শুক্রবার, নভেম্বর ১০, ২০১৭

আসানসোল হাসপাতালে পালিত হলো গলুমলুর অন্নপ্রাশন

মোহন সিং

শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে পালিত হলো গলুমলুর অন্নপ্রাশন।এক মানসিক ভারসম্যহীন মহিলার পাঁচমাসের শিশুর প্রতি এই হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীর স্নেহ তুলনাহীন।

কালনার পর্যটন বিকাশে উদ্যোগী প্রশাসন

মোল্লা জসিমউদ্দিন

কালনায়  প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি ঐতিহ্যময়ী রাজবাটী, ১০৮ শিবমন্দির সহ পুর্বস্থলীর চুপি পাখিরালয় ঘুরে দেখেন পুর্ব বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব,  কালনা মহকুমাশাসক নিতিন সিংহানিয়া।মূলত পর্যটন কেন্দ্র হিসাবে কালনা কে তুলে ধরায় মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

ভাতারের উন্নয়নের রুপকার ভোলা সেনের জন্মদিন পালন

সুদিন মন্ডল পুর্ব বর্ধমানের ভাতার এর রূপকার (পল্লী গান্ধি) ভোলানাথ সেন এর 96 তম জন্মদিন পালিত হলো মহাধুমধামের সাথে।মূর্তিতে মাল্যদান, স্মৃতিচারণ, গান, আবৃতি, নৃত্য, আদিবাসী নৃত্য প্রভৃতির মাধ্যমে আজকের দিনটি স্মরণ করা হয়। উপস্থিত এলাকার বিধায়ক সুভাষ মন্ডল সহ অগনিত ভোলা সেন প্রেমীরা ছিলেন আজকের অনুষ্ঠানে।

বিশ্বভারতীতে অনিয়মিত ক্লাসের অভিযোগ

প্রীতম দাস

সময়সূচী অনুযায়ী নিয়মমাফিক ক্লাসের দাবিতে বিক্ষোভে সামিল বিশ্বভারতীর বিদ্যাভবনের দর্শন ও ধর্মতত্ত্ব বিভাগের ছাত্র ছাত্রীরা। তাদের মূল অভিযোগ, তাঁরা হোস্টেল পর্যাপ্ত নেই। এছাড়া রুটিন অনুযায়ী ক্লাস হয় না। ১০-৩০ মিনিটের ক্লাস ২-৩০ মিনিটে নেওয়া হচ্ছে। এর ফলে ছাত্রীছাত্রীদের পার্সেন্টেজ কমছে। ক্যান্টিন কাছে না থাকায় দূরে যেতে হচ্ছে। বহিরাগতদের নিয়ন্ত্রণ না থাকায় ছাত্রছাত্রীরা নিরাপত্তা অভাব বোধ করছে। প্রতিবাদে তাঁরা বিভাগের প্রধান কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষাকে তালা বন্ধ করে রাখেন দীর্ঘক্ষণ। এই অব্যবস্থার বিহিত চেয়ে উপাচার্য্যের কাছে একটি স্মারকলিপি দেন।

বাঁকুড়ায় ১০০ বিঘে জমিতে আলুর বীজ হবে

শুভেন্দু তন্তুবায়

আলুর বীজ তৈরির উদ্যোগ নিল রাজ্য বীজ নিগম, বাঁকুড়ার সিমলাপালে ।শুক্রবার রাজ্য বীজ নিগমের ভাইস চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল সিমলাপালের বিক্রমপুর অঞ্চলের কুমারডোবা ও পাথর কাটা এই দুটি মৌজা পরিদর্শন করেন । সিমলাপাল ডেভলপমেন্ট অথিরিটির চেয়ারম্যান অনুপ পাত্র জানান "মোট 100 বিঘা জমির উপর এই প্রক্রিয়া শুরু হবে ।

কালনা আদালতে এটিএম পরিষেবা চালু

সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা শাসক অফিস বা কোর্ট চত্বরে এটিএমের জন্য দীর্ঘদিনের দাবী পূর্ণ হল। এতদিন আদালত বা মহকুমা শাসক অফিসে কাজে এসে অর্থের প্রয়োজনে কালনা কলেজ মোড়ে যেতে হত। সাধারণ মানুষের দীর্ঘ দিনের চাহিদা মেটাতে প্রশাসনিক উদ্যোগে সরকারী জায়গায় অ্যাক্সিস ব্যাঙ্কের সহযোগিতায় এটিএমের উদ্বোধন করেন মহকুমা শাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আদালতের আইনজীবী, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক সহ কর্মীবৃন্দ এবং সাধারণ মানুষ। এই এটিএম চালু হওয়ায় সব শ্রেণীর মানুষ উপকৃত হবেন।

নন্দীগ্রামে শহিদ স্মরণে শুভেন্দু অধিকারী

জাহাঙ্গীর বাদশা

নন্দীগ্রাম আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মও স্মরণ করবে। সূর্যোদয়ের নামে সিপিএমের গণহত্যা ভুলবার নয়। যাঁরা নন্দীগ্রাম আন্দোলনের গুরুত্ব বোঝেন তাঁরা বছরের পর বছর সামিল হবেন ১৪ মার্চ আর ১০ নভেম্বরের স্মরণসভায়। শুক্রবার নন্দীগ্রামের গোকুলপুরে ১০ নভেম্বরের স্মরণসভার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা জানালেন নন্দীগ্রাম আন্দোলনের হোতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০০৭ সালের ১৪ মার্চের গণহত্যার পর ১০ নভেম্বর পুনরায় সূর্যোদয়ের নামে হার্মাদরা অপহরণ ও খুন করে ৯ জনকে। গোকুলনগরে মারা গেছিলেন রেজাউল করিম ও শ্যামলি মান্না। বাকিদের লাশ পাচার করার সময় পুলিসের হাতে ধরা পড়ে যায় সিপিএমের সম্পদ তপন ঘোষ ও সুকুর আলি। আন্দোলনের পর কেটেছে ১১ বছর। কিন্তু দৃষ্টান্ত শাস্তি হয়নি অভিযুক্তদের। তবে দোষীরা যে সাজা পাবে সে বিষয়ে আশাবাদী শুভেন্দু অধিকারী । স্মরণসভায় এসে জানালেন,একজন মন্ত্রী হয়ে বিচার ব্যবস্থার সমালোচনা করার ধৃষ্টতা আমার নেই। বিচার ব্যবস্থা দীর্ঘপ্রসারী। আমাদের আস্থা আছে। একদিন চরম সাজা হবে অভিযুক্তদের। এছাড়াও এদিন শুভেন্দু বলেন, নন্দীগ্রাম আন্দোলনে আমি মানুষকে পথে নামিয়ে ছিলাম। তাই আমার দায়িত্ব আছে। হাজারো ব্যস্ততা পেরিয়েও আমি ১৪ মার্চ আর ১০ নভেম্বর নন্দীগ্রামে আসি। আগামী দিনেও আসব। এটা আমার দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পড়ে। এবং আমি আশাবাদী এই কাজে নন্দীগ্রামবাসীও সামিল হবেন।

ভিন ধর্মের ছেলের সাথে প্রেম, নন্দকুমারে আত্মঘাতী ছাত্রী

জাহাঙ্গীর বাদশা

ভিন্য ধর্মের যুবকের সাথে প্রেম। বাড়ির লোক তা মেনে নেয়নি। বাড়ির লোকের বকাবকির কারনেই আত্মঘাতী  হলেন এক স্কুল ছাত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মানুয়াখালীতে। মৃতের নাম পুতুল পাত্র(১৫)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুতুল পূর্ব নৈশনপুর হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী ছিলেন। প্রতিবেশী এক মুসলিম সম্প্রদায়ের যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরিবারের লোক জানতে পেরে বকাবকি করলে গতকাল গলায় দড়ি দিয়ে আত্মঘাতী  হয়। রাতে পরিবারের লোক বিষয়টি জানতে পারে। নন্দকুমার থানার পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER