে যায় লরিটি। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে স্থানীয় বাসিন্দারা। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

posted from Bloggeroid

মঙ্গলকোটের বাদশাহী সড়কে ফের দুর্ঘটনা



মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটের বাদশাহী সড়কে বক্সীনগর মোড় এলাকায় বালির গাড়ীর সাথে তেল ট্যাংক গাড়ীর মুখোমুখি সংঘর্ষ।বেশ

কয়েকজন আহত।উল্লেখ্য এখানে গত বছর একই পরিবারের চারজন কে পিষে দিয়েছিল বালির এক ডাম্পার।অভিযোগ মঙ্গলকোট থানার পুলিশ এখানে নিয়মিত তোলাবাজি চালায়।যদিও পুলিশের উর্ধতন কর্তপক্ষ তোলাবাজির কথা অস্বীকার করেছে।

posted from Bloggeroid

বাগমুন্ডিতে নিহত তৃনমূল কর্মীর খুনের বিচার পেতে সক্রিয়তা তৃনমূলের

নিজস্ব বার্তা, পুরুলিয়া


জেলা তৃণমূলের প্রথমসারির নেতৃত্বে

এবারও পালিত হল পুরুলিয়া জেলার তৃণমূলের প্রথম শহীদ প্রধান সিং মুড়ার ১৯ তম মৃত্যু বার্ষিকী। এবছর শহীদ সভার মঞ্চ থেকেই উন্নয়নের বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। শনিবার বাঘমুণ্ডীর বাড়েরিয়ায় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী  তথা জেলা তৃণমূল সভাপতি  শান্তিরাম মাহাত, অনগ্রসর শ্রেণী কল্যাণ তফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাত, জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী  সহ অনান্য নেতা নেত্রীরা। এবছর সাত বছরে পড়ল এই স্মরণ সভা।  এই সভা থেকেই উন্নয়নের বার্তা দেন তৃণমূল নেতারা। বাস্তবে পঞ্চায়েত নির্বাচনের আগে  উন্নয়নের এই  বার্তা দিয়েই তৃণমূলের প্রচার শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহল। বাঘমুণ্ডী এলাকায় এখনও সংগঠন তুলনামূলকভাবে দুর্বল তৃণমূলের। তৃণমূল ক্ষমতায় এলেই এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে বলে এদিন জানান নেতৃত্ব।  জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, ‘প্রধান সিং মুড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। আমরা তাঁর গ্রাম পঞ্চায়েতেই ক্ষমতায় নেই। আগামী নির্বাচনে ওই পঞ্চায়েতে দখল করতেই হবে আমাদের। তাহলেই, শহীদের প্রতি যথার্থ সম্মান জানানো হবে।’ উল্লেখ্য ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর পুরুলিয়ার বাঘমুণ্ডীর বাড়েরিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন হন বাঘমুন্ডির গ্রামের বাসিন্দা এবং পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা প্রধান সিং মুড়া। সেই সময় ফরওয়ার্ড ব্লকের দাপট যথেষ্ট ছিল গোটা বাঘমুন্ডিতে ছিল। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের কাজে যুক্ত শ্রমিকদের কাছ থেকে সেসময় ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠন তোলা আদায় করছিল বলে অভিযোগ ওঠে। এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলেছিলেন প্রধান। শ্রমিকদের তোলা না দেওয়ার জন্য বলে তাঁদের সংগঠিত করছিলেন তিনি।  এসময়ই তাকে আলোচনার নাম করে ডাকা হয়। বাইক নিয়ে নিয়ে তিনি বাড়েরিয়া মোড় আসতেই তাকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় সরাসরি ফরওয়ার্ড ব্লকের নাম জড়ালেও অভিযোগ অস্বীকার করে তারা। পরবর্তী কালে এই মামলার বিচার হলেও সব অভিযুক্তরাই ছাড়া পেয়ে যায়।  দোষীরা কেউ শাস্তি না পাওয়ার বিষয় টি তুলে শান্তিরাম মাহাতো বলেন, ‘আজকের দিনে প্রধান সিংকে যাঁরা নির্মমভাবে খুন করেছিল তাদের শাস্তির দাবি জানাচ্ছি। মামলার আইনগতভাবে লড়াইয়ের প্রস্তুতি নেবে দল।’  

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER