বুধবার, এপ্রিল ০৪, ২০১৮

শ্লীলতাহানির অভিযোগে ধৃত ভাড়াটিয়া

ওয়াসিম বারি

বনগাঁ থানার রামকৃষ্ণপল্লীতে
রুপালি দেবনাথের বাড়িতে ভাড়া থাকত দেবাশিষ দত্ত (৩৫) নামে এক যুবক, গত ২৭.২.১৮ তারিখ সকালে রুপালি বাড়ি তে একা ছিলন , সকালে স্বামী বাড়ির কাজে বাইরে ছিলেন তখনই দেবাশিষ রুপালি কে শ্রীলতাহানি করে ৷১১ .৩ .১৮  তে এই ঘটনার জন্য রুপালি আত্নহত্যা করার চেষ্টা করে৷, বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়, তারই ভিত্তিতে দেবাশিষ দত্ত কে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত্রে নেমেছে বনগাঁ থানার পুলিশ ৷

মনোনয়ন পেশের সংবাদ সংগ্রহে কোচবিহারে তৃনমূলের হাতে আক্রান্ত ৪ সাংবাদিক

শিখা ধর

বুধবার কোচবিহার ১ নং ব্লকে মনোনয়ন পেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তৃনমূল নেতাদের হাতে মার খেলো ৪ জন সাংবাদিক। আহত সাংবাদিকরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

শান্তিপূর্ণ মনোনয়ন ভাতারে

সুদিন মন্ডল

ভাতার ব্লক অফিসে কড়া  পুলিশ পাহারায় নির্বিঘ্নে চলছে ভোটের  নমিনেশন ফর্ম  তোলা ও জমা দেওয়ার কাজ। এখনও পর্যন্ত 33 টি গ্রাম পঞ্চায়েত আসনের ও 3 টি পঞ্চায়েত সমিতির আসনের নমিনেশন জমা পড়েছে বলে ব্লক সূত্রে জানা গেছে ! যার মধ্যে তৃণমূল 1টি, বামফ্রন্ট 18 টি, বিজেপি 13 টি ও নির্দল 1টি পঞ্চায়েত আসনের জন্য মনোনয়ন পেশ করেছে।অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্ট 2 ও বিজেপি 1টি আসনে মনোনয়ন জমা করেছে।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জ্বলছে খানাকুল

সুরজ আলি খান

খানাকুল রাজহাটি পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল। জ্বালিয়ে দেওয়া হলো মোটরসাইকেল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

পারিবারিক অশান্তিত্র ক্ষীরোগ্রামে আত্মঘাতী

অভিজিৎ দাঁ


মঙ্গলকোটের ক্ষীরগ্রামের বাসিন্দা অচিন্ত কোঁয়ার (48) পারিবারিক অশান্তি জেরে আত্মঘাতী হলেন। গত কাল অচিন্তবাবুর বাড়িতে কেউ ছিলনা সে সুযোগেই আত্মঘাতি। ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতি। বিকেলের দিকে পাশের বাড়ির এক প্রতিবেশি সন্দেহবসত অচিন্তবাবুর বাড়ি গিয়ে জানালা দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান। গ্রামবাসিদের দাবি পারিবারিক অশান্তির জন্য এই আত্মঘাতী।

শিয়ালদহ মেন শাখায় অনিয়মিত ট্রেন চলাচল

তারক মজুমদার

এদিন শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।একটি স্টেশনে সকাল দশ টা থেকে ঘণ্টা খানেক অবরোধ চলে।পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সাংবাদিকদের পেনশন ফর্ম

সাংবাদিকদের পেনশন প্রকল্পের ফর্ম ফিলাপ করতে গেলে কি কি করতে হবে, সেই বিষয়ে নির্দেশনা এটি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER