শনিবার, ফেব্রুয়ারী ২৪, ২০১৮

আসানসোল পুলিশ কমিশনারেটে সেফ ড্রাইভ নিয়ে ফুটবল

মোহন সিং

শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আসানসোল পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে ফুটবল টুর্ণামেন্ট। এই খেলার চুড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মী নারায়ন মিনা সহ পুলিশের সমস্ত আধিকারিকরা। এডিসিপি, এসিপিরা পুরস্কার তুলে দেন বিজয়ী ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে। পুলিশ কমিশনার এদিন  খেলোয়াড়দের উৎসাহিত করেন তার মুল্যবান বক্তব্যে।

কুশমুন্ডি কান্ডে আদিবাসী ক্ষোভ আসানসোলে

মোহন সিং

গত শুক্রবার আসানসোলের বি এন আর মোড়ে জমায়েতের মাধ্যমে আসানসোল-দুর্গাপুর আদিবাসী কো-অডিনেশন কমিটির সদস্যরা কুশমাণ্ডি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সামিল হয়৷ঘটনা সূত্রে ১৭ই ফেব্রুয়ারী দঃ দিনাজপুরের কুশমাণ্ডিতে দিল্লির নির্ভয়া কাণ্ডের মতই ঘৃণ্য ,এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হয়৷তারই প্রতিবাদে পথে নামলো আদিবাসী কমিটি৷কমিটির সেক্রেটারি মতিলাল সোরেন জানান -  নির্ভয়া কাণ্ড মিডিয়া প্রচার পাওয়ায় বিচারের সুবিধা হয় কিন্তু কুশমাণ্ডি ধর্ষণ কাণ্ডে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলেও অধিকাংশ অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে৷দেশের বিচার ব্যবস্থার প্রতি তারা সম্পূর্ণ আস্থা রেখেও জানাচ্ছেন বিচার ব্যবস্থাকে তরান্বিত করা হোক৷একই সাথে সমস্ত অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক৷এ কারণে তারা আসানসোলের বি এন আর মোড় থেকে মিছিল করে মহকুমা দপ্তরে গিয়ে মহকুমা শাসকের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী কে গণস্বাক্ষর সম্বলিত একটি পত্রপ্রেরণ করতে চান৷

ইন্দপুরে জাগরণ পালিত হল

শুভেন্দু তন্তুবায়

বাঁকুড়া জেলা পুলিশের ধারাবাহিক সচেতনতা শিবির 'জাগরণ 'অনুষ্ঠিত হল ইন্দপুরের ভেদুয়াশোল বালিকা উচ্চ বিদ্যালয়ে ।গত শুক্রবার ইন্দপুর থানার উদ্যোগে এদিনের সচেতনতা শিবিরে প্রায় দেড়শো জন ছাত্রী উপস্থিত ছিল ।ইন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ণ পাল স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন ।বাল্য বিবাহ রোধ ,পথ সচেতনতা ও  প্রলোভনে পা না দেওয়ার কথা বলা হয় এদিনের শিবিরে ।উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোনামনী মান্ডি, ইন্দপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অসীম পাঠক প্রমুখ ।

নি:শুল্ক সাইবার কর্ণার কেন্দ্রীয় গ্রন্থাগারে

নুর আনসারী

রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারে ভারতবর্ষে প্রথমবার নিঃশুল্ক পরিষেবার সাইবার কর্ণার বিভাগ উদ্বোধন করলেন জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।

মেমারি কলেজে বসন্তোৎসব

সেখ সামসুদ্দিন

ছাত্র সংসদ, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সকলের সহযোগিতায় মেমারি কলেজে বসন্তোৎসব আয়োজিত হয়। সকালে কাঠিনাচ সহযোগে শহরে প্রভাতফেরী করা হয়। পরে কলেজে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ‍্যমে অনানুষ্ঠানিক উদ্বোধন করেন মেমারি পুরসভার ভাইস-চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত ও মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর রবীন্দ্রনাথের বসন্তোৎসব নৃত‍্য নাট‍্য পরিবেশিত হয়। অনুষ্ঠান চলাকালীন আসেন বিধায়িকা নার্গিস বেগম ও কলেজের গভঃ নমিনি এম এম মুন্সী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় অধ‍্যাপিকা মলি মিত্র ও গীতাঞ্জলি ঘোষ ম‍্যাডাম।

মঙ্গলকোটে আতমা প্রকল্পে চাষীদের কর্মশালা

মোল্লা জসিমউদ্দিন

এলাকার শতাধিক চাষীদের নিয়ে মঙ্গলকোটের কৈচর ১ নং পঞ্চায়েত অফিসে স্বনির্ভরতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি পালিত হল।ছিলেন প্রাণী আধিকারিক ড: দেবাশীষ জানা, কৃষি আধিকারিক উৎপল খেয়ারু প্রমুখ।

মঙ্গলকোটের বনপাড়ায় ছিনতাই


মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোট থানার দুকিমি দূরত্বে থাকা নুতনহাট নিগন সড়ক রুটে ছোট ক্যানেলের ব্রিজে এক ব্যবসায়ী কে ব্যাপক মারধোর চালিয়ে টাকাপয়সা লুটপাটের পাশাপাশি চারচাকা গাড়ী ভাঙ্গচুর ঘটল।চার থেকে পাঁচজন দুষ্কৃতির মধ্যে দুজনের হাতে রিভলভার থাকায় প্রানভয়ে সিটিয়ে ছিলেন ব্যবসায়ী। এলাকাসুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত এগারোটা সময় নুতনহাট বাইপাসে থাকা মিষ্টান্ন ব্যবসায়ী মাধব চন্দ্র গড়াই বিক্রিবাটার টাকা নিয়ে বনপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন। মারুতি গাড়ীতে থাকা ওই ব্যবসায়ী রাস্তার বেহালদশার জন্য গাড়ীটির গতি কম করতেই জনা চার থেকে পাঁচজন দুষ্কৃতি হাতে লাঠি রড নিয়ে হামলা চালায় গাড়ীর কাঁচে।হতচকিয়ে যাওয়া ব্যবসায়ী কে গাড়ী থেকে নেমে ব্যাপক মারধোর চালানো হয়।দুজনের হাতে রিভলভার থাকায় আরও ভয় পেয়ে যান ওই ব্যবসায়ী। নগদ এগারো হাজার টাকা, হাতঘড়ি, মোবাইল সহ জরুরি কাগজপত্র কেড়ে নেয় দুষ্কৃতিরা।রাতেই মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেইসাথে ব্লক হাসপাতালে এক্সরে সহ চিকিৎসা করানো হয়।এই ছিনতাই ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে। সেইসাথে সশস্ত্রভাবে দুষ্কৃতিরা মঙ্গলকোট থানার সামনে (দুকিমির মধ্যে থাকা ঘটনাস্থল)  এইভাবে ছিনতাই করায় পুলিশি ভুমিকা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্নচিহ্ন। 

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER