বৃহস্পতিবার, নভেম্বর ০৮, ২০১৮

নবান্নের নির্দেশে তদন্ত শুরু, পূর্বস্থলী থানার তোলাবাজির অভিযোগে


 মোল্লা জসিমউদ্দিন,   

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানা  ঘিরে নানান অভিযোগ বিভিন্ন সময়ে উঠে এসেছে। কখনও বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভাগীরথীর  উপকূলে রমরমিয়ে নরকঙ্কাল ব্যবসা মদত দেওয়া। আবার কখনও বা গাঁজা পাচারের অবাধ মুক্তাঞ্চল হিসাবে পূর্বস্থলী কে নিরাপদ করিডর বানানো । সম্প্রতি শাসকদলের এক ব্লক নেতার কথা শোনে এক নাবালক কে থানার লকয়াপে মারধর করা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল   । নাবালক কে মারধরের ঘটনায় মানবাধিকার কমিশনে তদন্ত পর্যন্ত হয়েছিল। এমনকি 'নাপসন্দ' সংবাদ পরিবেশনের জন্য আইনবহির্ভূত ভাবে এক ওয়েবপোর্টাল নিউজ কর্তপক্ষকেও পুলিশি মামলার নোটিশ পাঠানো হয়েছিল। একটু কানপাতলেই এলাকাবাসীদের কাছে শোনা যায় এই থানার আইসির  এক  কুকুর   নিয়ে এলাকাজুড়ে তটরস্থ করার কথা। ঠিক এইরকম পরিস্থিতিতে কালিপুজোর তোলাবাজিতে নাম জড়ালো পূর্বস্থলী থানার নাম। ওই থানার খড়দত্তপাড়ার এক যুবক চাঁদার রশিদ সহ লিখিত অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ডিজি সাহেব কে পাঠিয়েছিলেন। নবান্নের নির্দেশে গত মঙ্গলবার পূর্ব বর্ধমান পুলিশসুপার কাটোয়ায় এসে অতিরিক্ত জেলা পুলিশসুপার (গ্রামীন) কে দিয়ে তদন্ত শুরু করেন। এলাকাসুত্রে জানা গেছে,  পূর্বস্থলীর খড়দত্তপাড়ার এক যুবকের কাছ থেকে কবিরুদ্দিন খান নামে এক এএসআই   কালিপুজোর চাঁদা হিসাবে পাঁচ হাজার টাকা নেন। অভিযোগ প্রথমে টাকা দিতে অস্বীকার করলে ওই এএসআই  তাঁর    মোবাইল থেকে আইসি কে ফোন করে কথা বলিয়ে দেন। চাঁদা দিতে অস্বীকার করা ওই যুবক কে আইসি গাঁজার মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দেন। এক্ষেত্রে টাইম লোকেশন ধরে ওই দুই পুলিশ অফিসারের মোবাইল কলরেকর্ড দেখলে প্রমাণ মিলবে বলে দাবি উঠছে। পূর্বস্থলীর ওই প্রতিবাদীর লিখিত অভিযোগ পেয়ে তৎপর হয় নবান্ন। সেখানে গুরত্ব সহকারে পূর্ব বর্ধমানের জেলা পুলিশসুপার কে রিপোর্ট চাওয়া হয়। এহেন নির্দেশ পেয়েই পুলিশসুপার গত মঙ্গলবার কাটোয়ায় অতিরিক্ত জেলা পুলিশসুপার রাজ নারায়ণ মুখার্জীর নেতৃত্বে তদন্ত কমিটি গড়েন। যদিও পুলিশসুপার এই বিভাগীয় তদন্তের মাথায় আছেন বলে জানা গেছে। পুলিশের জেলা কর্তারা অভিযোগের ঘটনাস্থল পূর্বস্থলীর খড়দত্তপাড়ায় হাজির হন অভিযোগকারীর বয়ান সহ আরও অভিযোগের বিষয় আছে কিনা তা জানতে। প্রতিবাদী যুবকের ভাই ও বন্ধু তারাও পূর্বস্থলী থানার তোলাবাজি চাঁদার রশিদ তুলে দেন এবং স্থানীয় থানার পুলিশ নিয়ে ক্ষোভ উগরে দেন। এলাকা সুত্রে আরও জানা গেছে,  এই থানা এলাকার ৯০ জন রেশন ডিলার, ৪২ টি ইটভাটা মালিক, ৭০০ এর কাছাকাছি  ট্রাক্টর মালিক, ৬৫০ টির মত লরি মালিক   সহ পেট্রলপাম্প মালিকদের  কাছ থেকে নুন্যতম পাঁচ হাজার থেকে দশহাজার কূপন ধরিয়ে দেওয়া হয়েছে।  মোটামুটি হিসাব করলে কোটি টাকার কাছাকাছি অর্থ চলে আসে। এছাড়া নরকঙ্কাল ব্যবসায় সিন্ডিকেট এবং শিলিগুড়িতে থাকা পূর্বস্থলীর গাঁজা ব্যবসার গডফাদারদের কাছে মোটা অংকের পুজোর নামে অনুদান কালিপুজোর চাঁদার নামে পুলিশি তোলাবাজি কে আরও প্রশস্ত করেছে বলে ওয়াকিবহালমহল মনে করছে। যদিও সংবাদমাধ্যম কে পুলিশসুপার জানিয়েছেন - এইরুপ গুরতর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।                                                                

মঙ্গলকোটের জেলা গ্রন্থাগার মেলায় হামিদ বাঙালি স্মরণ




 মোল্লা জসিমউদ্দিন, 

এবার মঙ্গলকোটের ত্রয়ী  মনিষীরা সম্মান পেতে চলেছেন মঙ্গলকোটের জেলা গ্রন্থাগার মেলায়। সুফি সাধক হামিদ বাঙালি, বৈষ্ণব কবি লোচনদাস, পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকদের সম্মান জানাতে আসন্ন জেলা গ্রন্থাগার মেলায় তোরণ হবে।সুফিসাধক হামিদ বাঙালির নাম শোনেননি এমন কেউ নেই ভু ভারতে। যিনি মঙ্গলকোটের আঠারো অলির টানে সুদূর পারস্য থেকে হাজার কিমি পথ পায়ে হেঁটে  এই মঙ্গলকোটে এসেছিলেন। যার সংপর্শে শাহজাদা খুরম পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহান বাদশাও এসেছিলেন এই মঙ্গলকোটের হামিদ বাঙালির কাছে। শাহজাহান বাদশা এই সুফি সাধকের কাছে দীক্ষা ও শিক্ষাগুরু হিসাবে মানেন।    মুঘল দরবারেও এই বিভিন্ন ভাষায় সুপন্ডিত আব্দুল দানেশখান্দ হামিদ ( বাঙালি)  কে উপাধি দেওয়া হয়। তৎকালীন মুঘলদের বাৎসরিক আয় ৯৪ হাজার স্বর্ণমুদ্রা মঙ্গলকোটে মসজিদ সহ আবাসিক শিক্ষাপ্রতিস্টানে ব্যয় করা হয়ন।যার ভগ্নদশা এখনও জ্বলজ্বল করে মঙ্গলকোটে। আব্দুল দানেশখান্দ হামিদ বাংলা এবং বাঙালি কে ছেড়ে পারস্যে আর ফিরে যাননি। তাঁর সমাধি রয়েছে এই মঙ্গলকোটেই। হ্যা এই মহান সুফি সাধক হামিদ বাঙালির নামে তোরণ হচ্ছে মঙ্গলকোটের জেলা গ্রন্থাগার মেলায়। বহু প্রতিবন্ধকতা কাটিয়ে আগামী ১৬ ডিসেম্বর থেকে ৭ দিনের গ্রন্থাগার মেলাটি হচ্ছে নুতনহাট বিএড কলেজের সামনে মাঠে। প্রায় একশোর মত স্টল থাকছে। এই নিয়ে গত রবিবার দুপুরে মঙ্গলকোট ব্লক অফিসে উচ্চপর্যায়ের প্রশাসনিক সভা হয়। সেখানে এলাকার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়াও কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল, মঙ্গলকোটের বিডিও মুস্তাক আহমেদ, ওসি প্রসেনজিত দত্ত প্রমুখ ছিলেন। পূর্ব বর্ধমানের ৩০ টি পাঠাগার কর্তৃপক্ষ ছিল এই বৈঠকে। জেলা গ্রন্থাগার মেলায় তিনটি তোরণ হচ্ছে। সুফি সাধক হামিদ বাঙালির পাশাপাশি ভূমিপুত্র বৈষ্ণব কবি লোচনদাস, পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের নামেও তোরণ থাকছে বলে জানান মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারের সম্পাদক নূর আনসারী। টানা ৭ দিনের গ্রন্থাগার মেলায় প্রতিদিনই বাংলার বিভিন্ন মনিষীদের নামে সভা মঞ্চ হবে। গতবারে মঙ্গলকোটে জেলা গ্রন্থাগার মেলা হওয়ার কথা থাকলেও হয়নি। এবছর তা হচ্ছে, তাতে খুশিতে টগবগ এলাকার সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিরা। 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'র পক্ষে জেলা গ্রন্থাগার মেলা    হওয়ার জন্য এলাকার বিধায়ক কে ধন্যবাদ জানানো হয়েছে।                                                                                        

ক্ষতিপূরনের কোটি কোটি সরকারি অনুদান নেতাদের পকেটে, চাষীরা মরে সেচজলের অভাবে


মোল্লা জসিমউদ্দিন, 


প্রতিবছর আমন কিংবা বোরো ধান চাষের সময় সেচজলের সমস্যায় ভুগে পূর্ব বর্ধমান জেলার চাষীরা। জেলা প্রশাসনের রুদ্ধশ্বাস বৈঠক বারবার হয়   , মন্ত্রীবর্গ আসেন। নানান বিকল্প পদ্ধতির নির্দেশিকাজারী হয়। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের উপর অনেকটাই নির্ভরশীল থাকতে হয়। গত ৩ বছর জল কিনলেও মূল সমস্যা বরাবরই অন্তরালে রয়ে যায়। রাজনৈতিকগত কারনে যেভাবে বাংলার সাথে ঝাড়খন্ড রাজ্যপ্রশাসনের দূরত্ব বেড়েছে, বিশেষত ম্যাসেঞ্জার জলাধারের রঙ করা নিয়ে । তাতে সেচের জন্য জল মিলবে ঝাড়খন্ড থেকে তা না ভাবাটাই শ্রেয়। এবার আসা যাক শস্যগোলা খ্যাত পূর্ব বর্ধমানের চাষীরা কেন প্রতিবছর সেচ জলের সমস্যায় পড়েন। এত নদ - নদী সর্বপরি ডিভিসির ক্যানেলের শাখা প্রশাখাগুলি বেশিরভাগ মাঠ এলাকায় প্রবাহিত।তাহলে চাষাবাদের জন্য   এই সংকট   কেন?  কাটোয়া মহকুমায় দীর্ঘদিন প্রশাসনিকস্তরে উচ্চ পদে থাকা এক আধিকারিক জানান - "মজে যাওয়া নদ - নদী - ক্যানেল গুলি সংস্কার করলে শুধুমাত্র  সেচজল নয় আগামীদিনে শোধনপ্রকল্পে পানীয় জলের সমস্যাও মিটবে "। ওই আধিকারিকের আক্ষেপ - প্রতিবছর পূর্ব বর্ধমান জেলায় কৃষিতে ক্ষতিপূরণ বাবদ তিনশ কোটি টাকা অনুদান আসে। যদিও সেই টাকা প্রকৃত চাষীদের কাছে অনেক সময় পৌছায় না বলে অভিযোগ । পঞ্চায়েত প্রধানের ভাগীদার শংসাপত্র ও পুরানো জমির দলিল দেখিয়ে একপ্রকার লুট হয়,  এইরুপ দাবি বিরোধীদের । তাই সেচ ব্যবস্থা উন্নত হলে একাধারে স্থায়ী সমস্যা যেমন মিটবে চাষাবাদে।অপরদিকে প্রতিবছর পূর্ব বর্ধমান জেলায় চাষীদের ক্ষতিপূরণ বাবদ তিনশ কোটি টাকা বরাদ্দকৃত করতে হবে না রাজ্য সরকার কে। সর্বপরি পূর্ব বর্ধমান  জেলায় সংখ্যাগরিষ্ঠ ব্লকে  ভূগর্ভস্থ জলস্তর   বিপদজনক হয়ে রয়েছে । তাই নদ নদী সংস্কার হলে তার সুফল আগামীদিনে পানীয়জল সংকটকে অনেকখানিই মেটাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা । যেমন ভাগীরথী নদের জল নিয়ে কাটোয়া ও কালনায় জলশোধন প্রকল্পে লক্ষাধিক মানুষ উপকৃত।  এবার আসা যাক মঙ্গলকোটে। কৃষিপ্রধান এই ব্লকে অজয় - কুনুর -  ব্রাম্ভ্রনী নদী রয়েছে। বেআইনি    বালিঘাটগুলির সৌজন্যে অজয় একপ্রকার সংস্কার হলেও কুনুর - ব্রাম্ভ্রনী নদীগুলি মজে গেছে। সারাবছর বর্ষার সময় টুকু ছাড়া বেশিরভাগই শুকনো থাকে। সংস্কার না হওয়ায় অল্প বর্ষাতেই উপকূলবর্তী গ্রাম গুলির একাংশ বন্যার শিকার হতে হয়। ডিভিসি কর্তৃপক্ষ কে মঙ্গলকোটে জলসরবরাহ করার জন্য   এলাকার চাষীরা কর দেন। পশ্চিম মঙ্গলকোটের চারটি অঞ্চলের  চাষীরা কোনকালেই জল পাননা বলে অভিযোগ।  মঙ্গলকোটের অধিকাংশ ক্যানেলের লকগেট গুলি ভাঙ্গা। আউশগ্রামের পিচকুরির কাছে ডিভিসির জল  ব্যাপক চুরি হয়  বলে জানা গেছে। উল্লেখ্য তিনবছর আগে মঙ্গলকোটের কুনুর নদী সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্যসরকারের মধ্যে চুক্তি হয়। তৎকালীন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী উমা ভারতীর বৈঠকও হয়েছিল রাজ্য সেচভবনে। প্রস্তাবনায় ছিল, দুর্গাপুরের ডিভিসির ব্যারেজের অদূরে থাকা সিংহম খালের নাঁচন এলাকা থেকে কুনুর নদী টি মঙ্গলকোটের কোগ্রাম অবধি প্রায় ২২ কিমি সংস্কার করা হবে। তাতে সেচ জল সমস্যা যেমন মিটবে। ঠিক তেমনি কুনুর নদীর উপর দিয়ে অজয় নদ হয়ে কাটোয়ার ভাগীরথী নদের মধ্যে এক ফেরীরুট করা হবে। তাতে যাত্রী পরিবহণ এর পাশাপাশি পণ্য পরিবহণ চলবে। কাটোয়ার শ্রীখণ্ড এলাকায় এনটিপিসির তাপবিদ্যুৎ   প্রকল্পের    সুবিধার কথাও উঠে আসে সেই কেন্দ্রীয় - রাজ্য মন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠকে। তিন বছর কেটে গেলেও কুনুর নদী প্রকল্পের অগ্রগতি ঘটেনি। সংস্কার হলে কুনুর নদীর উপকূলে থাকা মঙ্গলকোটের  পাঁচটি অঞ্চল যথা পালিগ্রাম, চাণক, লাখুরিয়া, গোতিস্টা, সদর মঙ্গলকোটের চাষীদের সেচজল নিয়ে দুশ্চিন্তার  ইতি ঘটতো। ইতিহাসের পাতায় চলে যাওয়া ব্রাম্ভ্রনী নদীর সংস্কার ঘটলে মঙ্গলকোটের ঝিলু ২,  নিগন, ক্ষিরোগ্রাম প্রভৃতি অঞ্চলের চাষীদেরও ভাবতে হতনা চাষাবাদ নিয়ে। মঙ্গলকোটের প্রায় দশের কাছাকাছি অঞ্চলে ডিভিসির ক্যানেলের শাখা ও উপশাখা প্রভাবিত। এগুলির লকগেট মেরামতি করার পাশাপাশি সংস্কার করলে সেচের জন্য আকাশ পানে চাতক পাখির মত অপেক্ষায় থাকতে হতনা। শুধুমাত্র মঙ্গলকোট নয় ভাতার, আউশগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম প্রভৃতি ব্লকে অনুরুপ ছবি নদ নদী ক্যানেলিগুলির। তাই রাজ্য সরকার বছর বছর তিন'শ থেকে চারশো কোটি চাষাবাদের ক্ষতিপূরণবাবদ চাষীদের অনুদান না দিয়ে নদ নদী ক্যানেল গুলি সংস্কারে স্থায়ী  পরিকল্পনা নিক,  তা চাইছেন সেচ বিশেষজ্ঞরা। সুশান্ত মন্ডল মঙ্গলকোটের বিডিও পদে থাকাকালীন কুনুর নদীর উপর চেক ড্যাম করার প্রস্তাবনা নেওয়া হয়েছিল। একাধারে সেচ সমস্যা মেটানোর সাথেসাথে নদীর এপার ওপারের মানুষের যোগাযোগও বাড়তো। সেই প্রস্তাবনাগুলিও বাস্তবায়ন থেকে দূর বহুদূরে রয়েছে।     অবিলম্বে নদ নদী সহ ডিভিসির ক্যানেলগুলি সংস্কারের দাবিতে সরব এই জেলার চাষীরা। অনাবৃস্টি,  বকেয়া বিদ্যুতের বিলে সাবমারসেবলে সংযোগ কেটে দেওয়া, প্রভৃতি সমস্যায় ফসল নষ্ট হওয়ায় বেশকিছু চাষী আত্মহননের পথও বেছে নেয়।                                                                                                   

 

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER