বৃহস্পতিবার, মার্চ ২২, ২০১৮

অর্থের অভাবে আলিপুর জেল থেকে দেহ আনতে পারছেনা মালদার পরিবার

মানস দাস,মালদা

বিচারাধীন বন্দীর মৃত্যু হল আলিপুর সংশোধনাগারে। ধর্ষণে অভিযুক্ত বন্দির অভাব অনটন থাকায় পরিবার দেহ বাড়ি আনতে অসক্ষম।তবে বাড়ির গৃহকর্তার দেহ একবার কাছে পেতে চাই পরিবার।দেহ নিয়ে আসতে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিক,এখন এই অপেক্ষায় মৃত বন্দির পরিবার। এমন মৃত্যুতে প্রশ্ন তুলেছে মৃতের পরিবারবর্গ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বন্দির নাম বুদ্ধু সাহা(৬২)।মালদা থানার মাধাইপুর ভাটারা পড়ার গ্রামের বাসিন্দা।শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে প্রায় ১ বছর ১ মাস আগে বিচারাধীন গ্রেফতার করা হয় তাকে।বর্তমানে আলিপুর সেন্ট্রাল সংশোধনাগারে ছিলেন।স্থানীয় সূত্রে জানাগেছে,প্রায় ১৪ মাস আগে গ্রামের ইট ভাটায় নিয়ে গিয়ে বছর নয়ের এক নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ ছিলো ষাটোর্ধ্ব এই বুদ্ধু সাহার বিরুদ্ধে।ধর্ষনের অভিযোগের ভিত্তিতে তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ।মৃতার স্ত্রী ঊষা সাহা জানান,ধর্ষণের অভিযোগে স্বামীকে ১৩ মাস আগে গ্রেফতার করেছিলো।আমার কোনো পুত্র সন্তান নেই।বৃদ্ধ অবস্থায় ভিক্ষা করে দিন কাটছি।এক মেয়ে আছে,তার বিয়ে হয়ে গেছে।যতটা সম্ভব মেয়ে সাহায্য করে।রাতে বাড়িতে পুলিশ এসে জানায় স্বামী মারা গেছে।গত ১৬ তারিখ মালদা আদালতে তোলার সময় কথা বলেছিলাম স্বামীর সাথে।সুস্থ ছিলো বলে জানিয়েছিলো সে।কিন্তু কি করে মারা গেলো জানানেই।আলিপুর সংশোধনাগারে কবে নিয়ে গেছে তাও আমাদের জানানেই।কেউ আমাদের জানাই নি।এখন কোনো রকম দেহ কাছে পেতে চাই আমি"।
এদিকে মেয়ে কাঞ্চন সাহা জানান,"বাবা ধর্ষণের মামলায় জেলে ছিলো।পয়সার অভাবে বাবাকে ছাড়াতে আইন পদক্ষেপ কিছুই করতে পারিনি।বুধবার রাতে পুলিশ বাড়ি এসে বলে বাবা মারা গেছেন,দেহ আনার ব্যবস্থা করতে।অভাবের তাড়নায় অতো দূর থেকে আমাদের পক্ষে দেহ আনা সক্ষম নয়।সুস্থ দেখার পর কি করে মারা গেলো কিছুই জানানো হয়নি আমাদের।আমাদের দেহ ফিরে পেতে চাই।কেউ সাহায্যের হাত বাড়িয়ে বাবার দেহ বাড়িতে ফিরিয়ে দিক"।

বাসন্তী পুজোয় মেতেছে স্বরুপনগর

সৈয়দ রেজওয়ানুল হাবিব

২২শে মার্চ শুভ পঞ্চমির পূন লগ্নে স্বরুপনগর হঠাৎগঞ্জ বাজারর শক্তিসংঘের পরিচালনার এবং গ্রামবাসীবৃন্দের সাহযোগীতায় সার্বজনীন বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফিতে কেটে এলাকার  নারায়নগোস্বামী, সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা সাহা,  দুলাল চন্দ্র ভট্টাচার্য, ষষ্টিপদ সরকার.আবেদ আলি গাজী, রমেন সরদার, স্বরূপনগর থানার আধিকারিক সত্যমকুমার ঘোষ, সহ এলাকাবাসী। বিভিন্ন সাংস্কৃতিক মুলক অনুষ্ঠান চলবে ৫ দিন ধরে।শক্তিসংঘের এই বাসন্তিপূজা অনুষ্ঠান বিগত ২৫ বছর ধরে চলে আসছে।

হেলিকপ্টারে বাংলা চষে পঞ্চায়েতে পদ্ম ফোটাবেন মুকুল রায়

মোল্লা জসিমউদ্দিন

বাংলার রাজনীতিতে মনিষীদের ব্যবহার (জন্মদিন /মৃত্যুদিন পালনে), খুন হওয়া দলীয় কর্মীদের মৃতদেহ নিয়ে মিছিলের পর এবার বিজেপি নেতা মুকুল রায় হেলিকপ্টারে বাংলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত  ঘুরে পঞ্চায়েত নির্বাচনে প্রচারে নামতে চলেছেন। তাতে চরম দুশ্চিন্তায় পড়েছে তৃনমূল নেতৃত্ব। দুই থেকে তিনটি জেলায় দিনে কমপক্ষে চার থেকে ছয়টি জনসভা করার পরিকল্পনা রয়েছে একদা তৃনমূলের চাণক্য মুকুল রায়ের।ইতিমধ্যে টিকিট না পাওয়া তৃনমূল কর্মীদের বিজেপির তরফে দলীয় প্রতিক দেওয়ার পলিসিতে জেলায় জেলায় তৃনমূলের একাংশ তাদের মুকুল দার কাছে 'আডভান্স বুকিং ' করে ফেলেছেন বলে বিশস্ত সুত্রে জানা গেছে।



ছবি : ইন্টারনেট থেকে।

বাংলাদেশের রাজর এলাকায় ৪ জন ধৃত স্বরুপনগরে

সৈয়দ রেজওয়ানুল হাবিব

৪ জন বাংলাদেশিকে আটক করল স্বরুপনগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় ধৃত দের বাড়ী বাংলাদেশের মাদারীপুর জেলার রাজর থানা এলাকায়৷অবৈধভাবে দালাল মারফত তারা এদেশে এসে ছিলো।ভিনরাজ্য যাওয়ার পথে গোপন সূত্রে খবর পেয়ে বালতী বলফিল্ড সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী বলে স্বীকার করে বলে দাবি। ২২শে মার্চ সকালে স্বরুপনগর থানা ধৃত ৪ জনকে বসিরহাট আদালতে পাঠায়।পুলিশ দালালের খোজ শুরু করেছে।

অবৈধ সম্পকের জেরে ভাই খুন, ধৃত দাদা

সুরজ প্রসাদ

মাত্র দু দিনের মাথায় মেমারীতে যুবক খুনে অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ।পূর্ব বর্ধমানের বেহুলা নদী থেকে  রবিবার রাজা মালিকের মৃতদেহ উদ্ধার হয়।ধৃত রামকৃষ্ণ মালিক মৃত যুবকের দাদা।তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে ভাই রাজাকে খুন করে বেহুলানদীর জলে ফেলে দেয়।ধৃত অন্যজন মৃতের আত্মীয়।  রাজা মালিকের  বাড়ি মেমারীর পাতরা গ্রামে।ধৃতদের   বর্ধমান আদালতে তোলা হয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER