সুকান্ত ঘোষ
কাটোয়া "নেটিজেন বিদ্যাসাগর পল্লী" গ্রুপের উদ্যোগে ০৬.০৫.২০২০ তারিখে বাড়ি বাড়ি ও ০৭.০৫,২০২০ তারিখে কোভিড-১৯ উপলক্ষ্যে লকডাউন চলাকালীন অবস্থায় কর্মহীন জনিত কারণে অার্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে কাউন্টারের মাধ্যমে কাটোয়া বিদ্যাসাগর পল্লীর দুঃস্থ মানুষ, রিকশাচালক. পরিচারিকা,বিধবা ও প্রতিবন্ধীদের প্রায় ১৫০ টি পরিবারের প্রতিনিধির হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷
কাটোয়া নেটিজেন গ্রুপ বিদ্যাসাগর পল্লীর পক্ষে সদস্যবৃন্দ। ছিলেন কামাল হোসেন, সেখ নুরুল হাসান প্রমুখ।