বুধবার, জানুয়ারী ০৮, ২০২০

মনন আগামী ২৩ জানুয়ারি শিয়ালদহে অষ্টম সংখ্যা প্রকাশ করছে

আগামী ২৩ শে জানুয়ারি, ২০২০, বিকেল সাড়ে তিনটের সময় কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আমাদের 'মনন' অষ্টম সংখ্যা প্রকাশের যে আয়োজন করা হয়েছে সেখানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্য একেডেমী পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, আনন্দ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক শ্রী নলিনী বেরা বিশিষ্ট সাহিত্যিক ও কবি শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি শ্রী আরণ্যক বসু, শ্রীমতী সোনালী কাজী, অল্প সময়ের জন্য আসবেন বিশিষ্ট কবি শ্রীমতী মন্দাক্রান্তা সেন এছাড়াও আকাশবানী ও দূরদর্শনের বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব ।

আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হবে 'মনন সাংস্কৃতিক দলে'র পরিচালনায় । সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার কাজ করবেন প্রখ্যাত বাচিক শিল্পী শ্রীমতী সোমা আইচ ।

আমাদের এই অনুষ্ঠানে যে আমন্ত্রিত কয়েকটি দল তাদের শ্রুতিপাঠ অনুষ্ঠান উপস্থাপন করবেন তারা হল -

১) অনুস্টুপ ২) আবাসা ৩) পেখম ৪) হৃদমাঝারে ৫ ) কথার তরী ৬) মনন সাংস্কৃতিক দল ৭) পটমঞ্জরী । ( দলের আগে আসার ভিত্তিতে তারা সময় পাবেন )

আপনারাও আগে এসে নাম লেখানোর ভিত্তিতে স্বল্প সময়কাল অবশ্যই আপনাদের পাঠ আবৃত্তি করতে পারেন, কিন্তু এসেই নাম লেখাবেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে ।

সমগ্র অনুষ্ঠানটির প্রচারের দায়িত্ব আমাদের মিডিয়া পার্টনার 'বাংলার খবরাখবর গোষ্ঠী'র । বেশ কয়েকটি প্রিন্ট মিডিয়া, অন লাইন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া হাজির থাকবেন ।

আপনাদের সকলের উপস্থিতি অবশ্যই অনুষ্ঠানকে সফল করে তুলবে সেই প্রত্যাশা আমাদের আছেই । চলে আসুন সকলে, আমরা অপেক্ষায় ।

স্নেহাশীষ চক্রবর্তী

প্রতিষ্ঠাতা

০৮/০১/২০২০

বনধে রাজ্য কে সচল রাখতে নির্দেশ হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন  

আজ অর্থাৎ ৮ জানুয়ারি দেশব্যাপী বাম এবং কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের ডাকে ধর্মঘট রয়েছে। এই ধর্মঘট কে আবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সমর্থন করায় বামেরা কিছুটা উজ্জীবিত। ঠিক এইরকম পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণন এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে  বনধ বিষয়ক মামলা উঠে। যেখানে প্রধান বিচারপতির  ডিভিশন বেঞ্চ রাজ্য কে নির্দেশ দেয় - গোটা রাজ্যে জনজীবন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবহন থেকে আইনশৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয় তা পালনে তৎপরতা দেখাতে হবে'। ইতিমধ্যেই রাজ্য সরকার তার অধীনস্থ সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে। মাতৃত্বকালীন এবং জরুরিকালীন ছুটি কে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে। সরকারি কর্মীদের অফিস হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। যারা আগে ছুটির আবেদন জানিয়েছিলেন, তাদের ছুটি বাতিল করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অর্থমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে - কেউ গড়হাজিরা হলে তার বেতন কাটা যাবে। সেইসাথে শো কজ করা হতে পারে। রাজ্য সরকারের পরিবহন দপ্তর   বুধবারের বামেদের বনধ প্রতিরোধে অতিরিক্ত সরকারি বাস চালাবে বিভিন্ন সড়কপথে। পুলিশের তৎপরতাও থাকবে বিভিন্ন প্রান্তে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে - ব্যাংক গুলিতে এর প্রভাব পড়তে পারে। গ্রাহকেরা হয়রানির শিকার হতে পারেন। উল্লেখ্য, নাগরিকত্ব আইন, বেসরকারিকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে গোটা দেশ ব্যাপি বাম এবং কংগ্রেস সমর্থিত শ্রমিক ইউনিয়ন গুলি বুধবার বনধ ডেকেছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আবার এই বনধে সমর্থন জানিয়েছে। ঠিক এইরকম পরিস্থিতিতে, রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দাখিল করেন। মূলত জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষায় যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। তাছাড়া রাজ্য যেন বনধের প্রতিরোধে কড়া অবস্থান নেয়। গত ৭ জানুয়ারি থেকে তিনদিনের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা শুরু হয়েছে। বুধবার দিনও পড়ছে এই পরীক্ষা। তাই দ্রুত হস্তক্ষেপ চেয়ে মামলাটি দাখিল হয়। মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য কে জনজীবন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়।                                                                                                                                                      

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER