পুর্ব মেদনীপুরের নন্দীগ্রামে তৃনমূল সমর্থিত এক অনুস্থানের সূচনা করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি মহাশয়।তিনি সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন।
ছবি ও সংবাদ সুকুমার সামন্ত
পুর্ব মেদনীপুরের নন্দীগ্রামে তৃনমূল সমর্থিত এক অনুস্থানের সূচনা করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি মহাশয়।তিনি সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন।
ছবি ও সংবাদ সুকুমার সামন্ত
বণ্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের কাছে মালদার মালতিপুর বিধায়ক আলবেরুনি জুলকারনাইন।সরকারি ত্রাণ ঠিকমতো মিলছে কিনা সে নিয়েও খোজখবর নেন তিনি।
ছবি ও সংবাদ প্রতাপ চট্টপাধ্যায়
কুচবিহারের তুফানগঞ্জের এক সাঁতার প্রতিযোগিতার সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।তিনি বিশ্ব সাঁতারে বাঙালীদের সাফল্য তুলে ধরেন উদ্যোক্তাদের সামনে।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ
কুচবিহারে এক সরকারি অনুস্থানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।রাজ্য সংখ্যালঘু বিত্ত নিগমের বিভিন্ন পরিষেবা তুলে দেন তিনি।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ
নি: সংবাদ দাতা , কাটোয়া:- অবশেষে কাটোয়ার মানুষদের অপেক্ষা শেষ আপাততো শ্রীখন্ড থেকে বর্ধমান চালু রেল যোগাযোগ । পূর্ব: রেল জানান যে কাটোয়ার কিছু কাজ বাকি আছে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই আত্মপ্রকাশ করল নয়া ২০০ টাকার নোট। নোট বাতিলের পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে এনেছিল। তারপরই এল এই নয়া ২০০ টাকার নোট। কিন্তু এই উজ্জ্বল হলুদ রঙের নয়া নোটে এমন বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলির কথা অনেকেই হয়তো জানেন না। কী কী আধুনিক সুরক্ষা বিধি রয়েছে এই নতুন নোটে। জানতে পড়ুন এই প্রতিবেদনটি-
১. নোটটি আলোর দিকে তুলে ধরলে সংখ্যায় ২০০ লেখাটি আবছাভাবে দেখা যাবে।
২. নোটের ভিতরেও খুদে অক্ষরে ২০০ লেখা রয়েছে সংখ্যায়।
৩. দেবনাগরী হরফে ২০০ লেখা রয়েছে।
৪. নোটের কেন্দ্রে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি।
৫. নোটের গায়ে মাইক্রো লেটারে লেখা রয়েছে ‘RBI’, ‘ভারত’, ‘India’ ও ‘২০০’।
৬. সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে নতুন নোটে। ‘ভারত’ ও ‘RBI’ লেখাটি সামান্য হেলিয়ে ধরলে সবুজ নয়, বরং খানিকটা নীল রঙের দেখা যাবে।
৭. গভর্নরের স্বাক্ষর ও রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্নটি মহাত্মার ছবির ডানদিকে রয়েছে।
৮. ‘রুপি’ চিহ্নটি ও সংখ্যা ২০০ লেখাটি বিভিন্নভাবে ধরলে আলাদা আলাদা রংয়ের দেখা যাবে।
৯. নোটের ডান দিকে রয়েছে অশোক স্তম্ভের ছবি।
১০. মহাত্মা গান্ধীর ছবিতে রয়েছে ইলেক্ট্রো-টাইপ ওয়াটারমার্ক।
১১. বাঁ থেকে ডান দিকে নোটে ২০০ লেখা হরফ ক্রমশ বর হয়েছে।
১২. দৃষ্টিহীনদের জন্য মহাত্মা গান্ধীর ছবি, অশোক স্তম্ভে, ২০০ লেখাটি ইন্টাগলিও প্রযুক্তিতে ছাপা হয়েছে।
১৩. নোটের পিছনে কোন বছর ছাপা হয়েছে নোটটি, সেটির উল্লেখ রয়েছে।
১৪. নোটের পিছনে স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান রয়েছে।
১৫. রয়েছে ল্যাঙ্গুয়েজ প্যানেল।
১৬. সাঁচি স্তুপের প্রতিকৃতি রয়েছে নোটের গায়ে।
১৭. নোটগুলির আকৃতি ৬৬x১৪৬ মিমি।
মোল্লা জসিমউদ্দিন : আদালতের এজলাসে বিচারকের রায়ের দিকে তাকিয়ে থাকেন আইনজীবী সহ বিচারপ্রার্থীরা।তবে আইনের সচেতনতা বৃদ্ধিতে বিচারকমন্ডলী হাজির হলো মঙ্গলকোটের সরকারি ডিগ্রী কলেজে।বৃহস্পতিবার বেলা তিনটে থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত মঙ্গলকোটের পালিশগ্রাম সংলগ্ন কলেজে শখানেক স্নাতকস্তরের পড়ুয়াদের নিয়ে এক আইনি শিবিরের আয়োজন করে কাটোয়া আদালতের মহকুমা আইনি পরিষেবা কেন্দ্র।এই সরকারি সংস্থার সম্পাদক সুশোভন মুখোপাধ্যায় জানান " আজকের শিবিরে কাটোয়া মহকুমা আদালতের সন্দীপ চৌধুরী (অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক - মেন ), কাঁজি আবুল হাসেম(অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক - ফাস্ট ট্রাক), কৌস্তুভ মুখোপাধ্যায় (জে.এম),সৌরভ নন্দী (মুন্সেফ ), সেখ জালাল আলি (মুন্সেফ ) প্রমুখ উপস্থিত ছিলেন এদিন।বিভিন্ন ফৌজদারি এবং দেওয়ানি আইন নিয়ে পর্যালোচনা চলে।সেইসাথে কিভাবে মামলা শুরু হয়, পুলিশের ভুমিকা, আদালতের বিচারপ্রক্রিয়া সম্পকে অবগত করানো হয়।সরকারী সাহায্যে কিভাবে সুবিচার মিলবে তাও আলোচনা হয় এদিন।একসাথে এতজন বিচারকের উপস্থিতিতে আইনী শিবির যেন আদালতের এজলাসে পরিণত হয় মঙ্গলকোটের ডিগ্রী কলেজের সেমিনারস্থলটি।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...