শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০১৭

জয়পুর উৎসব প্রচারে মন্ত্রী শ্যামল সাঁতরা

শুভেন্দু তন্তুবায়



শুক্রবার জয়পুর উৎসবের প্রচারের জন্য সাইকেল করে প্রচার করা হয়।পড়ুয়াদের নিয়ে এই কর্মসুচিতে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

বার্ণপুরে ইস্কোয় বিস্ফারণ, এলাকায় চাঞ্চল্য

মোহন সিং


ইস্কো কারখানার ব্লাস্ট ফার্নেসে ভয়াবহ বিস্ফোরন ঘটল। কারখানা সুত্রে জানা

গিয়েছে ব্লাস্ট ফার্নেসের ব্লিডার ভালভ ফেটে এই বিপত্তি।।  ব্লাস্ট ফার্নেসের ১০৫ মিটার উঁচুতে এই ব্লিডার ভালভ থাকে। এই ব্লিডার ভালভ গ্যাসকে নিয়ন্ত্রন করে।  গ্যাস বের করার জন্য এই ভালভ ব্যবহার করা হয়। আজ রাতে গ্যাস বের করার জন্য ব্লিডার ভালভ খুলতেই ভয়াবহ বিস্ফোরন ঘটে। বিরাট শব্দে এই বিস্ফোরণ হয়। গোটা বার্ণপুর শিল্পাঞ্চল কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। যদিও কোন হতাহত নেই। উপরের অংশে এই বিস্ফোরণ হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি

posted from Bloggeroid

'কৃষক সেতু' পত্রিকার শ্রীবৃদ্ধিতে শুভেচ্ছায় সাংসদ আহমদ হাসান ইমরান

মোল্লা শফিকুল ইসলাম


পোড়খাওয়া সাংবাদিক তথা রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের সুখ দুঃখের কথা যার কলমে প্রধান উপজীব্য সেই সাংবাদিক তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ বর্তমানে 'দৈনিক কলম' পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান পূর্ব বর্ধমান থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা 'কৃষকসেতু' প্রকাশের কথা শুনে এবং দেখে খুশিতে আপ্লুত হয়ে মাটির গন্ধে বিভোর কৃষকদের তথা অবহেলিত জনগণের ব্যাথায় ব্যাথিত প্রতিচ্ছবি তুলে ধরার সংগ্রামরত 'কৃষক সেতু' পত্রিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান সাহেব।

posted from Bloggeroid

ধান কেটে বাড়ি ফেরার পথে মালদায় হত ২

মানস দাস, মালদা

ধান কেটে বাড়ি ফেরার পথে লরি উল্টে মৃত দুই শ্রমিক, আহত আট। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার রায়পুর এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়কে। আহতদের

চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায় ,মৃতদের নাম, প্রসেনজিৎ ঘোষ(২৫) এবং মঙ্গলু ঘোষ(৪২) তাদের বাড়ি মোথাবাড়ি এলাকায়।পরিজনেরা জানিয়েছেন, গত কয়েকদিন আগে মোথাবাড়ি এলাকার ১০ জন শ্রমিক হবিবপুর এলাকায় যায় ধান কাটার কাজে। কাজ শেষ করে ধানের বস্তা বোঝাই করা লরিতে চেপে বাড়ি ফিরছিলেন তারা। অভিযোগ, পুরাতন মালদার রায়পুরের কাছে আসতেই লরির সামনের চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ধানের বস্তার তলায় চাপা পরে যায় শ্রমিকরা। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় প্রসেনজিৎ ঘোষের। কোলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মঙ্গলু ঘোষের। তবে কি কারনে দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। তারা ঘাতক লরিটিকে আটক করেছে।

posted from Bloggeroid

ইংরেজবাজারে কুড়ি হাজার জালনোট সহ ধৃত

মানস দাস, মালদা

কুড়ি হাজার নতুন টাকার জাল নোট-সহ একজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ ধৃত যুবকের নাম এমডি শারিফুল শেখ।তিনি মালদার রতুয়ার ভাদো গ্রামের বাসিন্দা।গোপন সূত্রে খবর পেয়ে ওই জাল নোট পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মালদা শহরেরর মালদা মেডিকেল কলেজ হসপিটাল এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ৷উদ্ধার হওয়া নোটের মধ্যে সব ২০০০ টাকার নোট বলে জানা গিয়েছে।টাকাগুলো মালদা জেলার কোন এলাকাতে পাচারের উদ্দেশ্যে সেগুলো আনা হচ্ছিল।বৃহস্পতিবার মেডিকেল কলেজ হসপিটালের সামনে সাদা পোশাকে জেলা পুলিশের বিশেষ দল তার জন্য অপেক্ষা করছিল।কালিয়াচক এলাকা থেকে মালদা শহড়ে আসতেই মহম্মদ সারিফুলকে পুলিশ আটক করে৷তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০০ টাকার ১০টি নোট উদ্ধার করে পুলিশ।খতিয়ে দেখেই নোটগুলি জাল,তা বুঝতে পারেন পুলিশ আধিকারিকরা।ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ অনুমান,নোটগুলি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে৷তবে বিএসএফের নজর এড়িয়ে কিভাবে পাচারকারী সীমান্ত পেরিয়ে এল,তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ধৃত সারিফুল পুলিশের জেরায় স্বীকার করেছে,সে ক্যারিয়ার হিসেবে কাজ করে।শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে।৭ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করে ইংরেজ

বাজার থানার পুলিশ।

posted from Bloggeroid

হলদিয়ার মৃত শ্রমিকের স্ত্রীর হাতে তিন লক্ষ অনুদান

প্রতাপ চট্টপাধ্যায়


সর্বাধিনায়ক সতীশ সামন্ত মহাশয়ের ১১৮ তম জন্মজয়ন্তী দিবসে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হয় মেদিনীপুর শহরে। প্রতিবারের মত এইবছরও শুভেন্দু অধিকারী মহাশয় সামাজিক কাজের মধ্যে কাটান। তারই অঙ্গ হিসাবে আজকে হলদিয়া কারখানায় দূর্ঘটনায় মৃত শ্রমিক রাখাল মাইতির স্ত্রীর হাতে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER