শনিবার, ডিসেম্বর ০২, ২০১৭

রাইপুরে তৃনমূল নেতার মূর্তি ভাঙ্গার চেস্টা, চাঞ্চল্য


সাধন মন্ডল


বাঁকুড়ার দাপুটে নেতা তথা তৃনমূল কংগ্রেস এর রাইপুর ব্লক কায্করী সভাপতি প্রয়াত অমিল মাহাত এর আবক্ষমূতি ভাঙ্গার চেষ্টা করে দুস্কৃতিরা বলে অভিযোগ প্রয়াত নেতা অনিল মাহাতর স্ত্রী সুলেখা মাহাতর। তিনি এ বিষয়ে বারীকুল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাইপুর এলাকায়। কারা করল তা খতিয়ে দেখছে পুলিশ।

posted from Bloggeroid

মালদায় উদ্ধার বিরল প্রজাতির ৪৮ টি কচ্ছপ


মানস দাস, মালদা

মালদা টাউন স্টেশন থেকে ৪৮টি কচ্ছপ উদ্ধার করল আরপিএফ ও সিআইবি। উদ্ধার হওয়া কচ্ছপগুলি সফট সেল গ্যাঞ্জেস প্রজাতির বলে জানা গিয়েছে। এদিন ভোরে দিল্লি থেকে আসা আনন্দ বিহার এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়েছে। তবে কচ্ছপ পাচারের দায়ে কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে জেলা বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আরপিএফ।রেল সুরক্ষা বাহিনী সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আরপিএফ-এর সাব ইন্সপেকটর জিতেন্দ্র সিং পারিহার নিজস্ব সূত্রে খবর পান, দিল্লি থেকে মালদাগামী আনন্দ বিহার এক্সপ্রেসের এস ৫ নম্বর সংরক্ষিত কামরায় কচ্ছপ পাচার করা হচ্ছে। কচ্ছপগুলি উত্তরপ্রদেশের কোনও জায়গা থেকে ট্রেনে চাপানো হয়েছে বলেও খবর পাওয়া যায়। এদিন ভোর সাড়ে ৫টায় ট্রেন মালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত হলে এস আই সূর্যকুমার মাজি ও এ এস আই চিন্ময়কুমার মণ্ডলকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট ওই কামরায় হাজির হন জিতেন্দ্র সিং। ওই কামরাতেই একটি সিটের নীচ থেকে দুটি বস্তায় বন্দি করা রাখা কচ্ছপগুলিকে উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে কামরার সিট নম্বর এখনও জানাতে চায়নি আরপিএফ।আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, এদিন আনন্দ বিহার এক্সপ্রেসের এস ৫ নম্বর সংরক্ষিত কামরা থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তা

দুটি থেকে মোট ৪৮টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও পাচারকারীকে গ্রেফতার করা হয় যায়নি। আরপিএফ-এর ধারণা, এই কচ্ছপগুলিকে দক্ষিণ দিনাজপুরে পাচার করা হত। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

posted from Bloggeroid

ছেলের সাইকেলে বমি করায়, লোহার রডে মাথা ফাটালো ছাত্রীর

মানস দাস, মালদা


দুই শিশুর খেলা করা নিয়ে বচসার জেরে লোহার রড দিয়ে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীর মাথা ফাটানোর অভিযোগ উঠলো প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। আক্রান্ত

ছাত্রী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে,হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দেবীপুর গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত মহিলা পলাতক। পুলিশ জানিয়েছে, আক্রান্ত ছাত্রীর নাম, সীমা চৌধূরি(১০) সে ধুমবালু প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীতে পড়াশোনা করে। অভিযুক্ত মহিলা নমিতা চৌধুরি পলাতক। আক্রান্ত ছাত্রীর বাবা হরিলাল চৌধুরি জানান,প্রতিবেশী এক শিশু দেবা চৌধুরির(৫) সঙ্গে খেলা করছিল সীমা। সেই সময় দেবা সীমার সাইকেলে বমি করে দেয়। অভিযোগ, এই কথা দেবার মা নমিতা চৌধুরির কাছে নালিশ করে সীমা। এর পরে লোহার রড নিয়ে নমিতা আঘাত করে সীমার মাথায়। এর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত পরিজনেরা জানতে পেরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

posted from Bloggeroid

বাঁকুড়ায় ধর্মপ্রাণদের সম্প্রীতির মিছিল



সাধন মন্ডল

শনিবার সকাল থেকেই বাঁকুড়া শহরে 'ইদ মিলাদ উন নবি' উপলক্ষে মুসলিম ধর্মপ্রাণদের সম্প্রীতির মিছিল।পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও দেখা যায় মিছিলে।

posted from Bloggeroid

বর্ধমান্র কৃষাণ সেলের সভায় বেচারাম মান্না


সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেতমজদুরদের কর্মী সম্মেলন করা হয় বর্ধমান অরবিন্দ স্টেডিয়াম হলে। কিষাণ সেলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি শাহনওয়াজ হোসেনের উদ্যোগে এই

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ কংগ্রেসের সভাপতি বেচারাম মান্না, সভাধিপতি দেবু টুডু, সহ সভাধিপতি, বিধায়ক অলোক মাঝি, বিধায়ক নিশীথ মালিক, যুব সভাপতি সুভাষ মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অঞ্চল ভিত্তিক চারজন করে কর্মীকে নিয়ে প্রায় হাজার মানুষের উপস্থিতিতে বেচারাম মান্না কৃষকের দুর্দশা, পাওনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজ্যের উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন। সভার মধ্যেই লোকশিল্পীর কিষাণদের নিয়ে স্বরচিত সঙ্গীত পরিবেশন সকলকে মুগ্ধ করে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER