বৃহস্পতিবার, নভেম্বর ০২, ২০১৭
বাঁকুড়ায় পঞ্চায়েতে অনাস্থাপ্রস্তাব
হস্তশিল্প প্রদর্শনী পুর্ব বর্ধমানে
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার পূর্তভবনের সাততলায় জেলা হস্তশিল্প প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানান - কাঁথা স্টিচ, ডোকরা, শোলার কাজ ৭০ থেকে ৮০টি বিভিন্ন ধরণের হস্তশিল্প প্রদর্শনীতে রাখা আছে।
তথ্য সেখ সামসুদ্দিন
ছবি সোমনাথ ভট্টাচার্য
তালডাংরার সবুজ সংঘের নির্মল অভিযান
সাধন মন্ডল
এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে এলো বাঁকুড়ার তালডাংরার কেশাতড়্ সুকান্ত সবুজ সংঘের সদস্যরা। এলাকায় ডেঙ্গুর প্রাদূর্ভাব দেখা না গেলেও আপৎকালিন ব্যবস্থা হিসেবে তারা গ্রামের সমস্ত ড্রেনের জমা জল পরিস্কার করলো। একই সঙ্গে তারা ব্লিচিং ও ফিনাইল ছড়ানোর সাথে সাথে সমস্ত রাস্তা গুলি পরিস্কারের কাজে হাত দিলো।
কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মী বিক্ষোভ
জাহাঙ্গীর বাদশা
পুর্ব মেদিনীপুর জেলার আবারও কর্মী বিক্ষোভ। কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে এবার কর্মীদের বিক্ষোভ।গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান সাফাই, কুক, লেবার ও একাধিক নিচুস্তরের কর্মীরা। তাদের দাবি ২১ মাস আগে কলেজ কর্তপক্ষের সাথে তাদের কাজের চুক্তিপত্র শেষ হয়। কিন্তু নতুন কোনো চুক্তিপত্র আজও তাদের হয়নি।এছাড়াও সাফাই কর্মীদের PF আজ পর্যন্ত চালু হয়নি।এই সমস্ত একাধিক দাবি দাওয়া তারা একাধিকবার কলেজ কর্তপক্ষের এর কাছে দাবি পেশ করেছেন কিন্তু তাতেও কোন কাজ হয়নি।তাই তালা মেরে বিক্ষোভ প্রদর্শন তাদের।তবে ছাত্র ছাত্রীদের পড়াশুনোয় কোন অসুবিধা তারা করবেন না বলে জানিয়েছেন তারা।
খেজুরিতে পথের বলি ফুটবলার
জাহাঙ্গীর বাদশা
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ফুটবলারের। মৃতের নাম সৈয়দ মকিম আলি(২৯)। বাড়ি নন্দীগ্রামের আমগেছিয়ায়। খেজুরীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার আহত মকিমকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।পুলিশ সুত্রে খবর সম্ভবত বাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাতের ফলে মৃত্যু হয়েছে ঐ যুবকের। গতকাল রাতে নন্দীগ্রাম থেকে খেজুরি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ফুটবলারের মৃত্যুতে নন্দীগ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
তমলুকে আত্মহত্যার চেস্টায় অগ্নিদগ্ধ মহিলা
জাহাঙ্গীর বাদশা
স্বামী ও শ্বশুরবাড়ির লোকের অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেস্টা করল এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ধারিন্দা এলাকায়। আহত গৃহবধূরর নাম শিলা পন্ডা (৪২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পারিবারিক অশান্তির কারনে শিলা নিজের বাড়িতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেস্টা করে প্রতিবেশীরা জানতে পেরে অগ্নিদগ্ধ অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার অবনতি হওয়ায় কলকাতা রেফার করা হয়েছে। প্রায় ৫০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে গৃহবধূর শরীর।
কাঁথির জগন্নাথ মন্দির ও দেব দেউলের উদঘাটনে পরিবহণমন্ত্রী
জাহাঙ্গীর বাদশা
নব নির্বিত পাঁচশো বছরের প্রাচীন কাঁথি–৩ ব্লকের বাহিরী জগন্নাথ মন্দির ও দেব দেউলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, জেলা শাসক ডাঃ রেশ্মি কোমল প্রমুখ। পূর্ত দফতরের সহযোগিতায় পুরাতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কারের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার সংস্কার হওয়া বাহিরী জগন্নাথ মন্দির ও দেব দেউল নবরুপের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী, জেলাশাসক ডাঃ রেশ্মী কোমল প্রমুখ। জেলাশাসক ডাঃ রেশ্মী কোমল জানান, বাহিরীর জগন্নাথ মন্দির ও দেব দেউল ইতিমধ্যে সংস্কারের কাজ শেষ হয়েছে।পূর্ত দফতরের দক্ষিণ-পশ্চিম চক্রের মুখ্য বাস্তুকারের দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকার দফতরের সুপারিশে ৭৩ লক্ষ ৬৪হাজার টাকা ব্যয়ে সংস্কারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে সংরক্ষণের অভাবে কাঁথি-৩ ব্লকের প্রাচীন জনপদ বাহিরীর পাঁচশো বছরের প্রাচীন জগন্নাথ মন্দির ও দেউলের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি নষ্ট হচ্ছিল। পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি সংরক্ষণ ও মন্দির সংস্কারের জন্য বাহিরী জগন্নাথ সেবায়েত সমিতি ও স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হয়। ২০১১ সালে রাজ্যের প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকার দফতরের পক্ষ থেকে জগন্নাথ মন্দিরটি পরিদর্শনের পর মন্দিরটির সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করে। তার ভিত্তিতে রাজ্য সরকার রাজ্যের পূর্ত দফতরকে মন্দিরটি সংস্কার করার জন্যে দায়িত্ব দেয়। পাঁচশো বছরের প্রাচীন এই জগন্নাথ মন্দির ও দেউলকে ঘিরে নানা লোককথাদের মধ্যে প্রচলিত রয়েছে। ইতিহাসবিদ ও বাহিরী জগন্নাথ দেউলের মধ্যে পাওয়া শিলালিপি থেকে জানা যায়, ১৫৮৪ সালে পদ্মনাভ দাসের ছেলে বিভীষণ দাস এই জগন্নাথ দেউল তৈরি করেন। সেখানে স্থাপন করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। ইতিহাসবিদদের মতে, রসিকমঙ্গল কাব্যে উল্লেখিত হিজলি মণ্ডলের বিভীষণ মহাপাত্রই শিলালিপিতে লেখা বিভীষণ দাস মহাপাত্র। ইতিহাসবিদদের মতে কুষাণ, গুপ্ত ও পাল বংশের রাজত্বকালে শিল্পসৃষ্টিতে সমৃদ্ধ হয়ে উঠেছিল বাহিরী। এখান থেকেই পাওয়া প্রাচীন একটি পাথরের মূর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রক্ষিত রয়েছে।বাহিরী জগন্নাথ সেবায়েত সমিতির সদস্য রাজদুলাল নন্দ জানান, বাহিরী গ্রামে জগন্নাথ দেবের মন্দিরও দেউলে কোন বিগ্রহ নেই। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মন্দিরটির দুটি ভাগ রয়েছে। একটি মূল দেউল ও অন্যটি জগমোহন। দুটি ভাগের মধ্যে যাতায়াতের জন্য একটি ছোট ঘরও রয়েছে। ইঁটের তৈরি মূল দেউলটি প্রায় ৫০ ফুট উঁচু ও চওড়ায় প্রায় ২৪ ফুট। জগমোহন এর উচ্চতা ৪০ ফুট ও চওড়ায় ১৭ফুট। দিঘা-কলকাতা সড়কের ধারে মারিশদা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বিস্মৃত জনপদ বাহিরী। প্রাচীন একটি তেঁতুলগাছ যা এলাকায় ‘জাহাজবাঁধা তেঁতুল গাছ’ নামে পরিচিত, তা একসময়ের নদীপথের স্মৃতি বহন করে আসছে। স্থানীয় মানুষদের উদ্যোগে বাহিরী গ্রামে বিভিন্ন সময়ে মাটি খুড়ে পাওয়া নানা মূর্তি, মাটির পাত্র, পোড়া মাটির খেলনা, হাতি সংরক্ষণের জন্য একটি সংগ্রহশালা গড়ে উঠেছিল। কিন্তু সেটিও অযত্ন আর অবহেলা টিঁকে রয়েছে মাত্র।
মহিলা তীরন্দাজের হাতে নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী
জাহাঙ্গীর বাদশা
মেদিনীপুরের কৃতী ক্রীড়বিদ মহিলা তীরন্দাজ মনিকা সোরেন। তার হাতে আজ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী তুুলে দিলেন চাকরির নিয়োগ পত্র। শুভেন্দু বাবুর উদ্যোগ এই চাকরি পাচ্ছেন নয়াগ্রামের মেয়ে, মহিলা তীরন্দাজ মনিকা সোরেন। আজ বেলা ১১ টায় এই মেদিনীপুরের কৃতী ক্রীড়বিদের হাতে চাকরির নিয়োগপত্রটি তুলে দেন মন্ত্রী নিজেই। জানা গিয়েছিল মনিকা যোগ দেবেন কন্টাই কো – অপারেটিভ ব্যাংকে।কিন্তু তার খেলার অসুুবিধার জন্য কলকাতার ব্রাঞ্চ এ জয়েন করবেন।
উল্লেখ্য,গত বছর নভেম্বর মাসে, মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে আয়োজিত সকলের কথা সৃজন সম্মান অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়েছিলেন মনিকা সোরেনকে। সেদিনের সেই মঞ্চে উপস্থিত থেকেই মনিকার হাতে সৃজন সম্মান তুলে দিয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মনিকা সেদিন নিজের দারিদ্রের কথা বলেছিলেন। সেদিন শুভেন্দু বাবু এই দৃঢ়চেতা তীরন্দাজের কথা শুনে তার পাশে দাঁড়ানোর কথা দিয়েছিলেন। নিজের সেদিনের সেই কথা রাখতেই মন্ত্রী আজ মনিকার হাতে নিয়োগপত্র তুলে দেন। মন্ত্রী তথা ব্যাংকের চেয়ারম্যান শুভেন্দু বাবুর হাত থেকে বেলা ১১ টায় নিয়োগপত্র হাতে নিয়ে আজ ই কলকাতার কো-অপারেটিভ ব্যাংকে কাজে যোগ দেবেন মনিকা সোরেন। নিয়োগ পত্র পেয়ে খুব খুশি মনিকা জানায়, চাকরি পেয়ে সে খুব উপকৃত।
এই দিন শুভেন্দু বাবু বলেন, “মনিকা কলকাতার ব্রাঞ্চে জয়েন করবে।ভবিষ্যতে যদি জাতীয় স্তরে বা অন্য কোথায়ও খেলার সুযোগ পায় আমরা সব রকম সহযোগিতা করব।এমন কি স্পেশাল ছুটির ও ব্যবস্থা করব।
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...