বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯

মরণোত্তর দেহদান নিয়ে সচেতনতা মূলক সেমিনার কলকাতায়

গোপাল দেবনাথ,

গত 73 বছর ধরে মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক সোশ্যাল
ফেস্ট.এস্কালাপিয়াশব্র অর্থ অবিশ্বাস্যভাবে ফিরে আসা.প্রতিবছর এই ফেস্ট অনুষ্ঠিত হয় মেডিকেল কলেজে,বক্তব্য রাখেন দেশের যশস্বী প্রফেসর ডাক্তাররা .হবুডাক্তাররা অভিজ্ঞদের বক্তব্য শুনে নিজেদের সমৃদ্ধ করেন .তিনদিনব্যাপি এবারের অনুষ্ঠানের বিষয় অঙ্গদান .বক্তারা জানালেন,দেশে এইমুহূর্তে প্রায় দেড়লাখ কিডনি রোগী আছেন .এদের মধ্যে মাত্র পাঁচ হাজার জন কিডনি প্রতিস্থাপনের সুযোগ পান ,নতুন এক লাখ রোগীসহ প্রায় দুলাখ রোগী মারা যান .সুতরাংবেশিকরে অঙ্গদানের সচেতনা বাড়ানো দরকার .বিজ্ঞান বলছে একজন সদ্যমৃত মানুষের অঙ্গদানে আট জন রোগী জীবন ফিরে পেতে পারেন .হৃদপিন্ড ,যকৃৎ ,ফুসফুস ,অগ্ন্যাশয় ,অন্ত্র ,বৃক্ক কাজে লাগে .এছাড়াও টিস্যু চামড়া ,কর্নিয়া ,বোনটিস্যু টেন্ডনস কার্টিলেজ ,হার্টভাল্ব, ব্লাড ভেসেলও অসুস্থ মরণাপন্ন রোগীকে সুস্থ করে তুলতে পারে .
,,1947থেকে আযোজিত এই ফেস্টে এবার প্রত্যোম দিনে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ মনিময় মুখার্জি,ডঃ তামালকান্তি ঘোষ ,ডঃ প্লাবন মুখার্জি,ডঃ অর্পিতা লাহিড়ী ,ডঃ রাজদীপ রায়,ডঃ চন্দ্রাশিস চক্রবর্তী,ডঃ সৈকত ব্যানার্জি.10 সেপ্টেম্বর থেকে শুরু তিনদিনব্যাপী এই ফেস্টে র পরিচালনা করেন ডঃ অরিন্দম কর.

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER