বুধবার, নভেম্বর ০১, ২০১৭

হিন্দুস্থান স্কাউট এন্ড গাইডের পদযাত্রা আসানসোলে

মোহন সিং

হিন্দুস্থান স্কাউট এন্ড গাইডের পক্ষ থেকে পদযাত্রা করা হল আসানসোলে। বিবেকানন্দ স্কুল থেকে এই পদযাত্রা বের হয়ে আসানসোলের বাজার এলাকা ঘুরে, আবার বিবেকানন্দ বিদ্যালয়ে এসে পদযাত্রা শেষ হয়। ডিএভি পাব্লিক স্কুল, বিবেকানন্দ স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী এই পদযাত্রায় অংশগ্রহন করে। নারীদের উপর অত্যাচার, শিশুদের উপর উৎপীড়ন সহ একাধিক সমাজের হানিকারক দিক গুলি নিয়ে এই পদযাত্রায় সচেতনতার বার্তা দেয়

বাঁকুড়ায় অভিষেকের সভা ঘিরে উদ্দীপনা

বুধবার বাঁকুড়া শহরে তৃনমূল ভবনের উদঘাটনে আসেন তৃনমূলের যুবরাজ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।দলীয় বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ ছিল।পুলিশি নিরাপত্তা ছিল কড়া।তবে অভিষেকের বৈঠকে তৃনমূলের একাংশ ডাক না পাওয়ায় জোর গুঞ্জন তৈরি হয়েছে।

তথ্য মোল্লা জসিমউদ্দিন
ছবি সাধন মন্ডল

বাঁকুড়ায় নায্যমূল্যে সবজী স্টলের উদঘাটনে পুলিশসুপার

শুভদীপ ঋজু মন্ডল

বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন,  জেলা উদ্যান পালন দপ্তর বাঁকুড়া, প:ব: সরকারের উদ্যোগে এবং সিমলাপাল ডেভলাপমেন্ট সোসাইটির সহযোগিতায় বাঁকুড়া জেলা শহরে পুলিশ লাইনের সামনে সুলভ মূল্যে সব্জী বিক্রির স্টলের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা।  এছাড়াশুভাশিষ বটব্যাল (সহ সভাপতি, উদ্যান পালন দপ্তর),  সিমলাপাল ডেভলাপমেন্ট সোসাইটির সম্পাদক অনুপ পাত্র। এলাকার মানুষদের প্রয়োজনীয় সব্জী এই স্টল থেকে স্বল্পমূল্যে পাওয়া যাবে এবং কৃষকরা ফসলের নায্য মূল্য পাবেন বলে জানালেন সোসাইটির সম্পাদক অনুপ পাত্র।

পাঁশকুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সাফাই অভিযান পদত্যাগী পুরপিতার

জাহাঙ্গীর বাদশা

রাজ্যে ডেঙ্গু, অজানা জ্বর, ম্যালেরিয়া, টাইফোয়েড রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা  বেড়েই চলেছে। হাসপাতালে হাসপাতালে রুগীর লম্বা লাইন। বিরোধীরা সুর ছড়াচ্ছে রাজপথে মিটিং মিছিল করে।কিন্তু রাজ্য সরকার যথা সাধ্য চেস্টা করছে যাচ্ছে রোগ প্রতিরোধ করার জন্য। রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত পুরোসভার স্বাস্থ্য  দফতরকে নির্দেশ দিয়েছে হাসপাতালে ভর্তি রুগীদের দ্রুত সেবা করার জন্য। সেই নির্দেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া পৌরসভার উদ্যোগে পাশকুড়া পৌরসভার বিতর্কিত বহিস্কৃত টিএমসি নেতা ও পদত্যাগী চেয়ারম্যান  আনিসুর রহমান সহ বেশ কয়েকজন কাউন্সিলর  ও পৌরসভার কর্মচারিদের নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই অভিযান, মশা মারার স্প্রে, ব্লিচিং, ড্রেন পরিস্কার করা এবং এলাকার পৌরনাগরিকদের সচেতন করা জন্য বাড়ি বাড়ি প্রচার চালানো শুরু হয়েছে। পদত্যাগী  পাঁশকূড়ার চেয়ারম্যান আনিসুর রহমান বলেন - এই অভিযান বেয কয়েকদিন ধরে চলবে। মানুষের পাশে থেকে পৌরবাসীদের সহযোগীতা করে যাবো এই ভাবে।।

বাঁকুড়ায় বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান

সাধন মন্ডল

'বিশ্ববাংলা শারদ সম্মান'পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হল বাঁকুড়ার রবীন্দ্রভবনে। জেলার সেরা মন্ডপের শিরোপা পেল পুয়াবাগান সার্বজনীন দূর্গাপুজা কমিটি। সেরা প্রতিমার শিরোপা অর্জন করলো বড় ষোলোআনা তাম্বুলী সমাজের দূর্গা প্রতিমা। সেরা পরিবেশ এর শিরোপা জিতে নিল হরেশ্বর মেলা সার্বজনীন। এছাড়াও জেলার আরো ৬ টি দূর্গাপুজা কমিটিকে পুরষ্কৃত করা হয়। ট্রফি ছাড়াও আর্থিক মূল্য ও এক হাঁড়ি মিষ্টি পুরষ্কার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাপরিষদ এর সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, বিধায়ক শম্পা দরিপা, জেলা তথ্য আধিকারিক রানা দেবদাস প্রমুখ।

খেজুড়িতে ধৃত সশস্ত্র দুই ব্যক্তি

জাহাঙ্গীর বাদশা

আগ্নেয়াস্ত্র সহ খেজুরিতে পাকড়াও দুই যুবক। ধৃতদের আটক করে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা। খেজুরির মিঁয়ামোড়ের ঘটনা। স্থানীয়  ইঁটের ব্যবসায়ী পরিমল দাসের বাড়িতে গিয়ে ওয়ান শাটার পিস্তল নিয়ে বুধবার দিন হুমকি ভয় দেখানোর সময়ই তাদের পাকড়াও করে মারধোর করে উত্তেজিত মানুষজন। ধৃত দুই যুবক পরশুরাম বেরা ও নির্মল শীট নন্দীগ্রামের বাসিন্দা। জানা গেছে, নিজেদের পাওনা ১০ হাজার টাকা ফেরত চাইতেই বাড়িতে এসে ধৃতরা আগ্নেয়াস্ত্র সহ ভয় ও হুমকি দেখাচ্ছিল। হাতে আগ্নেয়াস্ত্র দেখেই এলাকার মানুষজন তাদের আটক করে।পরে খেজুরি থানার পুলিসকে খবর দেওয়া হলে দুজনকে আটক করে।খেজুরি থানার ওসি শীর্ষেন্দু দাস জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধা করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র  উদ্ধার হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছ।অভিযুক্তরা বিজেপি কর্মী এবং তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপির । জানা গেছে পরশুরামের স্ত্রী কিছুদিন আগে ধর্ষিতা হন ।তৃণমূল নেতা অসিত হাজরাকে পুলিস গ্রেপ্তার করেছিল ।আভিযোগ বদলা নিতেই এই কান্ড ঘটিয়েছে তৃণমূল ॥

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER