সাধন মন্ডল
বাঁকুড়ার দাপুটে নেতা তথা তৃনমূল কংগ্রেস এর রাইপুর ব্লক কায্করী সভাপতি প্রয়াত অমিল মাহাত এর আবক্ষমূতি ভাঙ্গার চেষ্টা করে দুস্কৃতিরা বলে অভিযোগ প্রয়াত নেতা অনিল মাহাতর স্ত্রী সুলেখা মাহাতর। তিনি এ বিষয়ে বারীকুল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাইপুর এলাকায়। কারা করল তা খতিয়ে দেখছে পুলিশ।
posted from Bloggeroid