মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০১৭

পূর্ব মেদনীপুরের হাকোলা সংঘের অনুস্থান

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকে হাকোলা  সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিশিস্ট সমাজসেবী সেক সেলিম আলি মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চানন দাস সহ অনেকেই ।ক্লাবগৃহের জন্য আর্থিক সাহায্য করেন, সেইসাথে পাশে থাকার আশ্বাস দেন সেলিম বাবু।বস্ত্রবিলি, রক্তদান সহ নানান জনহিতকর কর্মসূচি ছিল ক্লাবটির।

মঙ্গলকোটে ধান কেনা শুরু হচ্ছে

মোল্লা জসিমউদ্দিন

আগামীকাল থেকে মঙ্গলকোটে সরকারি মূল্যে ধান কেনা শুরু হচ্ছে।বস্তা পিছু (৬০ কেজি) ৯৩০ টাকা।ব্যক্তি পিছু ৯০ কুইন্টাল বিক্রি করতে পারবেন।এই নিয়ে মঙ্গলবার দুপুরে ব্লক অফিসে বৈঠক হয়।বৈঠকে ছিলেন বিডিও মুস্তাক আহমদ, পঞ্চায়েত সমিতির  কুন্তলা মুখার্জী, পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক প্রমুখ।

ইংরেজবাজারে বিসর্জন ঘিরে অশান্তি, আহত ৪

মানস দাস, মালদা

মা কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বাজি ফাটানোকে কেন্দ্র করে মহিলাদের মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ইংরেজবাজার থানার তেলিপুকুর নেতাজী কলোনি এলাকায়।আহত চার মহিলা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযোগ, সোমবার রাতে পাড়ার ক্লাবের কালী প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে এলাকার মহিলারা।সেই সময় শিশুরা বাজি ফাটায় সেখানে।অভিযোগ, গ্রামের কয়েকজন যুবক এই নিয়ে মহিলাদের সাথে বচসা শুরু করে।এরপর বচসা থেমে গেলে শোভাযাত্রা নিয়ে বিসর্জনের পথে যায় মহিলারা।বিসর্জন সেরে বাড়ি ফেরার পথে আবার শুরু হয় ঝামেলা।অভিযোগ, মহিলাদের শ্লীলতাহানি ও মারধোর করা হয়।মারধোরে আহত হয়,সুনিতা রায়(৪২),শান্তি ঘোষ(৩৯),মমতা ঘোষ(৩৫)এবং জানকী সাহা(৩১)। তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্ত নারায়ন সিং,ভোদল ভাস্কর,সঞ্জয় ভাস্কর,সনাতন কর্মকার সহ পনেরোজন পলাতক।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদ প্রকাশের জের, সেতু সংস্কার

সাধন মন্ডল

দুদিন পুর্বে আমাদের এই অনলাইন নিউজে বাঁকুড়া জেলার রাইপুর এলাকার
গোবিন্দ প্রসাদ সিংহ  সেতুর বেহাল দশার খবর সচিত্র প্রকাশিত হয়।আর তাতেই টনক নড়ে প্রশাসনের।মঙ্গলবার সকাল থেকেই সেতু সংস্কারের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।

'মউল' সাহিত্য সম্মান পাচ্ছেন রামামৃত সিংহ মহাপাত্র

শুভদীপ ঋজু মন্ডল

এবছরের 'মউল সাহিত্য সম্মান' পাচ্ছেন বাঁকুড়ার তরুণ গল্পকার, গবেষক, প্রাবন্ধিক রামামৃত সিংহ মহাপাত্র। 'মউল' পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে শ্রেষ্ঠ গল্পকার হিসেবে তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। আগামী ৪ নভেম্বর কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে 'মউল' পত্রিকা গোষ্ঠির তরফে জানানো হয়েছে। বাঁকুড়া জেলায় এই মুহুর্তে সাহিত্য জগতে উজ্জ্বল নাম রামামৃত সিংহ মহাপাত্র। বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধের পাশাপাশি অসংখ্য ছোট বড় গল্প লিখে চলেছেন। জেলার একমাত্র ছোটো গল্পের পত্রিকা 'গল্পলোক' সম্পাদনা করেন তিনি। এছাড়াও ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে।রামামৃত সিংহ মহাপাত্রের এই সম্মানপ্রাপ্তির খবর জেলার সাহিত্যিক ও সাংবাদিক মহল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ বাঁকুড়া দর্পণের সম্পাদক ও একটি জনপ্রিয় ওয়েব পোর্টালের জেলা সাংবাদিক তিমিরকান্তি বলেন -রামামামৃত সিংহ মহাপাত্রের এই সম্মানপ্রাপ্তি অত্যন্ত গর্বের। আনন্দেরও। একই সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মণ্ডল, রম্যরচনাকার তাপস পাত্র, কবি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালন বাঁকুড়ায়

সাধন মন্ডল

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪২ তম জন্মদিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরে 'Run For Unity' কর্মসূচীতে অংশ নেন বিজেপি দলের নেতা কর্মীরাএদিন এই উপলক্ষ্যে  বিজেপির জেলা কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে রানীগঞ্জ মোড় - মাচাতনতলা পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার পথ পরিক্রমা করে। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে এদিন পদ যাত্রায় অংশ নেন বিজেপির রাজ্য সহ সভাপতি ডাঃ সুভাষ সরকার, জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, যুব মোর্চার সভাপতি দেবাশীষ দত্ত প্রমুখ।

কাটোয়ায় দোকানে আগুন, উত্তেজনা


কাটোয়া শহরের সুবোধস্মৃতি সংলগ্ন এলাকায় একটি ফার্স্টফুট দোকানে আগুন লাগে।আগুনে ভস্মীভূত দোকানের সমগ্র অংশ।রেফ্রীজারেটর থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক সূত্রে অনুমান।এই আগুন লাগা ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়।

তথ্য পুলকেশ ভট্টাচার্য
ছবি সুজয় দে

ইন্দিরা স্মরণে কাটোয়ায় রক্তদান শিবির

ইন্দিরা গান্ধীর মহাপ্রয়ান দিবস উপলক্ষে কাটোয়া পৌরসভা ৭ নং ওয়ার্ড একটি  রক্তদান শিবির  আয়োজন করা হয়।রক্তদাতার সংখ্যা ৩০।প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুভ সূচনা করেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান এবং এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

তথ্য পুলকেশ ভট্টাচার্য
ছবি সুজয় দে

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER