মঙ্গলবার, জানুয়ারী ১৬, ২০১৮

ইন্দাসে পথ নিরাপত্তা পালন

শুভেন্দু তন্তুবায়



বাঁকুড়ার ইন্দাসের আকুই পুলিশ ফাঁড়ি ও স্কুল গুলিতে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের অনুষ্ঠান হল । উপস্থিত ছিলেন ইন্দাস ওসি রাজীব পাল, বিএলআর ও

ইন্দাস দেবনাথ পাল,আকুই ফাঁড়ির ইনচার্জ রবীশঙ্কর দাস সহ প্রধান শিক্ষক ডঃ প্রসেনজিৎ সরকার মহাদেব পাঁজা, হেমন্ত পাঁজা, তৃপ্তি নন্দী প্রমুখ।

posted from Bloggeroid

শালবনীতে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ পরিষেবা প্রদাএ


সন্দীপ সিংহ

শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বার্তা দিলেন প্রশাসনিক ঐক্য ও সামাজিক মেলবন্ধন করার।মাঘ মাসের প্রথম দিনে গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ লোকাচার গুলি তুলে ধরেন তার ভাষনে এবং পশ্চিম মেদিনীপুর প্রশাসন কে নির্দেশ দেন কুড়মি ও আদিবাসী সমাজের প্রতিভূ এই টুসু পরবে সবরকম সরকারি সাহায্য করে এই লোকসংস্কৃতির উত্সব টি চালিয়ে যাওয়ার। এদিনের সভামঞ্চ থেকে মোট ৭০ জনেরও বেশী উপভোক্তা কে বিভিন্ন রকমের সরকারি সাহায্য দেওয়া হয় প্রতীকি হিসাবে। আজ মমতা ব্যানার্জী মোট ২৩২ টি প্রকল্পের সূচনা করেন, যার বাস্তবায়নের জন্য ৩০০ কোটির ও বেশী খরচ বাজেটে ধরা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মোট ১০০০০ এর বেশী উপভোক্তা আজকের অনুষ্ঠান থেকে উপকৃত হোন। শালবনীর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী নেপাল সিংহ মাননীয়া মুখ্যমন্ত্রী কে বদলে যাওয়া শালবনীর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, জেলাশাসক, পুলিশ সুপার, জেলা সভাধিপতি, জেলার মন্ত্রী,বিধায়ক,পৌরপ্রধান, কর্মাধক্ষ্য এবং আধিকারিক গন। এই সভায় দিদির কাছ থেকে খেলার জন্য উপহার পেয়ে আপ্লুত সন্দীপ সিংহ বলেন - জঙ্গলমহলের ক্রীড়ার পরিকাঠামোর উন্নতির জন্য মাননীয়ার প্রচেষ্টার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER