শুক্রবার, এপ্রিল ২৭, ২০১৮

মানিকচকে পথদুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিয়ে পথঅবরোধ

মানস দাস,মালদা

পথ দুর্ঘটনায় মৃত্যু  হলো এক যুবকের।এই ঘটনায় ক্ষিপ্ত জনতা ঘাতক ট্রাককে ধরে চালায় ভাংচুর।চলে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।যুবক ছেলের এমন মৃত্যুতে গভীর শোকাহত পরিবার সহ এলাকাবাসী।ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদার মানিকচক থানার মানিকচক-রতুয়া রাজ্য সড়কের ওপর নূরপুর এলাকায়।পুলিশ সূত্রে জানাগেছে,মৃতার নাম আশিক মিঞা(২৩)।স্থানীয় মতে, শুক্রবার সকাল নাগাদ বাড়ির বাজার সেরে জমিতে কাজের উদ্দেশ্যে সাইকেলে করে রওয়া দেন আশিক।সেই সময় একটি ইট বোঝাই ট্রাক রাতুয়ার দিক থেকে মানিকচকের দিকে যাওয়ার সময় সাইকেলের পেছন থেকে ধাক্কা মারে।সাইকেল আরোহী যুবক রাস্তায় পড়তেই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী।ঘাতক গাড়িটিকে ধরে চালায় ভাংচুর।সাথে মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোপ দেখান।ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোপ দেখায় এলাকাবাসী।দীর্ঘ প্রায় তিন ঘন্টা অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় বাসিন্দারা জানান,মৃত যুবকের বাবার নাম আবুল মিঞা।পরিবারে দুই ভাই ও দুই বোন রয়েছে।আশিক মিঞা ছিল পরিবারের বড়ো ছেলে।পরিবারের আর্থিক দুর্বলতার কারণেই খুব কম বয়সে পড়াশোনা ছেড়ে বাবার কাজে হাত লাগিয়ে ছিলো আশিক।জমিতে চাষবাস আবার কখনো ভিনরাজ্যে পারি দিয়ে পরিবারের অর্থ যোগান দিত এই যুবক।পরিবারের মূল অর্থ উপার্জন কারীর এমন মৃত্যুতে শোকাহত সকলেই।সরকারের আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন এলাকাবাসী।ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।সাথে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।সাথে ঘাতক গাড়ি ও চালককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

বসতভিটে নিয়ে মারপিট, চাঞ্চল্য মোথাবাড়িতে

মানস দাস,মালদা

বসত ভিটা বন্টনকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটের ঘায়ে আহত হয়েছে একই পরিবারের ১ মহিলা সহ ৪ জন। বর্তমানে তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে মোথাবাড়ি থানার সাদিপুর মিঞাপাড়া এলাকায়। ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। অভিযুক্তরা পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা হলেন, ধন্নু চৌধুরী(৬০), ফরজুল  চৌধুরী(২৩), হেমা বিবি(২২) এবং শাহু চৌধুরী(২৮)। তারা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযুক্ত ডুব্বু চৌধুরি, জাকির চৌধুরি, সাবির চৌধুরি সহ ১২ জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তরা পলাতক। জানা গিয়েছে, ধন্নু চৌধুরি এবং ডুব্বু চৌধুরি সম্পর্কে ভাই। অভিযোগ, ডুব্বুরা আমিন দিয়ে বসত ভিটা মাপজোপ  করছিল। সেই সময় ধন্নুদের জায়গা চেপে দেওয়ার অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করতেই বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষ বেধে যায়। অভিযোগ, অভিযুক্তদের ইটের ঘায়ে আহত হয় এক মহিলা সহ ৪ জন। আহতদের উদ্ধার করে প্রথমে বাঙ্গিটোলা গ্রামীন হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। তবে কি কারনে এই সংঘর্ষ তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। 

ময়নাগুড়িতে বাড়ীর মধ্যে সাপ, উত্তেজনা

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি

শুক্রবার ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার একটি বাড়িতে একটি দাঁড়াশ সাঁপ কোনভাবে ঢুকে পড়ে।বাড়ির কর্তা উৎপল রক্ষীত যিনি ময়নাগুড়ি হাইস্কুলের শিক্ষক তিনি বলেন আমি স্কুলেই ছিলাম তখন বাড়ির থেকে ফোন করা হয় সাঁপ ঢুকেছে ঘরে,আমি তখন পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার কে খবর দেই।বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ভয়ে একটি ঘরে বিছানায় বসে রয়েছেন।পাড়াপ্রতিবেশীরা এসেছেন।বাড়ির চারিদিকে ও ঘরে কার্বোলিক অ্যাসিড দেওয়া হয়।কিছুক্ষন পর উৎপল বাবুর বাড়িতে নন্দু কুমার আসেন ও সাঁপ টিকে উদ্ধার করেন।নন্দু বাবু বলেন এটি একটি দাঁড়াশ সাঁপ।এ সাঁপের বিষ নেই।এরপর নন্দু বাবু সাঁপ টিকে একটি বস্তায় ভরেন।সাঁপ টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER