বৃহস্পতিবার, মে ২১, ২০২০

কাটোয়া - কালনা - দাঁইহাটে বিদায়ী চেয়ারম্যানরা হলেন প্রশাসক

শ্যামল রায়

  
কালনা কাটোয়া মহকুমার কাটোয়া, দাঁইহাট ও কালনা পৌরসভার মেয়াদ শেষ হয়েছে গত বুধবার। বৃহস্পতিবার থেকে তিনটি পৌরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করবেন  তৃণমূলের  ৩ জন বিদায়ী চেয়ারম্যান।
বৃহস্পতিবার জানা গিয়েছে যে কাটোয়া পৌরসভার কুড়ি টি ওয়ার্ডের মধ্যে ১০ টি ওয়ার্ড তৃণমূলের এবং ১০টি ওয়ার্ড ছিল কংগ্রেসের দখলে। প্রথমে অমর রাম তৃণমূল দলে যোগদান করে চেয়ারম্যান পদে বসেন তারপর দলীয় কোন্দলের ফলে কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করায় অমর রাম অনাস্থা প্রস্তাব হেরে যান। চেয়ারম্যান হন কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পাঁচ বছর পৌরবোর্ড এর মেয়াদ শেষ হতেই প্রশাসনিক দায়িত্ব পালনে যুক্ত হলেন বিধায়ক এবং চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
এছাড়াও দাঁইহাট পৌরসভা মেয়াদ শেষ হয়েছে বুধবার। চেয়ারম্যান শিশির কুমার মন্ডল প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। জানা গিয়েছে যে এই পৌরসভার ১৪ টি ওয়ার্ড সংখ্যা রয়েছে। এর মধ্যে নয়টি ওয়ার্ড পেয়েছিল সিপিএম চারটি ওয়ার্ড পেয়েছিল তৃণ মূল কংগ্রেস এবং একটি বিজেপি। সিপিএমের চেয়ারম্যান হয়েছিলেন বিদ্যুৎ বরণ ভক্ত। তারপর সিপিএম থেকে চার কাউন্সিলর তৃণমূলে যোগদান করায় সিপিএম পরাজিত হয় এবং বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। শিশির কুমার মন্ডল চেয়ারম্যান হন তিনি এখন প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
 কালনা পৌরসভার দায়িত্ব পালন করবেন বিদায়ী চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ। জানা গিয়েছে যে এই পৌরসভায় ১৮টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ১২ টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পৌরবোর্ড গঠন করেছিল। পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে গত বুধবার। বৃহস্পতিবার থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ।
তবে তিনটি পৌরসভার প্রশাসনিক দায়িত্বে চেয়ারম্যানদের দেওয়ায় বিরোধীরা নানান ধরনের প্রশ্ন তুলেছেন। নিয়ম বহির্ভূত এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। গণতান্ত্রিক পদ্ধতিতে চেয়ারম্যানের দায়িত্ব শেষ হলে প্রশাসনিক দায়িত্ব পালন করে সরকারি বিভাগের উচ্চপদস্থ আধিকারিক এমনটাই সাংবিধানিক নিয়ম। কিন্তু তৃণমূলের সরকার বিদায় চেয়ারম্যানদের প্রশাসনিক দায়িত্ব দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চরিতার্থ করতে চাইছে। এমনটাই বিরোধীদের অভিযোগ। তবে প্রসঙ্গত উল্লেখ থাকে যে লোকসভা নির্বাচনে কিন্তু তিনটি পৌরসভার এই অধিকাংশ ওয়ার্ডে লিড  দিয়েছিল বিজেপি। তাই বিজেপি নেতাদের অভিযোগ তৃণমূলের সরকার যতই তাদের দলীয় লোকদের প্রশাসনিক দায়িত্ব দিক ভোট হলে বিজেপি  পৌরসভা দখল করবে বলে তাদের আশা। কিন্তু তৃণমূল নেতারা বলেছেন সরকারের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে এবং তিন পৌরসভায় ক্ষমতাসীন হবে তৃণমূল কংগ্রেস।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তায় কালনা

শ্যামল রায়
  

ভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়িতে ফিরে আসার সাথে সাথে চিন্তিত পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই পেতে চলছে লকডাউন। লকডাউন চলাকালীন ভিন্ন রাজ্যে থেকে যে সমস্ত শ্রমিক এখানে আসছেন তাদের পরীক্ষা করার পরে ধরা পড়ছে কোন ভাইরাসের পজেটিভ। কিন্তু অনেকেই এসে তাদের পরিবারের সাথে মেলামেশা করার পর সমস্যা আরো জটিল হয়ে পড়েছে। কেউ কেউ হোম কোয়ারেন্টাইন এ থাকছেন আবার কেউ বাড়ির মধ্যেই একা থাকলেও মিলামিশা করছেন বাড়ির সকলের সাথে তাই করনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে মারাত্মক ক্ষতি হতে পারে বলে মনে করছে পুলিশ ও প্রশাসনিক কর্তারা।
কারণ কালনা কাটোয়া মহকুমা জুড়ে পরিযায়ী শ্রমিকদের ধরা পড়েছে করোনা ভাইরাস এর পজেটিভ। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের হামিদপুর গ্রামে একজন পরিযায়ী শ্রমিকের পজেটিভ এবং মন্তেশ্বর ব্লকের স্বামী-স্ত্রীর করোনা পজেটিভ ধরা পড়ায় পুলিশ ও প্রশাসনের চাঞ্চল্য ছড়িয়েছে। এই সকল পর্যায়ে শ্রমিকরা যদি বাড়িতে আসার পর এলাকার মানুষের সাথে অবাধে মেলামেশা করে বেড়ায়।  তাহলে এই রোগ আরো ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছে পুলিশ ও প্রশাসনিক কর্তারা।
কারণ পূর্বস্থলী এক নম্বর ব্লকে এখনো ভিন্ন রাজ্যে রয়েছেন প্রায় আড়াই হাজার পরিচয় শ্রমিক। কেউ কেউ বাড়িতে আসার পর হোম কোয়ারেন্টাইনে না থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। যারা বাড়ি ফিরছেন তারা অনেকেই গুরুত্ব দিচ্ছেন না বলে ইতিমধ্যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর কাছে অনেকেই অভিযোগ জানাতে বারবার যোগাযোগ করছেন। যারা বাড়ি ফিরছেন তাদের দ্রুত খবর দিতে হবে এবং পুলিশকে জানিয়ে ওই সকল পরিচয় শ্রমিককে পরীক্ষা-নিরীক্ষা এবং পরে হোম কোয়ারেন্টাইন এ পাঠাতেই হবে। না হলে অদূর ভবিষ্যৎ গননা ভাইরাসের পজেটিভ ধরা পড়লে বিপদ মারাত্মক হয়ে উঠতে পারে। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কমপক্ষে পাঁচ হাজার শ্রমিক রয়েছেন বিভিন্ন রাজ্যে। হামিদপুর গ্রামে যে পরিযায়ী শ্রমিকের পজেটিভ ধরা পড়েছে এলাকার মানুষ আতঙ্কিত।অন্যদিকে মন্তেশ্বর ব্লকের যে স্বামী স্ত্রীর করোনাভাইরাস পজেটিভ হয়েছে তারাও বোম্বে থেকে বাড়ি ফিরে আসার পর তাদের করো না পজেটিভ ধরা পড়েছে। তাই ভিন্ন রাজ্য থেকে দ্বারা বাড়ি ফিরছেন তাদের উচিত হোম করেনন্টাইন তাই না থাকা এবং দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া।এদিন প্রশাসনিক আধিকারিকরা জানিয়ে দিয়েছেন যে যারা বাড়ি ফিরবেন তাদের দ্রুত করে ১৪ দিনের জন্য থাকতে হবে এবং দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে হবে। কেউ গোপনে আড়ালে থাকলে দ্রুত পুলিশ ও প্রশাসনিক কর্তাদের খবর দিয়ে তাদের হোম করেন এবং স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে দ্রুত।

আমফানে বিপর্যয় পূর্ব বর্ধমানে

সুরজ প্রসাদ
 
আমফানের তাণ্ডবে বর্ধমান শহরে বেশ কয়েকটি জায়গায় ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে দেওয়াল ভেঙে পড়েছে রাস্তার উপরে।গাছপালা ভেঙে পড়েছে।ভেঙ্গে পড়েছে বিদ্যুতের পোল। বুধবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়।পাল্লা দিয়ে চলতে থাকে ঝড়ো হওয়া।বেলা যত বেড়েছে ততই বেড়েছে ঝড়ের বেগ। 

 রাতে আমপানের দাপটে জেলাজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে।বর্ধমান শহরের আহিরীমহল রাজস্কুলের কাছে বিজয় চতুস্পাঠীর বিশাল পাঁচিল রাস্তায় ভেঙে পড়ে। ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে।অন্যদিকে মন্তেস্বর বাজারে একটি অশ্বত্থ গাছের ডাল ভেঙে পড়ে দুই মহিলা সহ এক ব্যক্তি জখম হয়েছেন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। 
জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়েছে।বর্ধমান শহরেরও বেশীরভাগ এলাকা বিদ্যুৎহীন। এছাড়াও জায়গায় জায়গায় প্রচুর গাছ উপরে পড়েছে । গোলাপবাগের তারাবাগে বিদ্যুতের পোল ভেঙে পড়েছে।

আমফানে মাথায় হাত ভাতারর চাষিদের

আমিরুল ইসলাম
  

আমফানের প্রভাবে ভাতারের বিস্তীর্ণ এলাকার ধান জলের তলায়। চাষিদের মাথায় হাত। আর হয়তো ধান তুলতে পারবেনা ভাতার ব্লকের চাষীরা। সরকারের সাহায্যের দিকে  তাকিয়ে সকলে।

আত্মনির্ভর ভারত - কাজি একরাম আলী

।।আত্মনির্ভর ভারত।।

কাজি একরাম আলী
  

আমাদের সঙ্গে আছে আমাদের সরকার ।
প্যাকেজ লক্ষ কোটি পার ।

সবার সব কিছুর সুরাহা হবে,
সহজ সরল সুদে ঋণ পাবে।

সবার প্রথমে শ্রমিকশ্রেণী,
নিয়ে ফেলুন ঋণ।
চাল ডাল নুন তেল সবজি,
মনোহারি ওষুধ পালা,
যা যা প্রয়োজন কিনে নিন।

মধ্যবিত্ত ঋণ নিন,
ইএমআই কিস্তি ধার,
সব মিটিয়ে ফেলুন।

উচ্চবিত্ত শিল্পপতি ব্যওসাদার,
ঋণ নিন,
আপনি জানেন, ঋণটার,
উপযুক্ত ব্যবহার, 
আপনার অভিজ্ঞতা অপার।

দেশ হবে আত্মনির্ভর,
আমাদের পাশে আমাদের সরকার ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER