মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০

সম্মানিত করা হলো কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক কে

পারিজাত মোল্লা
  
মফস্বল সংবাদ পত্রিকা হিসাবে জেলার যেকটি কাগজ ত্রিশ বছর পার করেছে। তার মধ্যে গলসির পুরসা থেকে সেখ নিজাম আলম সম্পাদিত 'সকলের জন্য' পাক্ষিক পত্রিকাটি অন্যতম। প্রতি বছরের মত এ বছরেও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল এই মফস্বল সংবাদপত্রিকা কর্তৃপক্ষ। রবিবার বিকেল থেকে রাত আট পর্যন্ত চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য সেইসাথে সমাজের বিভিন্নস্তরের মানুষজনের সংবর্ধনা দেওয়া হয়। এই সাংস্কৃতিক সভায় ছিলেন গলসি বিধায়ক অলোক মাঝী, জেলাপরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল,  প্রমুখ। এদিন মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার প্রসারের জন্য সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন এবং এক সাংবাদিক সংগঠনের কর্মকর্তা বৈদ্যনাথ কোনার কে সংবর্ধনা জানানো হয়। উদ্যোক্তাদের পক্ষে পত্রিকা সম্পাদক সেখ নিজাম আলম বলেন " প্রতি বছর পত্রিকার তরফে অপসংস্কৃতি রুখতে এহেন উদ্যোগ নেওয়া হয় "।                                                                        

৪৪ তম মুক্তাঙ্গন প্রতিযোগিতা হলো বিধান শিশু উদ্যানে

গোপাল দেবনাথ
 
       


কলকাতার হাডকো মোড় সংলগ্ন    বিধান শিশু উদ‍্যানে ৪৪ তম মুক্তাঙ্গন প্রতিযোগিতা হলো।রবিবার  সারাদিন ব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান টি।  তিন থেকে ষোল  বছর বয়সী ছেলেমেয়েদের নৃত্য,অঙ্কন,রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি,লোকগীতি এবং ভজনের প্রতিযোগিতার আসর বসে । বয়সভিত্তিক চারটি বিভাগে দুহাজারের মতো প্রতিযোগী অংশগ্রহণ করে রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে। রবিবার সন্ধেবেলায়  সমস্থ বিভাগের ফল ঘোষণা করে প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক একরাম আলি এবং বিশিষ্ট শিশু সাহিত্যিক সুনির্মল চক্রবর্তী মহাশয় ।বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের স্মরণে সর্বভারতীয় কংগ্রেস নেতা অতুল্য ঘোষ ছোটদের শারীরিক ও মানসিক বিকাশে প্রায় পঞ্চাশ বিঘে আয়তনে বিধান শিশু উদ্যান গড়ে গেছেন উল্টোডাঙ্গা সংলগ্ন হাডকো মোড় এলাকায়।  যোগ ব্যায়াম, তাইকুন্ডু, স্কেটিং প্রভৃতি যেমন রয়েছে। ঠিক তেমনি অঙ্কন,আবৃত্তি,গান শেখার ব্যবস্থা আছে এই সংস্থায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রাক প্রস্তুতির জন্য কোচিং এর খ্যাতি গোটা বাংলা জুড়ে। রবিবার সারাদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার প্রতিযোগী যোগদান করে বলে জানান বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার মহাশয়।                                                   

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER