SAFE DRIVE SAFE LIFE স্বার্থক করতে নবাবহাট যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিবরাত্রি উপলক্ষে ১০৮ শিব মন্দিরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপস্হিত ছিলেন খোকনদাস,আইনূল হক,প্রধান জাহানারা খাতুন, অভিজিৎ সোম,কর্মাধ্যক্ষ সেখ চাঁদু ,দুই তপন রায়, লালন কাজী ,উপপ্রধান মানিক নন্দী সহপঞ্চায়েত সদস্য ও অনান্যরা
(বর্ধমান১ নং ব্লক,পূর্ব বর্ধমান জেলা)