শনিবার, সেপ্টেম্বর ০৯, ২০১৭

তমলুকে যুবকের অস্বাভাবিক মৃত্যু

তমলুকে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

জাহাঙ্গীর বাদশা

তমলুক, ৯ সেপ্টেম্বর : শুক্রবার গভীর রাতে তমলুক পুরসভার ১৬ নং ওয়ার্ডের পায়রাচালী এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম পূর্ণেন্দু দাস (২৬)। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পায়রাচালীর বাসিন্দা পূর্ণেন্দু পেশায় একটি ওষুধ দোকানের কর্মী। অন্যান্য দিনের মতোই শুক্রবার দোকান থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়।

কিন্তু শনিবার সকালে ছেলেটি ঘরের দরজা না খোলায় বাড়ির লোকেদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর অবশেষে দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে তমলুক পুলিশ এসে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যার বলে জানিয়েছে পুলিশ। তবে কি কারনে আত্মহত্যা সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এসিড কান্ডে ময়নায় ধৃত

জাহাঙ্গীর বাদশা

পূর্ব মেদিনীপুর জেলার ময়না এসিড কাণ্ডে দুই অভিযুক্ত কে গ্রেফতার করে তমলুক জেলা আদালত এ পাঠালো ময়না থানার পুলিশ ...মূল অভিযুক্ত নিমাই দলই কে গতকাল কেই গ্রেফতার করেছিল পুলিশ ..আজ ভোরে অপর অভিযুক্ত আব্দুল মান্নান কে আজ ভরে তমলুক থানার শ্রীরামপুর থেকে গ্রেফতার করে দুই অভিযুক্ত কে তমলুক জেলা আদালত এ পাঠালে বিচারক ওই দুজন কে 4 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে ...ময়না এসিড কান্দে বড় সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ

তমলুকে ফের দুর্ঘটনা

জাহাঙ্গীর বাদশা

পুর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ডহরপুর দুটি বাইক এর মূখোমুখি ধাক্কায় আহত 3 বাইক। আহত আহতদের তমলুক জেলা হাসপাতাল এ ভর্তি করা হয়েছে ...একজন এর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কোলকাতা হাসপাতাল এ রেফার করা হয়েছে ...আজ ভোর 4 টা নাগাদ এই দূর্ঘটনা ঘটে ...আহত 3 জনের বাড়ি পদুমবসান এ বাড়ি ...আহত 3 জনের নাম তারিখ খান, ..সেখ হিরু, .সেখ মুরশেদ.সেখ হিরু কে কলকাতা রেফার করা হয়েছে ...তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে ...

মেজিয়া উচ্চবিদ্যালয়ের অনুস্থানে মন্ত্রী শ্যামল

বাকুঁড়ার মেজিয়া উচ্চবিদ্যালয়ের প্রতিস্থা দিবস এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুস্থান।উপস্থিত রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়

বিদ্যাসাগর সমবায়ের ৪৬ তম বার্ষিক সভায় পরিবহণ মন্ত্রী

বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাধারণ সভা

সন্দীপ সিংহ

""""""""""""""""""""""""""""""""""" আজ মেদিনীপুর বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিঃ ৪৬তম বার্ষিক সাধারণ সভায় মাননীয় চেয়ারম্যান তথা পঃ বঃ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাধারণ সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে । এছাড়াও
উপস্থিত ছিলেন       ব্যাংক আধিকারিক ও সমস্ত কর্মচারীবিন্দ সহ সমস্ত সমবায় সমিতি থেকে আসা প্রতিনিধিগন  ।

সাংবাদিকদের একাংশের মদতে সাংবাদিক হেনস্তা

সাংবাদিকদের ক্ষতির পেছনে কি একাংশ সাংবাদিক জড়িত?

মোল্লা জসিমউদ্দিন

সাংবাদিকদের উপর হামলা নুতন কিছু নয়, কোথাও প্রানঘাতী আবার কোথাও পেটানো।এইবিধ ঘটনার পেছনে পুলিশ - প্রশাসন - শাসকদলের একাংশের যোগসাজিশ থাকে।তা বারবার প্রমানিত।তবে সাংবাদিকদের জব্দ করতে এরা(ষড়যন্তকারীরা) কিছু সাংবাদিকদের মদত পাই।এটা সাধারণ পাঠকরা না বুঝলেও,  একটু পরিণত সাংবাদিকরা হাড়ে হাড়ে উপলব্ধি করেন।বিগত বাম জমানার মত তৃনমূলের আমলেও সাংবাদিকরা সুরক্ষিত নন।পুলিশি সন্ত্রাস, প্রশাসনের সিন্ডিকেটের হুমকি, বালি/কয়লা/লোহা মাফিয়াদের ম্যাসলম্যানদের লালচোখের অনেকেই শিকার হয়েছেন।আসলে কিছু সাংবাদিক যারা সাংবাদিকতা অপেক্ষা পুলিশের চামচাগিরি করে থাকে।আবার কেউ এ সাহেব,  সে সাহেবের খাসলোক দাবি করে পোস্টিং করিয়ে দেয়। এইধরনে সাংবাদিকদের হতে একটু দূরে থাকবেন।না হলে হাসিমুখে দাদাভাই বলে কোনদিন লেলিয়ে দিয়ে মারধোরের ব্যবস্থা, পুলিশ কেসের প্রাপ্তিযোগ ঘটিয়ে দেবে।
আমার পনেরো বছরের সাংবাদিকতা জীবনে তিনটি পুলিশ কেস,একটি হাইকোটে রিট পিটিশন, দুবার হামলা সেই উপলব্ধি কে বারবার জানান দেয়।
����

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER