বুধবার, জানুয়ারী ২৯, ২০২০

কোগ্রামে কুমুদ সাহিত্য মেলা পরিচালনা করেন কারা

কুমুদ সাহিত্য মেলা পরিচালনায় কারা? 

২৯ জন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কুমুদ সাহিত্য মেলা কমিটি গড়া হলেও এই সাহিত্য - সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত শতাধিক কবি সাহিত্যিক সাংবাদিক প্রমুখ। 

আমাদের ২৯ জনের মধ্যে সিংহভাগই সাংবাদিক। ১০ এর বেশি সাংবাদিক আছেন যারা ৪০ বছর+ সাংবাদিকতা করছেন, বাকিদের ২০ বছর+ চলছে

অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে বিকাশ ভবনে শিক্ষার ল সেলের আধিকারিক আছেন। 

বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন চেয়ারম্যান, সেইসাথে তৃণমূল লিগ্যাল সেলের প্রাক্তন চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আছেন 


এইরূপ বিশিষ্ট ব্যক্তিদের আত্মীক টানে একসাথে আমরা ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা করে আসছি। 

🙏💐 মোল্লা জসিমউদ্দিন সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি

বহুজন ক্রান্তী মোর্চার বনধ ঘিরে উত্তপ্ত জামুড়িয়া

সি এ এর প্রতিবাদে রাস্তায় নেমে রাস্তা অবরোধ বহুজন ক্রান্তীমোর্চার, পুলিশের লাঠিচার্য়
  মোহন সিং
  
আজ বহুজন ক্রান্তীমোর্চার ডাকা ভারত বনধের সমর্থনে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করার চেষ্টা বিপল করল পুলিশ। তবে ভারত বনধের প্রভাব শিল্পাঞ্চল রানিগঞ্জ আসানসোলে না পড়লেও সরকারি বাস দেখা পাওয়া গেলেও বেসরকারি বাস জাতীয় সড়কের উপর দেখা যায়নি। 
কেন্দ্র সরকারের এন.আর.সি, সিএএ এর প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবিতে বহুজন ক্রান্তীমোর্চার ডাকা ভারত বনধের সমর্থকেরা আজ বেলা ১২ নাগাদ জামুড়িয়া থানার বোগড়া চটি সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশ তাদের অবরোধ হটিয়ে দেয়। তার কিছুক্ষন পরেই রানিগঞ্জের টিবি হাসপাতাল মোড়ে বহুজন ক্রান্তীমোর্চার সমর্থকেরা ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গেলে পুলিশে সাথে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ মৃদু লাঠিচার্য় করে তাদের ছত্রভঙ্গ করে। পাশাপাশি ২ জন সমর্থকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

ওড়িশায় ক্যারাটে প্রতিযোগিতায় সফল পূর্ব বর্ধমান



ইস্ট ইন্ডিয়া কারাতে এসোসিয়েশন -এর পরিচালনায় গত ২৪ই & ২৫ই  জানুয়ারী, ২০২০ তারিখে ওডিশা এর ভূবনেশ্বরের উৎকল কারাতে স্কুল এ “১ম ইস্ট ইন্ডিয়া কারাতে চ্যাম্পিয়নশিপ - ২০২০” অনুষ্ঠিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়ার ৫ টি রাজ্যের প্রায় ৫০০ কারাতেকা এখানে অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলার ২ জন অংশগ্রহণকারী,  ইশানী গুপ্ত এবং শ্রেয়সী ঘোষ পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে এবং মোট ১ টি পদক (১ ব্রোঞ্জ) লাভ করে।
পদক বিজয়ীর নাম নীচে দেওয়া হল।
১.   ইশানী গুপ্তা      ব্রোঞ্জ -   ১০ বছরের +৩০ কেজি বালিকা কুমিতে বিভাগ 
এছাড়া, শ্রেয়সী ঘোষ ১০ বছরের বালিকা কাতা বিভাগে ভাল খেলে কিন্তু দুর্ভাগ্যক্রমে ৫ম স্থান অর্জন করে।
   
শিহান দেবাশিস কুমার মন্ডল 
(সাধারণ সম্পাদক :: বর্ধমান কারাতে-ডো অ্যাসোসিয়েশন)

আসানসোলে দোকান বন্ধ নিয়ে হট্টগোল

মোহন সিং
  
বহু জন কান্তি মোর্চা সমর্থনে ইউনাইটেড ইন্ডিয়া করলো দোকান বন্ধের সমর্থনে বুধবার দিন আসানসোল জি টি রোড এর উপরে বসে পথ অবরোধ করে সংখ্যালঘু মানুষরা পরে তারা এক এক করে দোকান বন্ধ করাতে লাগল। ব্যবসায়ীরা ভয় দোকানের শাটার নামাতে লাগেন। পরে বিরাট মিছিল বার করে আসানসোল বাস স্ট্যান্ড অব্দি এসে শেষ হয়

অধ্যাপক নিয়োগ পরীক্ষায় বাংলা বিভাগে প্রথম অনিকেত মহাপাত্র

পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজ সার্ভিস কমিশন আয়োজিত অধ্যাপক নিয়োগের প্রক্রিয়ার বাংলা বিষয়ে প্রথম হয়েছেন অনিকেত মহাপাত্র

মৌসুমি বিশ্বাস 

বঙ্গীয় বিদ্যায়তন জয় করলেন অনিকেত 
তাঁর নামের মানে যার কোনো ঘর নেই। যখন তাঁকে কেউ নামের মানে জিজ্ঞেস করেন তিনি বলেন তাঁর একটি নির্দিষ্ট ঘর নেই অর্থাৎ সব খানেই তাঁর ঘর। তিনি অনিকেত মহাপাত্র। বিদ্যাসাগরের দেশ মেদিনীপুর  থেকে আর এক দৃষ্টান্ত উঠে এলো। পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজ সার্ভিস কমিশন আয়োজিত অধ্যাপক নিয়োগের প্রক্রিয়ার শেষে দেখা গেল বাংলা বিষয়ে  প্রথম হয়েছেন অনিকেত মহাপাত্র। যাঁর জন্ম ও বড় হয়ে ওঠা মেদিনীপুরে, প্রশাসনিক দিক থেকে পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের অনেক প্রার্থী এই প্রক্রিয়াতে অংশ নিয়েছিলেন। 
আর একটি বিষয় উল্লেখযোগ্য অনিকেত মহাপাত্র তথাকথিত কোনো নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা ও গবেষণা।

স্নাতকোত্তরে হয়েছিলেন প্রথম শ্রেণিতে প্রথম। ইসলামিক স্ট্যাডিজ বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন। মুসলিম জীবনকে কাছ থেকে জানবেন বলে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন। শুধু তাই নয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র এবং বাংলা বিভাগের প্রথম ফার্স্ট ক্লাস ফার্স্ট।  শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ইউ. জি. সি  নেট কোয়ালিফাই করার কৃতিত্বও তাঁর। আলিয়া বিস্ববিদ্যালয়ে আজও তিনি মিথ। স্বাধীনতা পরবর্তী বাংলা উপন্যাসের গঠনশৈলী বিচার বিষয়ে ড. সাইফুল্লার তত্বাবধানে গবেষণা করে ডক্টরেট উপাধি লাভ করেছেন। 

স্নাতক পর্যায়ের পড়াশোনা কাঁথি প্রভাত কুমার কলেজ  থেকে। এই অভাবিত কৃতিত্বের বিষয়ে চর্চা চলেছে সারা রাজ্য জুড়ে। ডক্টর মহাপাত্র প্রাবন্ধিক ও কবি হিসেবে ইতিমধ্যে চর্চিত। এই বইমেলায় কবি ও প্রকাশক ফারুক আহমেদ-এর 'উদার আকাশ' প্রকাশনা থেকে প্রকাশিত হতে চলেছে 'উপন্যাসের ঘরে' নামের গ্রন্থ। স্প্যানিশ ভাষায় রবীন্দ্রনাথ নামের গ্রন্থ সম্পাদনা  করেছেন। বনফুলের উপন্যাস নিয়ে কাজ করেছেন। উপন্যাসের গঠনশৈলী নিয়ে তাঁর চর্চার সঙ্গে বাংলা সাহিত্যের বুধমন্ডলী  যথেষ্ট পরিচিত। সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাঁর নিয়মিত বিচরণ। 

প্রদেশ, দেশ, আন্তর্জাতিক রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক ঘটনা প্রবাহ আগ্রহের বিষয়। রাজনীতিতে যুব সমাজের অংশগ্রহণ নিয়ে বহুবার বক্তৃতা করেছেন। তাঁর লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায়। বিদ্যাসাগরের জেলার এগরা অঞ্চলের কৌড়দা-গোপাল চক এর থেকে আসা এই বঙ্গ তনয়কে নিয়ে অবিভক্ত মেদিনীপুরের সঙ্গে সঙ্গে সারা রাজ্য গর্বিত।

আরও গর্বিত তাঁর আলিয়া বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি ইতিহাস গড়লেন।

চাঁপাডাঙায় সেভ দ্য ন্যাচার থিম সরস্বতী পূজায়

সুভাষ মজুমদার

  
সেভ দ্যা নেচার  চাঁপাডাঙ্গা নস্করপুর গ্রামে সরস্বতী পূজার এবারের থিম।
অষ্টম বছরে পদার্পন করলো এই পুজো।
মূলত পৃথিবী থেকে বিলুপ্তির পথে গাছ,পশু ,পাখি কে বাঁচিয়ে রাখতে সাধরণ মানুষ কে বার্তা দেওয়া হয়েছে এই পূজা মণ্ডপ থেকে।এছাড়াও বর্তমানে জলের সংকট দেখা দিতে শুরু করেছে পৃথিবতে।জল অপচয় বন্ধ করতে বার্তা দেওয়া হয়েছে পূজা মণ্ডপ থেকে।
থার্মোকল মাটির ভাঁড় কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। পুজো কমিটির কর্ণধার মহারাজ নাগ মহারাজ নাগ নাগ তিনি জানান যে ভাবে সমাজে পশুপাখি, জল, ও গাছ লুপ্ত হয়ে যাচ্ছে সেই দিকে নজর দেওয়া আমাদের মূল লক্ষ্য হয়ে দাড়িয়েছে, সাধারণ মানুষের কাছে একটা আর্জি যে আপনারা জল অপচয় করবেন না, অযথা গাছ কেটে ফেলবেন না, অন্যদিকে পশু পাখিদের হত্যা করবেন না এই বিষয়বস্তু গুলোকে নিয়েই আমরা আমরা এই মণ্ডপে তুলে ধরতে পেরেছি ৷

বাংলাদেশের নেত্রকোনা জেলায় চার সাহিত্যিক সংবর্ধিত হলেন

সুসঙ্গ দুর্গাপুরে চার সাহিত্যিককে জলসিঁড়ি সম্মাননা প্রদান।
বাবুল সাহা
 
, কলকাতা থেকে: বাংলাদেশের নেত্রকোণা জেলার প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্ৰামে ২৩ জানুয়ারী ২০২০ বিকেলে জলসিঁড়ি পাঠকেন্দ্র রূপ নিয়েছিল এক মিলন মেলায়।
পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক জলসিঁড়ি পাঠকেন্দ্র  দীপক সরকার জানান, ৭ম বর্ষের প্রতিষ্ঠা বার্ষিকীতে চার সাহিত্যিককে গুনীজন সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেস সাহা। সম্মাননা প্রাপ্তরা হলেন , ড.তরুণ কান্তি শিকদার, কথাশিল্পী ও অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাবন্ধিক অধ্যাপক বিধান মিত্র। লেখক ও সাংবাদিক ইশরাত জাহান উর্মি। গল্পকার দীলতাজ রহমান।৪ গুনীজন ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।শিক্ষাবিদ অধ্যাপক যতীন্দ্র সরকার। লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব। সুসং সরকারী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। সংস্কৃতি কর্মী জেসমিন আক্তার। জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম ও আলামিন। এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ড. অর্ধেন্দু শেখর রায়, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER