বুধবার, ডিসেম্বর ২৭, ২০১৭

বর্ধমানের বৈকন্টপুরে ঢালাই রাস্তা


কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের বৈকন্টপুর ২ নং গ্রামপঞ্চায়েতের নাদুর গ্রামে দু লক্ষ টাকা বাজেটে ৭৫মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হল।

posted from Bloggeroid

রায়নায় বাংলা আবাস যোজনায় জোর


রায়না ১ নং ব্লকের সেহারা অঞ্চলে চলতি বর্ষে বাংলা আবাস যোজনা বাড়ি এখন পর্যন্ত তৈরী হয়নি, সেইসব এলাকায় পরিদর্শনে গেলেন।

বিডিও সৌমেন বণিক।

posted from Bloggeroid

নবদ্বীপে আহলে সুন্নাত হানাফী জামাতের সভা


নবদ্বীপের বাহির চড়া গ্রামে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সারা বাংলা আহলে সুন্নাত হানাফী জামাতের ডাকে সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ পীর জাদা তাফহীমুল ইসলাম। ও পীর জাদা সাইফুদ্দিন কাদীরি ও আব্দু

ল হাই রিজভী ও হাফিজ গুলাম রাসূল ও মতিউর রহমান শেখ এহসান প্রমূখ।।

posted from Bloggeroid

৩৩ তম বাঁকুড়া বইমেলা চলছে

শুভেন্দু তন্তুবায়


33 তম বাঁকুড়া জেলা বই মেলা শুরু হল । বুধবার বাঁকুড়া খ্রীশ্চান কলেজ মাঠে বইমেলার উদ্বোধন করেন কথা সাহিত্যিক স্বপময় চক্রবর্তী। শ্রীকৃষ্ণকীর্ত্তণ রচয়িতা বড়ুচণ্ডীদাস স্মরণে এবারের বই মেলায় কলকাতা সহ জেলার শতাধিক প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। এছাড়াও অন্যান্য বছরের মতো এবছরও আলাদা করে জেলার লিটল ম্যাগাজিন বিক্রি ও প্রদর্শণের ব্যবস্থা করেছে মেলা কমিটি। বইমেলার উদ্বোধক স্বপ্নময় চক্রবর্ত্তী বলেন- বইয়ের চেয়ে ভালো বন্ধু হতে পারে না। ভালোবেসে বই কিনুন। বই পড়ুন। বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিগত বছর গুলির মতো এবছরও কোন প্রবেশ মূল্য থাকছে না। দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলা চলবে । বইমেলা মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় নির্বাচিত শিল্পীদের অনুষ্ঠানের আয়োজন থাকছে। একই সঙ্গে জেলার কবি-সাহিত্যিকদের জন্য সাহিত্য পাঠের আসর থাকছে বলে জানা গেছে।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট কথা সাহিত্যিক স্বপময় চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, সভাধিপতি অরূপ চক্রবর্ত্তী, মেলা কমিটির আহ্বায়ক বিধায়ক অরূপ খাঁ,জেলা শাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত, বিধায়ক সম্পা দরিপা, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রণব হাজরা প্রমুখ। মেলা চলবে আগামী 2 রা জানুয়ারী পর্যন্ত ।



posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER