এগারো দিনের দুধের শিশু রেখে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছে কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবল। সে তার সদ্যোজাত সন্তান কে দেখেও যেতে পারেনি এই মারণরোগে আক্রান্ত হওয়ার জন্য। কলকাতা মহানগর সহ রাজ্য জুড়ে ডেঙ্গুতে প্রাণহানি অব্যাহত, তবুও ডেঙ্গুর জীবাণু বহনকারী মশাদের আঁতুড়ঘর গুলি ঠিকে রয়েছে প্রশাসনিক ব্যর্থতায়। কলকাতার গীতাঞ্জলি মেট্রো স্টেশন সংলগ্ন আদি গঙ্গার রুপ দেখলে আঁতকে উঠবেন সকলেই! একটু স্বচ্ছতা আনতে পারে ডেঙ্গু নিধনযজ্ঞের নির্মলতা।
শনিবার, নভেম্বর ০৯, ২০১৯
কুমুদ সাহিত্য মেলার চমক ক্রমশ বাড়ছে
কুমুদ সাহিত্য মেলায় চমক ক্রমশ বাড়ছে
প্রতিবছর ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ীতে কবির জন্মদিন পালন হয়। দক্ষীনবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে কবি সাহিত্যিক সাংবাদিক সহ সাংস্কৃতিক জগতের বিশিস্টজনেরা আসেন। প্রথম পয্যায়ে 'কুশল কুমুদ' সাহিত্য পত্রিকা এই জন্মদিন পালনে পরিচালনায় থাকলেও ২০১০ সাল থেকে আমরা অর্থ্যাৎ 'কুমুদ সাহিত্য মেলা কমিটি' আয়োজক হিসাবে উঠে আসে। একশ্রেনীর প্রতিহিংস্বাপরয়ণ রাজনৈতিক নেতাদের গভীর ষড়যন্ত্র চললেও আমাদের দমাতে পারেনি।।কেননা বাংলার শতাধিক সাংবাদিক এই জন্মদিন পালনে প্রতক্ষ্য কিংবা পরোক্ষভাবে যুক্ত। গত বছর মিডিয়া কভারেজে ১০৫+ মিডিয়ায় অনুস্টানের সংবাদ প্রকাশিত হয়েছিল। আমরা সমাজের বিভিন্ন জগতের মানুষজনদের মঞ্চে সম্মানিত করে থাকি। আমরা কোন ডেলিগেট ফি নিইনা।
এবারে আমাদের কুমুদ সাহিত্য মেলায় চমকের পর চমক থাকছে। বিভিন্ন বিখ্যাত সংস্থা এবার আমাদের সহযোগী হিসাবে থাকছে। বাঙালী মননে প্রখ্যাত ব্যক্তিত্বরাও থাকবেন সেদিন অর্থ্যাৎ ৩ রা মার্চ।
প্রত্যেককেই আগাম আমন্ত্রণ সপরিবারে আসবার জন্য
👨🌾 মোল্লা জসিমউদ্দিন ( সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি)
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...