রবিবার, এপ্রিল ০৮, ২০১৮

মেট্রো রেলপথে ডেডসেল, ঘটনাস্থলে বোম স্কোয়াড

ওয়াসিম বারি

পুলিশ সূত্রে খবর আজ সকাল দশটা নাগাদ লালবাজারে একটা ফোন যায় যে নির্মীয়মাণ মেট্রো স্টেশনে একটি বোমা পড়ে রয়েছে লালবাজার থেকে ফোন করে ফুলবাগান থানা কে। ফুলবাগান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে  বম্বস্কোয়াড কে সঙ্গে নিয়ে। বেলেঘাটা সুভাষ সরোবরে নির্মীয়মাণ মেট্রো স্টেশন থেকে উদ্ধার হল গ্রেনেড-বোমা। পুলিশ সূত্রে খবর এটি একটি ডেডসেল কিন্তু কীভাবে এখানে এলো সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় কর্মীদের মধ্যে।

হাসিনা বানু স্মৃতি ক্লিনিক

ওয়াসিম বারি

দেগঙ্গায় আজ সকালে ভাসলিয়া শ্রী রামকৃষ্ণ মিশনে শুরু হল  হাসিনা বানু স্মৃতি ক্লিনিক। স্বনির্ভর ও কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের যৌথ প্র‍য়াসে ও ভাসলিয়া শ্রী রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাদের অক্লান্ত শ্রমে শুরু হল পথ চলা। প্রথম দিনে ২১ জন পরিষেবা পেয়েছেন।

চিত্তরঞ্জনে বসে আঁকো প্রতিযোগিতা চলছে

নীলাদ্রি ঘোষ

সর্বভারতীয় এসসি এসটি রেল কর্মী সংগঠনের চিত্তরঞ্জন শাখার উদ্যোগে বসে আকোঁ প্রতি়যোগিতা আয়োজিত হল রবিবার l স্থানীয় চারের পল্লী কমিউনিটি হলে বয়েস ভিত্তিক এই প্রতিযোগিতায় চারটি বিভাগে শতাধিক ছাত্র ছাত্রীরা অংশনেন l প্রতি়যোগিতায় সফল ছাত্র ছাত্রীদের আম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে আয়ো়জক সংস্থার পক্ষ থেকে জানানো হয় l

নির্বাচনী প্রস্তুতি দেখতে কালনায় জেলাশাসক

মোল্লা জসিমউদ্দিন

কালনায় পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মহকুমাশাসক নিতিন সিংহানিয়া কে সাথে নিয়ে পূর্ব বর্ধমান  জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER