মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৮

রিজার্ভেশন কামরায় শ্লীলতাহানির অভিযোগ মালদায়

মানস দাস,মালদা

রিজ়ার্ভেশন কামরায় যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এক সহযাত্রী তাকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ। ওই ব্যক্তি তার হাত ধরে নাকি টানাটানিও করতে থাকেন। তার আরও অভিযোগ, বিষয়টি কামরায় দায়িত্বে থাকা রেল পুলিশ কর্মীকে জানিয়ে কোনও লাভ হয়নি। পরে মালদায় নেমে মালদা GRP থানায় অভিযোগ জানায় ওই যুবতি।
শিয়ালদা থেকে গুয়াহাটি যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত B1 কামরায় রিজ়ার্ভেশন ছিল ওই যুবতির। অভিযোগ, ট্রেন বর্ধমান স্টেশন ছাড়ার পর প্রভাস সিং (৪২) নামের ওই ব্যক্তি তাকে উত্ত্যক্ত করতে থাকেন। হাত ধরে টানাটানিও করেন। যুবতি বিষয়টি কামরায় দায়িত্বে থাকা রেল পুলিশের কর্মীকে জানায়। কিন্তু তিনি কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ। এরপর কামরার অন্য যাত্রীরা প্রভাসবাবুকে আচরণ ঠিক করতে বলেন। কিন্তু কারও কথায় কান না দিয়ে ব্যক্তি যুবতিকে উত্ত্যক্ত করতেই থাকেন। এরপর ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছালে যুবতি GRP-তে অভিযোগ জানায়। প্রভাস সিংকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে ওই সেনাকর্মি মদ্যপ অবস্থায় ছিল। সে নিজেকে এক সেনাকর্মী হিসাবে পরিচয় দিয়েছে।আমরা খোঁজখবর নিচ্ছি।

মঙ্গলকোটে গোরাই বাবার উরশে জলসা

মোল্লা শাহজাহান বাদশা

সোমবার সারারাত ধরে মঙ্গলকোট গ্রামের দক্ষিণ পাড়া গোরাই বাবার উরশ শরিফে হল বিশাল ইসলামিক  জলসা। গলসি থেকে মাওলানা মুস্তাক কাদরী সহ বক্তাগন এসেছিলেন এই মেহফিলে।

বার্ণপুরে চাকুরে প্রার্থীদের লাইব্রেরি

মোহন সিং

বার্ণপুর রাধনগর রোড এলাকায় চাকুরির পরীক্ষার প্রস্তুতির সহায়ক একটি
লাইব্রেরীর জন্য ৫০ হাজার টাকার বই ও একটি আলমারি প্রদান করলেন আসানসোলের
মেয়র জিতেন্দ্র তেওয়ারী। আজ বই ও আলমারি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন
মেয়র। ছাত্রছাত্রীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র বলেন, পরিশ্রম করে
ওরা চাকরি পাক, সমস্ত রকম সুযোগসুবিধে আমরা দেব।

আসানসোল গ্রামাঞ্চলে পানীয়জল পরিষেবা

মোহন সিং

আসানসোল মহকুমার গ্রামাঞ্চলে পিএইচই-র জল সঠিকভাবে ব্যবহার যাতে হয়, তা নিয়ে গুরুত্বপুর্ণ বৈঠক হয়ে গেল জেলা পরিষদ দফতরে। সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের নিয়ে বৈঠক করেন জেলাসভাধিপতি বিশ্বনাথ বাউরি। বহু অবৈধ সংযোগের জন্য অনেক গ্রামেই জল যাচ্ছে না। তাই সবাই যাতে জল পায় সে কারনে অবৈধ সংযোগ কাটতে এবার মাঠে নামছে পিএইচই।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER