বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০১৭

নন্দনে কবিতা কর্নার

কলকাতার নন্দনে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির কবিতা কর্নার শিরোনামে এক সাংস্কৃতিক অনুস্থান হয়।ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কবি সুবোধ সরকার প্রমুখ।
ছবি ও সংবাদ সেখ সামসুদ্দিন

মঙ্গলকোটে শিক্ষকের শিল্পকলা

মঙ্গলকোটের গনপুর উচ্চবিদ্যালয়ের অবসারপ্রাপ্ত শিক্ষক তরুনক্রান্তি মহাশয় সাদা সিমেন্ট দিয়ে বিভিন্ন মূর্তি গড়ছেন।তাঁর এহেন শিল্পকলায় মুগ্ধ এলাকাবাসী 
ছবি ও সংবাদ জ্যোতিপ্রকাশ মুখার্জী

সুপার ডিভিশন ফুটবলে নিবেদিতা সংঘ হারাল জাতীয় সংঘকে



অপূর্ব দাস

সুপার ডিভিশন ফুটবল লিগে নিবেদিতা সংঘ ১-০ গোলে জাতীয় সংঘকে হারিয়ে দিল।
৩১ আগষ্ট বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে
গোল করে এগিয়ে যায় নিবেদিতা সংঘ। এরপর দুদলই গোলের সুযোগ পেলেও তার
থেকে কোন গোল হয়নি।

মাঠে উপস্থিত প্রাক্তন ফুটবলার নিলাদ্রিশেখর চন্দ্র এদিনের খেলা প্রসঙ্গে
বলেন, দুদলেই ভাল স্ট্রাইকারের অভাব বোঝা গেল। গোলের খুব সহজ সুযোগ
এলেও তা কাজে লাগাতে পারেনি দুদলের ফরোয়ার্ডরাই। তুলনামূলকভাবে
নিবেদিতার ফুটবলাররা বেশি আক্রমণ করেছে। গোল শোধের জন্য যতটা মরিয়া হয়ে
খেলা দরকার ছিল জাতীয় সংঘের খেলায় তা দেখা গেল না।

বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত বর্ধমান সদর ফুটবল লিগে প্রথম
ডিভিশনে ভাতছালা কিরণ সংঘ হাড্ডাহাড্ডি লড়াই করে ৩-২ গোলে বর্ধমান
কালিতলা এ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দেয়। ৩০ আগষ্ট রাধারানী স্টেডিয়ামে
খেলার ৯ মিনিটে কিরণ সংঘ গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধের ১৭ মিনিটে গোল
শোধ করে কালিতলা এ্যাথলেটিক ক্লাব। প্রথমার্ধের ৩৪ মিনিটে বর্ধমান
কালিতলা এ্যাথলেটিক ক্লাব আরও একটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১২
মিনিট এবং ৩৩ মিনিটে ভাতছালা কিরণ সংঘ ২টি গোল করে ৩-২ গোলে জয়লাভ করে।

প্রথম ডিভিশন ফুটবলে ২৯ আগষ্ট কল্যাণ স্মৃতি সংঘ ৪-০ গোলে পরাজিত করে
তরুণ স্পোটিং ক্লাবকে। কল্যাণ স্মৃতি সংঘের পক্ষে সৈকত দত্ত এবং অমিত
মূর্মূ ২টি করে গোল করে। প্রথম ডিভিশনে কল্যাণ স্মৃতি সংঘ সবকটি ম্যাচেই
জয় পেয়েছে। কল্যাণ স্মৃতি সংঘের পরবর্তী খেলা ৫ সেপ্টেম্বর বাবুরবাগ বয়েজ
এ্যাসোসিয়েশনের বিরুদ্ধে।
    


বাদুরিয়ায় পদযাত্রায় সাংসদ ইদ্রিশ

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে হাজার হাজার কর্মীদের সাথে পা মেলালেন বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলী।বাদুরিয়ায় এই মিছিলে ছিলেন ব্লক নেতা তুষার সিংহ সহ অনেকেই।
ছবি ও সংবাদ আলী আকবর

বাকুড়ায় যুব সংসদ প্রতিযোগিতা

বাকুড়ায় যুব সংসদ প্রতিযোগিতা চললো।বিদ্যালয়স্তরে এই প্রতিযোগিতায় সমসাময়িক বিষয়গুলি তুলে ধরা হয় বিচারকমন্ডলীর সামনে

বাকুড়ায় দুর্গাপুজোর বৈঠক

আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাকুড়া পুলিশ প্রশাসন পুজো কমিটিদের নিয়ে বৈঠক করলো।এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে সরকারী নির্দেশীকা বজায় রেখে পুজোর মন্ডপ গড়ার আহবান জানানো হয়।

গ্রন্থাগার দিবসে শিক্ষামন্ত্রী

রাজ্য সাধারণ গ্রন্থাগার দিবসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়,  আইনমন্ত্রী মলয় ঘটক এবং সংশ্লিস্ট দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়।

চাঁচলে সাংসদ মৌসম বেনজির নূর

চাঁচল ২ ব্লকের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সাংসদ মৌসম বেনজির নূর এবং বিধায়ক আলবেরুনী।এলাকাবাসীদের অভাব অভিযোগগুলি শোনেন তাঁরা।
ছবি ও তথ্য প্রতাপ চট্টপাধ্যায়

জলপাইগুড়িতে দুটি কলেজের অনুস্থানে মন্ত্রী রবীন্দ্রনাথ

জলপাইগুড়ি জেলার দুটি কলেজের প্রতিস্থা দিবস পালনে মুখ্য অতিথি ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।এই অনুস্থানে পুর্বতন পড়ুয়ারা এসেছিলেন অতীতের স্মৃতি নিয়ে।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER